নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আহারে টাকা!

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

মাসের অর্ধেক না যেতে সব টাকা শেষ হয়ে যাচ্ছে! মানি ব্যাগ খুললে দেখি আর দুই তিনশ টাকা আছে ।
.
তাই হয়তো বিখ্যাত আমেরিকান লেখক জিগ জিগলার বলেছিলেন, 'সবাই বলে টাকা তোমাকে সুখী করবে না তবুও সবাই টাকাকে নিজের জন্য পেতে মরিয়া'।
.
মেকিং টাইম মেকিং মানি বইয়ের লেখক রিটা ডাবেনফোর্ট বলেছিলেন, 'সবাই বলে টাকা গুরুত্বপূর্ণ না কিন্তু দিনশেষে সবাই অক্সিজেনের সাথে টাকার তুলনা দেয়'।
.
কেমনে কেমনে জন্মের পরে বাচ্চারা বাবা মা না চিনলেও টাকা চিনে যায়!
.
কথায় আছে, 'যারা বলে টাকা দিয়ে সুখ কিনা যায় না তারা আসলে জানে কোথায় শপিং করতে হয়'।
.
অস্কার ওয়াইল্ড আরো মজা করে বলেছিলেন, 'টাকা ধার করলে তা নিরাশাবাদীদের থেকে করবেন তাহলে তারা টাকা ফেরত পাওয়ার আশা করবে না'।
.
যাদের টাকা আছে ব্যাংকও চিরকাল তাদের ঋণ দিয়ে আসছে,
.
টাকা নেই মনে করে একটু আগে পাঁচ তারকা হোটেলের যে দারোয়ান আপনাকে অবজ্ঞা করেছে তার সামনে কয়েক বান্ডেল টাকা নাড়ালে তার মালিকও আপনাকে জামাই আদায় করবে!
.
স্যার টমাস ব্রাউন বলেছিলেন, 'অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ'।
.
সক্রেটিস বলেছিলেন, 'যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মত'।
.
নির্মলেন্দু গুণ বলেছিলেন, 'ভালোবাসা, অর্থ ও পুরস্কার আদায় করে নিতে হয়'
.
প্রিয় লেখক মীর মশাররফ হোসেন বলেছিলেন, 'মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, 'অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন; কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই, সমাজে নাই, স্বজাতির নিকটে নাই, ভ্রাতা ভগ্নীর নাই'।
.
প্রয়াত মেয়র আনিসুল হক মজা করে বলেছিলেন, 'বউরা মাফিয়ার চেয়ে খারাপ কারণ মাফিয়ার আপনার কাছে হয়তো জীবন নয়তো টাকা চাইবে কিন্তু বউরা দুটো ই চাইবে'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্বশান্তি প্যাগোডায় ছোট বেলায় দেখতাম উৎসবে টাকার গাছ থাকতো,
.
অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা কিছুদিন আগে ইউক্যালিপটাস গাছের পাতাতে স্বর্ণকণার উপস্থিতি লক্ষ্য করেছিলেন যা থেকে প্রমাণিত হয়েছে গাছটির ঠিক নিচেই মাটির গভীরে স্বর্ণের অস্তিত্ব রয়েছে!
.
আহারে টাকার গাছ,
.
তোরা যে যা বলে টাকার নিন্দা করিস্ ভাই দিন শেষে মানিব্যাগে টাকা না থাকলে পুরুষ মানুষের কোন দাম নাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.