নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত শত রক্তের বিনিময়ে
অন্ধকার থেকে মুক্ত আমার বাংলাদেশ।
কয়েক মাসের ক্ষোভ ও কান্নার পরে এসেছে শান্তি স্বস্তি।
জুলাই–আগস্টের দিনগুলোতে
জেগেছে বাংলার ছাত্র জনতা।
জনতার সফল সংগ্রাম বিপ্লবে অভ্যুত্থানে
দূর হয়েছে কর্তৃত্ববাদী স্বৈরশাসক হাসিনা এর শাসন ।
বিজয়ী সালাম তোমাদের প্রতি
হে বাংলাদেশের ছাত্র যুব জনতা ।
১৫ বছরের জুলুম অত্যাচার শেষে
সোনার বাংলাদেশে এসেছিল নতুন সূর্যোদয়।
শহীদ সাইদ আসিফ মুগ্ধ ওয়াসিমদের আত্মদানে
দেশে চলবে না কোনো ফ্যাসিবাদ বৈষম্য ও স্বৈরশাসন ।
আমরা এই ছাত্র-জনতার বিপ্লব কে
বেহাত হতে দিবো না ৷
এই মুক্ত বাংলাদেশে আর চলবে না
যাকে তাকে গণহারে রাজাকার বলার অপসংস্কৃতি ।
এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না
৭১ এর মুক্তিযুদ্ধকে পুজি করে হওয়া অপরাজনীতি ।
এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না
কোনো ধর্ম বিদ্বেষ,জঙ্গী সন্ত্রাসবাদ খারেজীবাদ যায়নবাদ।
সময় এসেছে অর্থনীতি শিক্ষা সব খাতে সংস্কারের
থাকবে না কোনো দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসবাদ ।
স্বৈরশাসকের দালাল দোসরের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে
সজাগ হওয়ার সময় এসেছে বাংলাদেশের জনতার ।
আমি বাস্তবে দেখিনি ১৯৫২,৬৯,৭১ ও ৭৫ এর দিনগুলো
কিন্তু দেখেছি এই ২৪ এর জুলাই-আগস্টের দিনগুলো ।
এই জুলাই-আগস্টে ছাত্রজনতার এ বিপ্লবে
৫২,৭১ ও ৭৫ এর নভেম্বর ছিল আমাদের অনুপ্রেরণা ।
এই নতুন বাংলাদেশ থাকুক অটুট অবিচল শান্তিময়
এই দোয়া করি জগতসমূহের প্রতিপালক মহান রবের নিকট।
২| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০
প্রহররাজা বলেছেন: আহত পংগু আর অন্ধ হয়ে যারা বিছানায় শুয়ে আছে তাদের শুনান, স্বান্তনা পাবে। বেতন না পাওয়া শ্রমিকদের শুনাতে পারেন, সাথে ইউনুসের নোবেল পাবার গল্প জুড়ে দিন, ওদের পেট ভরবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
আজব লিংকন বলেছেন: সুন্দর হয়েছে। এই লাইনগুলো ভালো লেগেছে ,
"এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না
কোনো ধর্ম বিদ্বেষ,জঙ্গী সন্ত্রাসবাদ খারেজীবাদ যায়নবাদ।
সময় এসেছে অর্থনীতি শিক্ষা সব খাতে সংস্কারের
থাকবে না কোনো দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসবাদ।"