নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেসি বার্সেলোনা ছাড়ার সময় কান্না করতেছিলো। কান্না করতেই পারে! কিন্তু সেই কান্নার সময় যে টিস্যু দিয়ে চোখ আর নাকের পানি মোছেছিলো তা বিক্রী হয়েছিলো আট কোটি টাকা দিয়ে।
.
বিয়ের পর বউয়ের কান্না থামানোর জন্য এগিয়ে দেওয়া টিস্যুও আমি তোমাদের ভাবী থেকে কিনে নিয়েছি সেই গল্প আরেকদিন করবো।
.
বিয়ের সময় রিচার্ডের দেওয়া ৬৯.২ ক্যারেটের একটা হীরার আংটি ডিবোর্সের পর এলিজাবেথ টেলর তার ভক্তের কাছে ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রী করেছিলেন।
.
মাইকেল জ্যাকসনের জাইঙ্গা এক ভক্ত দশ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছিলেন!
.
লেডি গাগা কাপ প্লেটের দাম উঠেছে ৭৫০০০ মার্কিন ডলার কিংবা ব্রিটনি স্পিয়ার্সের খাওয়া সুইংগামের দাম উঠেছে ১৪০০০ ডলার।
.
জাস্টিন বিবার তার সামনে চুল কেটে বিক্রী করেছিলেন চল্লিশ হাজার ডলারে...!
.
শুধু তা না ভক্তরাও বিক্রী হয়,
.
বেলজিয়াম ইউরোকাপে উঠতে না পারায় সমর্থকরা তাদের 'ফুটবল ভক্ত' বিক্রীর জন্য বে তে বিজ্ঞাপন দিয়েছিলেন!
.
মোদ্দা মানুষের মন জয় করতে পারলে সে আপনার ফেলে দেওয়া টিস্যু পেপারটি ও যত্ন করে পকেটে পুরে রাখবে।
.
আমি আবারো বলছি, মানুষ যাকে ভালবাসে তার জন্য জীবন বাজী রাখতে পারে।
.
আপনি হয়তো ভাবছেন, কি বোকা অন্যের ফেলে দেওয়া একটি টিস্যু পেপার মুড়িয়ে রেখেছে। আর সে দেখবে, টিস্যু পেপার মোড়ানো ভালবাসা।
.
আমরা হয়তো অনেকে জানিনা আমাদের প্রিয় নবী যখন চুল কাটতেন তখন সাহাবীরা চারপাশে হাত দিয়ে রাখতো যাতে সেগুলো মাটিতে না পড়ে।
.
আবু বকর রঃ বলেছিলেন, 'নবীজির দুধ পান দেখে আমি তৃপ্ত হয়ে গেলাম।’
.
আয়েশা রাদিয়াল্লাহু বলেছিলেন, হায়! যদি আমার মৃত্যু প্রিয় নবীর মৃত্যুর রাতের আগেই হতো!’
.
এক কথায় বলতে গেলে, অতীতে প্রিয় নবীকে ব্যঙ্গ করে কার্টুন আঁকা সহ্য করতে না পেরে, লক্ষ লক্ষ মুসলিম বন্দুকের নলার সামনেই জীবনের পরোয়া না করে রাস্তায় নেমে গিয়েছিলো। চোখের নোনা জল নয় বরং প্রিয় নবীর ভালোবাসার প্রতিদানে টগবগ করে বের হওয়া রক্তে ভেজানো একটি টিস্যু কিংবা পাঞ্জাবী বিক্রী করবো, দাম কত দিতে পারবেন?
.
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
আরইউ বলেছেন:
মেসি, বিবার, আবু বকর, আয়েশা সব একই পোস্টে নিয়া আইসা আপনি আমার ধর্মানুভুতিতে আঘাত দিসেন। শিবির পোনা হইয়া এইটা আপ্নে কর্তে পার্লেন!
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭
সোনাগাজী বলেছেন:
শিবিররা কি করে "কোমলমতি" হয়েছিলো, সেই গল্প করেন।
আপনি কি "নতুন মুক্তিযোদ্ধা"?