নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এ‌কজন ব্লগারের আত্মপ্রকাশ =p~

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে লো‌ভ, হিংসা, অহংকার ত্যাগ করতে হবে আমি জানি তা কেবল একনিষ্ঠ শিবির কর্মীদের দ্বারা সম্ভব। শিবিরের এই ‌আত্মপ্রকাশকে আমি সাধুবাদ জানাই। ব্যক্তিগতভাবে আমি নিজে শিবিরের কলেজ শাখার দায়িত্বশীল ছিলাম। আমি নিজে আমার স্কুল শিক্ষকদের থেকে বায়তুল মাল কালেক্ট করতাম। মাসিক রিপোর্ট মেইনটেইন করতাম। চবি ক্যাম্পাসে শিবিরের একটি বিল্ডিং ছিলো। এসআরসি ‌ভবন নামে জানতাম। ওখানে শিবিরের একটা লাইব্রেরী ছিলো। আমি সেই লাইব্রেরীর চাবির দায়িত্ব নিয়েছিলাম। তারপর একটা ‌একটা করে সব বই এক প্রকার চুরি করে আমার বাসায় নিয়ে এসেছিলাম। ঘটনা এখানে শেষ না। একদিন ক্যাম্পাস শাখার দায়িত্বশীল আমার বাসায় বস্তা নিয়ে চা ‌খেতে ‌এসেছিলো। আমার সন্দেহ হচ্ছিলো। এমন হবে আগেই অনুমান করেছিলাম। তাই বইগুলো উল্টিয়ে রাখছিলাম সব। কিন্তু সব জল্পনার অবসান করে দায়িত্বশীল ভাই চা পান শেষে বস্তা ভরে সব বই নিয়ে চলে গেছে। সুতরাং হয়তো ২০০৬/২০০৭ সালে শিবিরের কাছে আমি ছিলাম একজন চোর। বই চোর।

মজার বেপার হলো তারাই আমাকে কলেজ শাখার দায়িত্বশীল করেছিলো। সাথী করার জন্য তারা আমাকে হ‌‌য়তো অনেক‌‌ভাবে চেয়েছে। আমি কেনো জানি পালিয়ে থাকতাম।

একদিন শহীদ আব্দুর রব হলে শিবির নবনির্বাচিত কমিটি ঘোষণা হবে। আমিও গেলাম। জানতাম না আমাকে পোস্ট দেওয়া হবে। একপাশে গিয়ে বসলাম। হঠাৎ করে একজন একজন করে সভাপতি সেক্রেটারি ঘোষণা করা হচ্ছিলো। ওখানের প্রায় ভাই আমার পরিচিত ছিলো তখন। আমি মনে হয় সবার ছোট ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি জাস্ট। বাকীরা প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ে। স্বভাবতই আমি ‌ভাইদের খুশির খবরে তালি মারতে যাবো এমন সময় পাশ ফিরে দেখি সবাই হুহু করে কান্না করতেছে। আল্লাহর কসম, ওরা এই দায়িত্ব পালন করতে পারবে কি না তা ভেবে বাচ্চাদের মতো কান্না করতেছিলো। আর এটা হলো শিবির।

সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মতো ‌ফাজিল আর যা করুক শিবিরে টিকে ‌থাকতে পারবে না। কিন্তু আমি যতদিন বেঁচে আছি ওদের মুখপাত্র হিসেবে থাকবো। কারণ আমি ওদের কাছ থেকে দেখেছি।

কিন্তু মাস্টার্সে অর্থনীতির ক্লাশে অর্থনীতিবিদ মইনুল ইসলাম স্যার কিছু তথ্য উপস্থাপন করে বলেছিলো, সীমান্তের কিছু ইলিগ্যাল ব্যবসার সাথে জামায়াত জড়িত। স্যার এতো শ্রদ্ধেয় যে আমি এখনো সীমান্তের কাউকে পেলে জিঞ্জেস করি, তাদের কাছে কোন প্রমাণ আ‌ছে কি না! জানিনা সত্য মিথ্যা।

একাত্তরে তাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা আমাকে এখনো ভাবিয়ে তুলে। হুহু করে কাঁদা একটি দল কি‌ভাবে মা বোনদের ইজ্জত নিবে?

তবুও শিবির আমার কাছে যৌবনের প্রথম প্রেমের মতো। যাদের অন্তত পদ পদবীর লোভ নেই।

পরে যখন আমি জাসাসের যুগ্নআহবায়ক হয় ঘটনাচক্রে তখন আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী তিনি খসরু সাহেবের প্যানেল হওয়ায় আমাদের ফুল পর্যন্ত গ্রহণ করেননি। পদ পদবী ওদের কাছে আকাশের চাঁদের মতো।

অন্যদলগুলোর সাথে জামায়াত কিংবা শিবিরের এখানেই যোজন যোজন পার্থক্য।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



চিটাগং ইউনিভার্সিটির কতজন ছাত্রের রগ কেটেছেন?

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:





রগ কাটার যন্ত্রটা এখনো পকেটে আছে তো?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:




এবারের আন্দোলনের জন্য কালাসনিকভ চালানোর ট্রেনিং পেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে?

