নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মজা করে বলা হয় খুব সহজে আপনি ইংরেজদের সাথে কথা বলতে পারবেন তা হলো কিছু দেখালে 'নাইচ' বলবেন আর মাঝখানে 'ইয়া ইয়া'
.
তবে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি তখন কারো সাথে দুই লাইন কথা বলার পর কথা খুঁজে পেতাম না!
.
জেলা বৃত্তির টাকায় নতুন মোবাইল কিনেছিলাম তারপর এক সুন্দরীর সাথে কথা বলার সুযোগ হলে 'কেমন আছো' জিজ্ঞেস করার পর 'কি দিয়ে খাইছো' জিজ্ঞেস করার পর কথা খুঁজে পেতাম না!
.
তারপর
.
নতুন এক টিপস মাথায় এলো,
.
কি দিয়ে খেয়েছো?
- মাছ, আলু ভর্তা, ডিম
.
কি মাছ?
- রুই মাছ
.
রুই মাছ কি পুকুর না নদীর?
- দূর বোকা নদীতে কি রুই মাছ হয়
.
তাহলে নদীতে কি মাছ হয়?
- ইলিশ টিলিশ ইত্যাদি
.
ইলিশ কি বেশী পছন্দের?
- হাম
.
হাম কি?
-হুম
.
হুম কি?
- Hmm
.
Hmm কি?
- হুম
.
হুমের কারণে আমার প্যারোটি বেশী দূর আগাতে পারলো না
.
তবে কথা খুঁজে না পেলে প্রশ্ন থেকে একটি শব্দ নিয়ে প্রশ্ন করলে কখনো কথার অভাব হবে না!
.
কারো সাথে দীর্ঘক্ষণ কথা বলার এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি ভাইভা বোর্ডে বিচারকরা যা করে থাকে,
.
বাড়ি কোথায় আপনার?
- সন্দ্বীপ
.
সন্দ্বীপের একজন বিখ্যাত মানুষের নাম বলো?
- কবি আব্দুল হাকিম
.
কবি আব্দুল হাকিমের উল্লেখযোগ্য কবিতার বিষয়বস্তু কি?
- দেশপ্রেম
.
দেশপ্রেমের একটি উদাহরণ দাও?
- একাত্তরের মুক্তিযুদ্ধ
.
মুক্তিযোদ্ধা কোটা আছে?
- নাই স্যার
.
'না থাকলে চাকরিও নাই'
.
স্যার চাকরি না থাকলে খাবো কি?
-'দেশপ্রেম'
.
পেটে ভাত না থাকলে দেশপ্রেম দিয়ে কি হবে?
.
ভাইভা বোর্ডের চেয়ারম্যান নিশ্চুপ হয়ে গেলো! প্যারোটি আবারো ফেইল করলো!
.
মাঝে মাঝে শব্দরা হারিয়ে যায়! কোন সূত্র দিয়ে তাকে এগিয়ে নেওয়া যায় না! মহাকালে হারিয়ে যায় একটি হাড় ভাঙ্গার শব্দ! কিছু স্লোগান! কিছু স্বপ্ন! কিছু পিছুটানের গল্প!
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮
মাহের ইসলাম বলেছেন: আপনি তো আসলেই কথা হারিয়ে ফেলছেন, দেখি !
৩| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৌটা নাই?
ধুর মিয়া আপনার পোস্ট পড়ুম না !!!
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: খুনসুঁটিতেই কেটে যাচ্ছে জীবন। এভাবেই যায় যদি যাকনা।