নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইসলামে বিজয়ের শিক্ষা

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৯

বিজয় আসলে কি করতে হবে তা সূরা নাসরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন।

আল্লাহ বলেছেন, যখন বিজয় আসবে তখন দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে থাকবে।

এখন একটা জিনিস দেখেন, যদিও দুইটা দুই ধরণের বিজয় তবুও দলে দলে লোক সাধারণ ছাত্রদের দলে কিংবা সংস্কার অথবা বৈষম্য বিরোধি আন্দোলনের সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করছে।

সে যা ই হোক, যদি এই বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় হতো তাহলে ‌‌আমাদের দায়িত্ব হয়ে যেতো বেশী বেশী আল্লাহর প্রশংসা করা। পাশাপাশি ক্ষমা প্রার্থনা করতে ‌‌‌থাকা। এটাই হলো আল্লাহর শিক্ষা।

সূরে হুদে আল্লাহ আরেকটি বিজয়ের ইঙ্গিত দিয়েছেন। সাময়িক বিজয়। সে বিজয়ের পর বিজয়ীরা অহংকারী হয়ে উঠে এবং তাদের ধ্বংস অনিবার্য।

সুতরাং বিজয় মানুষকে বিনয়ী হতে শেখায়। ক্ষমা করা এবং চাওয়াকে বুঝায়। যদি বিজয় আপনাকে উদ্যত করে, চর্বি জমিয়ে দেয়, ভাব বাড়িয়ে দেয় সেটা হয়তো আপনার পরাজয়। সাময়িক বিজয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



প্রতারক শিবিরেরা "সাধারণ ছাত্রদের" নামে প্রতারণা আন্দোলন করে বিজ্যী হয়েছে; প্রতারণার অভিনন্ডন!
প্রতারকদের জন্য চট্গ্রাম ইউনিভার্সিটি কোন সুরাহ পেয়েছে উপর থেকে?

২| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪১

আহরণ বলেছেন: সামুতে ইসলামের বিজয় হবে না, ভাইয়া। গাজায় যেয়ে জেহাদ করে্ন। দৌড়ের উপর ইসলামের বিজয় নিজ চোখেই দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.