নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

সামু এডিক্টাস :#) :#) :#)

২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

***ফান পোস্ট*** কাউকে সামান্যতম আঘাত করাও এ পোস্টের উদ্দেশ্য না

দেখতে দেখতে ব্লগে একযুগ পার করে দিলাম। ব্লগে আছি অনেকটা- নাইতে নেমে চুল না ভেজানোর মতো ,কিন্তু ভাবতে পারিনি আসলে -অথৈ জলে ডুবে গেছি। গত দুদিন ধরে কাজ কাম যে একদম ছিলনা তা না, যথেষ্টই ছিল। সব কাজ ঠিক মতই শেষ করলাম, তারপরও যেন মনের মধ্যে খচখচ করছিল, কি নাই/কি করি নাই! বিড়ি খোরের যেমন সব খাবার খেয়েও মনে হয় কি খাই নাই ! কি খাই নাই ! তারপর মনে হয় ও বিড়ি খাওয়া হয় নাই। আমারও দুদিন ধরে এমন অবস্থা ছিল। আজ সামুতে ঢুকতে পেরে কি নাই, কি করি নাই ভাবটা চলে গেল। এর পর বুঝলাম আসলে মনের অজান্তেই আমি সামু এডিক্টাস হয়ে গেছি।

সবার জানা আছে যে বৈজ্ঞানিকগন প্রণিজগৎকে অধ্যায়নের সুবিধার্থে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করেন। মানুষ হচ্ছে হোমো ইরেক্টুস থেকে আগত হোমো সেপিয়েন্স প্রজাতি আর আমরা যারা সামু ব্লগে লিখি তারা হ্চছি হোমো সেপিয়েন্স প্রজাতির, ব্লগও ইন্ডিক্টাস উপপ্রজাতির সামু এডিক্টাস গ্রুপ । না হলে consti.... হাসি দেয়া ইমো নিয়ে =p~ কোন এক ভদ্রলোক ক'দিন পর পর উপস্থিত হয়ে এর ওর সর্বনাশ (জেনারেল) করার পরও আমরা কেন সেই ভদ্রলোক, সেই ব্লগকে ভালবাসি । একদিন ব্লগে ঢুকতে না পারলে কি হয় নাই, কি করি নাই ধরনের অতৃপ্তিতে ভুগি, কারণ আমরা সবাই হচ্ছি সামু এডিক্টাস।

তবে আমাদের গ্রুপের মধ্য শীর্ষ এডিক্টাস হলেন সামু গোল্ডেন মুন এডিক্টাস।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



মানুষ নিজের কথা শেয়ার করতে চান! ১৯ কোটী বাংগালীর মাঝে মাত্র ১ লাখ মানুষ হয়তো নিজের কথা বলার সুযোগ পান।

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১০

বিষাদ সময় বলেছেন: মানুষ নিজের কথা শেয়ার করতে চান! ১৯ কোটী বাংগালীর মাঝে মাত্র ১ লাখ মানুষ হয়তো নিজের কথা বলার সুযোগ পান।

কে বলেছে এ কথা! অন্ততঃ এক কোটি স্ত্রী তাদের স্বামীর কাছে নিজের কথা শেয়ার করতে করতে স্বামীদের শ্রবণ প্রতিবন্ধী বানিয়ে দেন। :)

২| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৩

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: শুভ কামনা আপনার জন্য।আরো কয়েক যুগ পার করে দিন সেই কামনা করছি।

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৪

বিষাদ সময় বলেছেন: কয়েক যুগ তো দূরের কথা, এক যুগ পার করার আগেই হয়তো ওয়ান ওয়ে টিকেট চলে আসবে হাঃ হাঃ
শুভ কামনার জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: হা হা সামু ভাইয়ু!!!


ইহা মাদকের চাইতেও বড় নেশা! :)

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০০

বিষাদ সময় বলেছেন: ইহা মাদকের চাইতেও বড় নেশা!
এই দুদিনে বুঝলাম ব্যাপারটা আসলেই তাই...

অঃটঃ- পদায়নের ঘোষণার পর ভেবেছিলাম ব্লগারদের সাথে ইন্টারেকশন বন্ধ করে দিয়েছেন। মন্তব্য পেয়ে আশ্বস্ত হলাম যে আপনি এখনও আমাদের মাঝেই আছেন হাঃ হাঃ :)

ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু হাসতে হাসতে মরলাম!!!

আমারে চেনার আরও বাকী আছে বুঝিলাম!!! :P

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৫

বিষাদ সময় বলেছেন: আমারে চেনার আরও বাকী আছে বুঝিলাম!!!

নজরুলের একটা গান মনে পড়লো-
নাই চিনিলে আমায় ব্লগারস
রইবো ৮০ ভাগ অচেনা...

অতএব ব্লগারস-
সেই ভাল সেই ভাল,
তাহারে না হয় নাই জানো.

হাঃ হাঃ জাস্ট কিডিং
অনেক অনেক শুভকামনা।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ২০১৫-১৬ সালের দিকে আরও জমজমাট ছিল ব্লগ।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

বিষাদ সময় বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত। ২০১৫-১৬ সালের দিকে ব্লগের অবস্থা্ এর চেয়ে ভাল ছিল। তবে ২০১২ এর দিকে ব্লগে আসার পরও শুনতাম এর আগে নাকি ব্লগ আরো ভালো ছিল। আসলে শাপলা চত্বরেরর ঘটনার পর ব্লগ জগতে ধ্বস নামা শুরু হয়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.