নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ডুবুরি সামান খুনাম, আকস্মিক বন্যায় থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া ১২ শিশুদের অক্সিজেন সরবরাহ করে ফেরার সময় নিজেই অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন,
.
খেলাধুলা করার সময় কিছুদিন আগে কামরাঙ্গীর চরে পাঁচ বছরের শিশু ইমনের বন্ধু হৃদয় ময়লার স্তূপে পা দিয়ে ডুবে যেতে থাকলে হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করে ইমন এবং এক পর্যায়ে বন্ধু তার হাতে ভর দিয়ে উঠতে পারলেও ইমন পা ফসকে পড়ে নিখোঁজ হয়ে যায় চিরতরে!
.
তবুও কি তোমরা বলবে না, 'মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে...!'
.
বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় ট্রাজেডি রানা প্লাজার ধ্বসের পর নিজের জীবন বাজী রেখে ত্রিশ জন মানুষকে জীবিত উদ্ধার করার নায়ক বাবু যে উদ্ধার অভিযানে রক্তবমি করে অসুস্থ হয়ে পড়লে এক প্রকার বিনা চিকিৎসায় মারা গিয়েছিলো!
.
আমি নিজে কেডিএস এক্সেসোরিজের মার্কেটিং করার সুবাদে দেখেছি ২০১৩ সালের এই ট্রেজেডির খেসারত এখনো হাজার হাজার গার্মেন্টস দিয়েছে! নিরাপত্তা ইস্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছে!
.
কিছুদিন আগে ভারতের মহারাষ্ট্রে বৃষ্টির জলে বাস আটকে পড়লে বাসে থাকা দুই শিশু পানিতে খেলতে নামলে গর্তে পড়ে যায় তখন বাস ড্রাইভার নিজে তাদের উদ্ধার করে নিজে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন!
.
রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধস কবলে পড়া স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ৬ সেনা এটা তো সবাই জানে,
.
দুই নারী সাগরে ডুবে যাচ্ছে দেখে তাদের উদ্ধার করতে গিয়ে সাগরে স্রোতে তলিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র নাকিব উদ্দিন!
.
পশ্চিম মেদিনীপুরে মদ খেয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকা এক মদ্যপকে বাঁচাতে গিয়ে রেলকর্মী নিজেই নিহত হয়েছিলেন! ভাবা যায়!
.
পাইলট প্রিথুলার কথা মনে আছে যাকে নেপাল ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মাধ্যম ‘ডটার অব বাংলাদেশ’ ঘোষণা করেছিলো যে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় নিজের কথা না ভেবে যাত্রীদের রক্ষা করার চেষ্টা করেছিলেন!
.
নিজের জীবন বাজী রেখে অন্যকে উদ্ধারের এমন হাজারো বীর পুরুষ এই দেশ তথা বিশ্বে ছিলো আছে থাকবে,
.
আবার সামান্য কারণে অন্যের জীবন কেড়ে নেওয়া মানুষগুলো রয়েছে!
.
আশেপাশে কত মানুষ তাদের মুখের দিকে তাকালে কিচ্ছু বুঝতে পারিনা কে কেমন! মানুষকে বুঝতে পারার ক্ষমতা হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা!
.
দিনশেষে ইশ! আগে যদি জানতাম তবে ভালো মানুষগুলোকে ডেকে নিজের পকেটের টাকা খরচ করে কিছু না পারলেও এক কাপ রং চা খাওয়াইতাম!
.
আর খারাপগুলোকে ফুটবলের মতো লাথি মেরে মেরে প্যাক্টিস করতে করতে একদিন ফুটবলার হয়ে যেতাম!
২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: মন মেজাজ ভালো নাই।
কারা যেন ছাত্রদের মারছে। কেউ কেউ হাতুড়ি দিয়ে হাড্ডি ভেঙ্গে দিছে।
৩| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
ভালো কথা লিখেছেন, অন্যকে রক্ষা করতে গেলে নিজে বিপদে পড়ার সম্ভাবনা; তাইতো আজকাল মানুষ অন্যকে সাহায্য করতে চাহে না।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪
স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল পড়ে। আসলেই জগৎটা চেনা বড় দায়।