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৯

শিশির খান ১৪ বলেছেন: বাংলাদেশে শিবির এক মাত্র রাজনৈতিক দল যারা নিজেরা চাঁদা দিয়ে দল চালায়।মানুষের উপর অত্যাচার করে না। শিবিরের প্রত্যেকটা ছেলে লেখা পড়ায় ভালো ঠান্ডা মাথার।আল্লাহ যারা ধৈর্যশীল তাদের পুরস্কার দেয় শিবির সেই পুরস্কার পাইছে। সামনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যত ঠিক মতো প্রস্তুতি নেন। আপনাদের আমিরকে বলবেন নিজের রাজনৈতিক দল গুছানোর দিকে আরো মনোযোগ দিতে এক জালিমের পর আরেক জালিম আসবে না কে আসবে সেটা ঠিক করার দায়িত্ব দেশের লোকের। পরনিন্দা না করে নিজেদের দল গুছানোর দিকে মনোযোগ দিলে ভালো ফল পাবেন। আজ থেকে দুই বছর আগেও কেউ চিন্তা করছে যে ছাত্রলীগ বর্ডার ক্রস কইরা ভারত পালাবে আর শিবির বুক ফুলায়া ঘুইরা বেড়াবে আল্লাহ চাইলে কি না হয়

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



@শিশির খান ১৪ ,

আল্লাহের জমি আল্লাহ যাকে চাইবে, তাকে দিবে; ইহুদীদের দিয়েছে ফিলিস্তিন, আইএস'কে দিয়েছিলো ইরাক ও সিরিয়া, শিবিরকে দিয়েছে বাংলাদেশ। আপনি আন্দোলনে ছিলেন না?

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৯

আরইউ বলেছেন:



আপনি শিবিরের পোনা এটা নতুন কোন তথ্য না!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে দলটি বাংলাদেশকে এখনো 'বাংলাদেশ' বলেই মানতে চায় না, ৭১-এ তারা কোনো ভুল করেছে বলেও স্বীকার করতে চায় না, এতখানি দম্ভ, তাদেরকে বাংলাদেশের শাসন ক্ষমতায় দেখতে চাই না। তারা ভালো হলেই কী, ঠান্ডা মাথার মেধাবী হলেই কী, তারা তো প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিকই না, যেহেতু বাংলাদেশকেই তারা স্বীকার করতে চায় না। আমার পরিচিত এবং ঘনিষ্ঠ ৩ ব্যক্তিকে জানি, যাদের একজন হলো চরম দুর্নীতিগ্রস্ত, বাকি ২জনের মধ্যেও নানান অসঙ্গতি। এদের মুখে এখন মধুর বচন শোনা যাচ্ছে প্রচুর।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১১

হাবিব ইমরান বলেছেন:
উপরের দুইজন ব্লগার দুইটা কমেন্ট করেছেন। ওনাদের মানসিক সুস্থতা কামনা করি। শিক্ষিত হয়েছে, পাশাপাশি অভদ্রও হয়েছে। পারিবারিক শিক্ষার অভাব আছে মনে হয়। এখানে বাংলাদেশের নাগরিক সবাই। যে যার যার খুশিমতো রাজনীতি করবেন, এটা লুকোনোর কিছু নেই। অতীত সব দলেরই খারাপ। এক সময় আওয়ামী লীগ জামাত বিএনপিকে বলত জঙ্গি সংগঠন। অথচ এখন সেই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে ক্ষমতাচ্যুত হয়েছে। লজ্জিত হওয়া উচিত। মুদ্রার এপিঠ ওপিঠ সবই দেখা হয়ে গেছে।

যাইহোক, এখানে দেখা যাচ্ছে একজন নাগরিক আরেকজন নাগরিকের সাংবিধানিক অধিকারে প্রভাব খাটাচ্ছে। কে কোন দল করবে সেটা ঠিক করে দিচ্ছে, অন্যদলকে নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন তকমা দিচ্ছে। আশ্চর্য, তাদের এই প্রভাব খাটানোর অধিকার কে দিয়েছে? অন্তত শিক্ষিত, রুচিশীল মানুষ গণতান্ত্রিক একটা দেশে বসবাস করে এরকম মন্তব্য করতে পারেন না। কখনোই না। অসম্ভব।

একটা স্বাধীন দেশে বসবাস করে যদি ইচ্ছেমতো রাজনীতি করা না যায় সেদেশ যাইহোক স্বাধীন না। অথবা সে দেশে মানুষ না পশু বাস করে।

এটা ফেসবুক নয়। অথচ এখানেও রুচিহীন মানুষ দেখতে হচ্ছে।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৫

আরইউ বলেছেন:



@হাবিব,
"শিবিরের পোনা" খারাপ কথা হইলো কেমনে! একটু ব্যাখ্যা করেনতো, বাহে। উনি শিবিরের ছুটা কামকাইজ করতো তাই ওনারে "শিবিরের পোনা" কইলাম। তার চেয়ে বড় কিছু হইলে "শিবিরের ছানা" কইতাম; তারচেয়েও বড় হইলে কইতাম "শিবিরের হায়েনা"। এখন কন আমি খারাপ কী কইছি!!!

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৮

নিমো বলেছেন: তা ক্ষমতায় কবে বসবেন?

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪৫

কলমনাই বলেছেন:







অ বুঝছি
শিবিরের ছুডা কামের বুয়া

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪০

রাসেল ০০৭ বলেছেন: আরইউ বলেছেন:
আপনি শিবিরের পোনা এটা নতুন কোন তথ্য না!

আপনি কি হাসিনার পোনা ?

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: জামাত শিবিরকে থামাতে হবে। নইলে দেশ হবে আফগান।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

আরইউ বলেছেন:



@রাসেল,
আগে কন্তো আপ্নে শিবিরের পোনা, ছানা, নাকী হায়েনা?

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

রাসেল ০০৭ বলেছেন: আরইউ বলেছেন:

@রাসেল,
আগে কন্তো আপ্নে শিবিরের পোনা, ছানা, নাকী হায়েনা?

আগে আপনার টা কন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.