নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আমরা সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন। কিন্তু আমরা আমাদের চারপাশে খেয়াল করে দেখি না যে আমাদের স্বাস্থ্যের জন্য প্রকৃতি কত কিছু সাজিয়ে রেখেছে আমাদের জন্য।
একটা সাইট দেখলাম যেখানে তেমনি ভাবে আমাদের চারপাশের প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে সাজানো। আমাদের স্বাস্থ্যের জন্য কোন উপাদানটা কেমন উপকারি তাই নিয়ে তাদের পোষ্ট।
একটা পোষ্ট দেখে ত রীতিমত অবাকই হয়েছি। (তাই আপনাদের সাথে শেয়ার করলাম।) এবার অবার হওয়ার কারণটা বলি-
জুস আমরা সবাই পান করি। আম, মালটা, কমলা, আপেল, কলা আরও কত ফলে জুস হয়, সব গুলির নাম ও জানি না। কিন্তু মুলার জুস হয় এইটা কোন ভাবে মানতে পারছি না। এই পোষ্টে এর উপকারিতা বেশ বর্ণনা করা হয়েছে। অবাক হওয়ার পাশাপাশি কৌতুহলী হয়ে গেলাম। এর পরের পোষ্টে দেখলাম তারা সেই মুলার জুসের প্রস্তুত প্রনালীও পোষ্ট করেছে।
মনে পড়ে গেল সেই বিখ্যাত কমেডি সিরিজ “কাইশ্যা” র কথা। সেইখানেও বিখ্যাত ছিল কাইশ্যার মুলার জুস।
মুলার জুসের পোষ্ট এখানে পড়ুন
১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৭
ফেনা বলেছেন: আমি ও জানতাম না।
একবার লিঙ্কটা থেকে ঘুরে আসেন। আমার ভালই লেগেছে।
২| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ইহা কি করিয়া খায়?
১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮
ফেনা বলেছেন: যেভাবে করলার জুস খায়। হা হা হা
বিস্তারিত ঐ লিঙ্ক এ গিয়ে পড়ে নিতে পারেন।
৩| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আপনার মূলার জ্যুসের নাম দেখে সবার আগে যার নাম মনে পড়েছে, তিনি আর কেউ নন, মহামান্য 'কাইশ্যা', যার কথা আপনিও লিখেছেন নীচে। কাইশ্যার মূলার জ্যুস খাওয়া দেখে আমিও বহুদিন ভেবেছি একদিন খেয়ে দেখবো মূলার জ্যুস। কিন্তু মূলার যে গন্ধ, জ্যুস খাইয়া কয়েকদিন নিজ বাসায় অবস্থান করতঃ বাসনা সাবান দিয়া সর্বাঙ্গ ধৌত করতঃ শরীরে কিছু সুগন্ধি মাখনতঃ গৃহ হইতে বাহিরন্ত হওয়া আবশ্যকতঃ মনে করেছিনু
তবে সিরিয়াসলি, আগামী মরসুমে মূলার জ্যুস খাব
১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
ফেনা বলেছেন: ভাই খেয়ে আমাকে বিস্তারিত জানাইয়েন। আমি দেশে এসে ইনশাল্লাহ একবার ট্রাই মারব। ভাল লাগলে ত কোন কথাই নাও। চলবে....
৪| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: মুলার জোস খাইনি কখনো ।
১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২০
ফেনা বলেছেন: একবার খেয়ে দেখুন।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
জুল ভার্ন বলেছেন: আসলেই প্রকৃতির সবকিছুই প্রাণী জগতের কল্যাণের জন্য। মুলা আমাদের দেশে মোটামুটি অবহেলিত সব্জির মধ্যে অন্যতম। আমি মুলার জুস সম্পর্কে কিছুই জানিনা, তবে করল্লার জুসের গুনা গুন সম্পর্কে জেনেছি এবং করল্লার জুস খাইও।