নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
বেরিয়ে আসুন নিজের তৈরি কঠিনতম ভাবনার বেড়া জাল থেকে
সহজ করেন নিজে নিজের সকালটা-ভোরের প্রথম সূর্যের মত।
স্রষ্টাকে স্মরণ করুন সেই ভোরের সূর্যটা উঠার ঠিক আগ মুহুর্তে-
আর ভাবুন সূর্য উঠার দিকে তাকিয়ে –
কি অপার মহিমায় মহান স্রাষ্টা-এত কঠিন কাজটা কত সহজ করে দিয়েছেন।
তবে আমি-আপনি কেন জীবনের এই ছোট ছোট সহজ বিষয়গুলি
কঠিন করে ভাবি!! সুন্দর সম্পর্কের মায়াকে বিষাক্ত আর শত্রুতায় পরিনণত করি!!
কী লাভ? কী আনন্দ পান? এই সহজ কে কঠিন করার মাঝে??
একবার ভেবেই দেখুন-না সহজ করে…..
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
ফেনা বলেছেন: পড়ার এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২০
জুল ভার্ন বলেছেন: অর্থবহ লেখা, যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!