নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ahasan Sheikh

Ahasan Sheikh › বিস্তারিত পোস্টঃ

জুলাই বিপ্লব অভ্যুত্থান ও স্বৈরশাসক হাসিনার পতনের পরে আমার লেখা একটা কবিতা

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪




কত শত রক্তের বিনিময়ে
অন্ধকার থেকে মুক্ত আমার বাংলাদেশ।
কয়েক মাসের ক্ষোভ ও কান্নার পরে এসেছে শান্তি স্বস্তি।
জুলাই–আগস্টের দিনগুলোতে
জেগেছে বাংলার ছাত্র জনতা।
জনতার সফল সংগ্রাম বিপ্লবে অভ্যুত্থানে
দূর হয়েছে কর্তৃত্ববাদী স্বৈরশাসক হাসিনা এর শাসন ।
বিজয়ী সালাম তোমাদের প্রতি
হে বাংলাদেশের ছাত্র যুব জনতা ।
১৫ বছরের জুলুম অত্যাচার শেষে
সোনার বাংলাদেশে এসেছিল নতুন সূর্যোদয়।
শহীদ সাইদ আসিফ মুগ্ধ ওয়াসিমদের আত্মদানে
দেশে চলবে না কোনো ফ্যাসিবাদ বৈষম্য ও স্বৈরশাসন ।
আমরা এই ছাত্র-জনতার বিপ্লব কে
বেহাত হতে দিবো না ৷
এই মুক্ত বাংলাদেশে আর চলবে না
যাকে তাকে গণহারে রাজাকার বলার অপসংস্কৃতি ।
এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না
৭১ এর মুক্তিযুদ্ধকে পুজি করে হওয়া অপরাজনীতি ।
এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না
কোনো ধর্ম বিদ্বেষ,জঙ্গী সন্ত্রাসবাদ খারেজীবাদ যায়নবাদ।
সময় এসেছে অর্থনীতি শিক্ষা সব খাতে সংস্কারের
থাকবে না কোনো দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসবাদ ।
স্বৈরশাসকের দালাল দোসরের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে
সজাগ হওয়ার সময় এসেছে বাংলাদেশের জনতার ।
আমি বাস্তবে দেখিনি ১৯৫২,৬৯,৭১ ও ৭৫ এর দিনগুলো
কিন্তু দেখেছি এই ২৪ এর জুলাই-আগস্টের দিনগুলো ।
এই জুলাই-আগস্টে ছাত্রজনতার এ বিপ্লবে
৫২,৭১ ও ৭৫ এর নভেম্বর ছিল আমাদের অনুপ্রেরণা ।
এই নতুন বাংলাদেশ থাকুক অটুট অবিচল শান্তিময়
এই দোয়া করি জগতসমূহের প্রতিপালক মহান রবের নিকট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

আজব লিংকন বলেছেন: সুন্দর হয়েছে। এই লাইনগুলো ভালো লেগেছে ,
"এই মুক্ত নতুন বাংলাদেশে আর চলবে না
কোনো ধর্ম বিদ্বেষ,জঙ্গী সন্ত্রাসবাদ খারেজীবাদ যায়নবাদ।
সময় এসেছে অর্থনীতি শিক্ষা সব খাতে সংস্কারের
থাকবে না কোনো দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসবাদ।"

২| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০

প্রহররাজা বলেছেন: আহত পংগু আর অন্ধ হয়ে যারা বিছানায় শুয়ে আছে তাদের শুনান, স্বান্তনা পাবে। বেতন না পাওয়া শ্রমিকদের শুনাতে পারেন, সাথে ইউনুসের নোবেল পাবার গল্প জুড়ে দিন, ওদের পেট ভরবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.