নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কোটা আন্দোলনকারীদের ঠ্যাং খোঁড়া করে দেব,
বলেছে সোনার ছেলের!
কোটা আন্দোলন বাদ দিয়েছি তাই
চাকরির মাঠে আর আসা হবেনা ।।
নিয়তি আমার আমি নিজে বেছে নেই নি
পদবী তে ছিলনা যে মুক্তিযোদ্ধার সন্তান হায়!
সরকারী পরীক্ষা দিতে যেতে হয়
তাই আশা নিয়ে জোর করে যাই বৎসরে দু’এক বার ।।
এমসিকিওতে সত্তর পাই আমি এক্সামে
ভাল লাগে পেয়ে বেঁচে থাকার আশ্বাস,
রিটেন বুক আমি আমি কোনটাই ছুঁই না
এতো বার ভাইভা আউট তাই বেড়ে গেছে বিশ্বাস!
চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে বইয়ে ঘুরি,
হাতুড়ির জোরে আমি পারব না
পারব না হতে আমি মুক্তিযোদ্ধার- সার্টিফিকেট জালিয়াতি করতেও
দেশপ্রেম বাসা বেঁধেছে আমার মনেও
নাইবা হলাম ক্যাডার যদিও
দরকার হলে বিসিএস দিতে আমি আর আসবো না!
বুঝব কি করে আমি তোমার ঐ ক্যাডার দাদা
শুধু যে আস্ত এক ক্যাডর নয়
আরও কত দাদাগিরি,কব্জির কারিগরি
হাড় ভেঙ্গে দিয়ে তার দিন কেটে যায় ।।
তাও যদি বলতাম সোনার ছেলে আমি
নিলু , বিলু কিংবা নিতাই
মিথ্যা কথা আমি বলতে যে পারি না
ভ্যাব্যা ভ্যাব্যা ভ্যাব্যাচ্যাকা খাই,
চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখন কোটা আন্দোলনের গোষ্ঠী মারি,
হাতুড়ির জোরে আমি পারব না....!
আসতে হবে না আর মেধা তালিকায়
কোটা দিয়ে পূরণ করে দিও তাই
ছোট এই মেধা তালিকায় আসার মতো সামর্থ্য যে নাই!
সত্যিকারের মেধা জানিনা তো কি সেটা
যাচ্ছে যে জমে হোক যা
লাগছে না ভালো আর প্রফেসর গাইড টা
কান্না পাচ্ছে সারা রাত ।।
কোটা কিবা নন কোটাদারী, জানিনা বা তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
আন্দোলনটা আমরা ছেড়ে দিতে রাজি আছি
পারব না ছাড়তে এ ঠ্যাং,
চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে বইয়ে ঘুরি,
হাতুড়ির জোরে আমি পারব না
পারব না হতে আমি মুক্তিযোদ্ধা- সার্টিফিকেট জালিয়াতি করতেও
দেশপ্রেম বাসা বেঁধেছে আমার মনেও
নাইবা হলাম ক্যাডার যদিও
দরকার হলে বিসিএস দিতে আমি আর আসবো না!
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলার ভাষা নাই।