নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ahasan Sheikh

Ahasan Sheikh › বিস্তারিত পোস্টঃ

কবিতা : রমজান মাসের বিদায়ে

০৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৪৮




রমজান মাসের বিদায়ে


রমজান মাস তোমার বিদায়ে
মুমিন মুসলিমের দুঃখ লাগে।
রমজান মাস আসে
রহমত মাগফিরাত নাজাত এর মঙ্গল নিয়ে।
আহ/ওয়াহ !! তোমার বিদায়ে
আমার মনে দুঃখ লাগে।
নিজেকে ক্ষমা করতে কি পেরেছি??
নিজের ইবাদত আমল নেকী বাড়াতে পেরেছি??
রমজান মাস এলে
ইবাদতের ঢেউ শুরু হয়।
রমজান মাস এলে
শয়তান বন্দী হয়,কবরের আযাব বন্ধ হয়।
রমজান মাস এলে
মুমিন মুসলিম এক মাস রাখতো রোজা
মসজিদে নামাজে হাজার মানুষ হাজির হতো।
রমজান মাস এলে
সাহরী ও ইফতারের বাহার আসে।
রমজান মাস এলে
কুরআনের তিলাওয়াত ও চর্চা চলতো ।
রমজান মাস এলে
হারামাইনে,খালিজ,ফিলিস্তিনের কুদসে,ইয়েমেন,মিশরে,তুর্কিতে,
লাহোর,করাচী,কাশ্মীর, দিল্লী ও ঢাকার মসজিদে
লাখো লাখো মানুষের জনস্রোত হয়।
কিন্তু এখন এগুলো শুধু স্মৃতি হয়ে যাবে।
রমজান মাস বিদায় নিচ্ছে
তাই আলবিদার ধ্বনি শোনা যায়।
রমজান মাস যাচ্ছে চলে
আমরা কি এ মাসের পবিত্রতা ও সম্মান দিতে পেরেছি?
রেডিও ও টিভি চ্যানেলগুলো কতটুকু রক্ষা করতে পারলো এ মাসের পবিত্রতা ও সম্মান??
রমজান মাস বিদায় নিচ্ছে
কিন্তু আমাদের জন্য রেখে যায় সংযম ও তাকওয়ার শিক্ষা।
রমজান বিদায় নিচ্ছে
আর খুশির ঈদ আসছে আমাদের সামনে।
রমজান বিদায় নিচ্ছে
হে ইলাহী (আল্লাহ) তুমি আমাদের ক্ষমা করে দাও।
মুমিনের এই দোয়া
রমজানের উসিলায় আমাদের মাফ করে দাও।
মুমিনের এই দোয়া ও আশা,মাহে গুফরান মাহে মুবীন
আবার তোমার দেখা হবে একবছর পরে।

[img|]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.