নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে মেজর ডালিমের নেতৃত্বে সেনাবাহিনীর একদল কুচক্রী সদস্যরা তৎকালীন রাষ্ট্রপতি,স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারকে গুলি করে হত্যাকাণ্ড করে। তখন তারা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিটিভির সম্প্রচার দখল করে নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারকে হঠাৎ ভেঙ্গে দিয়ে তারা খোন্দকার মোশতাককে রাষ্ট্রপতি বানিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে। তখন বাংলাদেশ বেতারের নাম পাল্টিয়ে রেডিও বাংলাদেশ করে ফেলে যা ২১ বছর স্থায়ী ছিল,বাংলাদেশ বেতার দখল করেই মেজর ডালিমের বক্তব্য প্রচার হয়। তখন বাংলাদেশ বেতারের এক স্টুডিওতে খান আতাউর রহমান এসেই দুই–তিনটা গান লিখে সেগুলোর সুর দিয়ে কম্পোজ করে। তার মধ্যে দুটো গান হলো :
১। ওরা সূর্যসন্তান-সূর্যসেনা ... ওরা কোনো বাধা মানবে না
২। এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ..........
এই গানগুলো সেদিন রেডিওতে ফাঁকে ফাঁকে বাজতেই থাকে।
এই গানগুলোর পূর্ণাঙ্গ লিরিক ও অডিও ভিডিও রেকর্ড সার্চ দিয়েছি কিন্তু পাই নাই। কারও কাছে এই দুটো জঘন্য গানের লিরিক থাকলে কমেন্টস করবেন।
©somewhere in net ltd.