নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খেলা হপ্পে

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

প্রেসিডেন্ট কোলিন্দার রূপ দেখে ক্রোয়েশিয়া সাপোর্ট করার আগে দেশের নাম দেখে সাপোর্ট করেছিলাম এশিয়ার কেউ মনে করে কিন্তু না,
.
লোকে বলে ৪২ লক্ষ মানুষের দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনালে উঠে গেলো আমাদের দেশ কি করলো তাদের জানা উচিত ক্রোয়েশিয়া আয়তনে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ,
.
ওরা ফ্যাশন সচেতন জাতি এবং হালের পুরুষদের পছন্দের নেক টাই ওদের আবিষ্কার!
.
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের আবেদনময়ী রূপ দেখে যাদের ঘুম হারাম তারা চাইলে ব্যাগ গুছিয়ে ক্রোয়েশিয়ায় চলে যেতে পারে কারণ সে দেশে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশী তবুও তারা পৃথিবীর অন্যতম কলা রপ্তানীকারক দেশ,
.
চল্লিশ লাখ মানুষের দেশে প্রতি বছর প্রায় দেড় কোটি ট্যু্রিস্ট ঘুরতে যাওয়ার রহস্য কি তবে এটা? সেদিকে না গিয়ে বরং এদিকে থাকি,
.
প্রচলিত আছে ক্রোয়েশিয়ার ম্যাক্সিমাম মেয়ের নাম মিয়া দিয়ে শুরু আমার তো সন্দেহ হয় মিয়া খলিফা তবে কি.....!
.
ওরা এতো আলট্রা মর্ডান যে সেখানে ইটিশ পিটিশ আর মদ পান করার জন্য স্ট্রিট ক্লাব বৈধ
.
যাকগে সে কথা,
.
শুধু যে দেশটির প্রধান খেলা ফুটবল তা না যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের বছরে তারা ফুটবল ফেডারেশন গঠন করে,
.
তার মাত্র তিন বছর পর ইউরোপের দেশটি ১৯৯৪ ও ১৯৯৮ সালে ফিফা কর্তৃক প্রকাশিত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বছরের সেরা অগ্রসরমান দলের মর্যাদা এবং পুরস্কৃত হয়েছিলো!
.
দূর্দান্ত ক্রীড়ানৈপুণ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে পরিবর্তনশীল দলও তারা যারা স্বাধীনতা মাত্র আধা যুগ পর ১৯৯৮ সালের বিশ্বকাপে তৃতীয় হয়েছিলো!
.
তারপর দীর্ঘসময় প্রতীক্ষা! প্রায় বিশ বছর পর তারা প্রথম ফাইনালে উঠেছে! যদি বিশ্বকাপ নিয়েও যায় এতে অবাক হওয়ার কিছু নেই! ওরা এটা জন্ম থেকে ডিজার্ভ করে!
.
যে দেশের মানুষের চেয়ে পর্যটকের সংখ্যা বেশী সে দেশের বিশ্বাকাপ জয় মানে আরো দ্বিগুণ পর্যটন শিল্প বিকাশের হাতছানি যার সূত্র ধরে আরো কয়েকগুণ শক্তিশালী হবে হালের অর্থনীতি,
.
মামু আরে কিছু টাকা যোগাতে পারলে ক্রোয়েশিয়ায় ঘুরতে যামু ভাবছি... খেলা হপ্পে! ফুটবল!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সনেট কবি বলেছেন: গুড

২| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন, ভালোলাগা।

৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: এবার ক্রোয়েশিয়া কাপ নিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.