নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনেকে বাবা হয়েছেন কিন্তু দাদা নানা হতে পারছেন না

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:৩২

ছোট বেলায় পর্ণ বলতে বুঝতাম এক ধরেণের ভিউ কার্ড যেগুলোতে ইয়ো ইয়োর একটা পজিশনের ছবি থাকতো,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের মানিব্যাগ থেকে একবার একটা ভিউকার্ড পড়ে যাওয়ার পর ঘর ঝাড়ু দিতে গিয়ে জনৈক পরিচারিকা সেটি পাওয়ার পর এলাকায় ছিঃছিঃ পড়ে গিয়েছিলো!
.
তারপর থেকে নিজের তিলে তিলে জমানো টাকা দিয়ে ক্রয় করা তিনটি কার্ড আমি ভয়ে আগুণে পুড়িয়েছিলাম!
.
আমার বন্ধু কাছে কয়েকটা ছিলো সে সেগুলো লুকিয়ে রাখার জন্য তালা চাবি কিনে সেই চাবি মানি ব্যাগে লুকিয়ে রাখতো!
.
একদিন ভুলে মানিব্যাগ থেকে তার চাবি পড়ে যায়! টেনশনে তার ঘুম হারাম! রাতের খাবার সময় তার মা তাকে বললো চাবিটা তোর কিনা দেখতো? সে পচন্ড ঘামাতে ঘামাতে বিড়বিড় করে বললো, জ্বি আমার! ড্রয়ারে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার নোট লুকিয়ে রেখেছি বন্ধুদের ভয়ে তাড়াতাড়ি চাবিটা দাও মা!
.
তারপর শুনেছি সে ভিউ কার্ডগুলোকে পকেটে ঢুকিয়ে সেগুলো হাত দিয়ে চেপে রেখে কয়েক মাইল দূরে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে ফেলে এসেছিলো!
.
তারপর থেকে শোকে দুঃখে ক্ষোভে হারানোর বেদনায় তিন দিন তার মন খারাপ ছিলো!
.
ছবির যুগ শেষ হলে ভিডিওর যুগ এলো,
.
তখন আমি কলেজে পড়ি একদিন তিন বন্ধু মিলে পকেটে তিনশ টাকা নিয়ে রওনা হলাম হাটহাজারীতে,
.
প্রায় কয়েক মাইল অলি গলি খুঁজে বের করলাম সেই ছোট্ট হল যেখানে জনপ্রতি একশ টাকা হারে ভিডিও দেখানো হয়! রমরমা ব্যবসা! ঘরে স্পার্মের গন্ধে বমি হওয়ার উপক্রম!
.
তারপর যুগ কতো পাল্টে গেছে!
.
সানি লিওনের নাম নিয়ে ছোট্ট ছোট্ট পোলাপাইন ট্রল করে!
.
তারা এখন লেটেস্ট লিংক খুঁজে! মুখস্ত পড়া নাকি আর ভালো লাগে না!
.
হাতে হাতে মুঠো ভর্তি পর্ণ! বাপ মা ভাবছে ছেলেকে দুধ কলা দিয়ে পুষছি কিন্তু ছেলে এতো দুর্বল কেনো! বাতাসের ধাক্কা লাগলে নেইমারের মতো গড়াগড়ি অবস্থা!
.
চোখে জ্যোতি অভাব! প্রাণ থেকেও নেই! খিটখিটে মেজাজ! ঘুমঘুম ভাব!
.
ব্রিগহ্যামের ইয়ং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যাদের পর্ণ আসক্তি আছে তারা কোনও রকম সম্পর্ক তো দূরের কথা তাদের সামান্য ডেটিংয়েও অনীহা সৃষ্টি হয়!
.
সর্বজনস্বীকৃত সাইকোলজি টুডের মতে পর্ণ মুভিতে দেখানো অস্বাভাবিক যৌনাচরণগুলো পুরুষদের ক্রমান্বয়ে যৌন সংবেদনশীলতা কমিয়ে দেয় এবং একসময় তারা স্বাভাবিকভাবে যৌন উত্তেজনার সক্ষমতাও হারাতে থাকে!
.
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, ‘একদিন অশ্লীলতা চর্চার মাশুল গুনতে হবে মানবজাতিকে।’
.
এখন সেই মাশুল দেওয়া চলছে,
.
অধিকাংশ গ্রেপ্তার হওয়া ধর্ষক দাবী করছে তারা পর্ণ এবং মাদকাসক্ত!
.
জার্মান গবেষকরা জানিয়েছেন, 'পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের একটি বিশেষ অংশ সংকুচিত হয়ে একসময় কার্যক্ষমতা হারায়!'
.
কিছু দিন আগে স্বনামধন্য ডেইলি মেইল জানিয়েছিলো, পর্নোগ্রাফিতে আসক্তরা ব্যক্তিজীবনেও অসুখী হয়!
.
পর্নোগ্রাফি জনপ্রিয় ওয়েবসাইট পর্নহাব দাবি করেছে স্মার্টফোনে পর্ণ দেখা মানুষের হার ৭৬ শতাংশ এর মানে বিশ্বব্যাপী পর্ণ মহামারী বিস্তারের জন্য দায়ী ছোট ছোট স্মার্ট ফোনগুলো,
.
পর্ণের চাহিদা এতো বেশী যে তারা শুধু গত বছর তাদের ওয়েব সাইটে চল্লিশ লক্ষ পর্ণ যোগ করেছে!
.
বর্তমানে পৃথিবীব্যাপী পর্ণ ইন্ডাস্ট্রির মোট সম্পদের পরিমান ৯৭ বিলিয়ন ডলার!
.
পৃথিবীতে পর্ন সাইটের সংখ্যা প্রায় ৪২ লক্ষ যা পৃথিবীর মোট ওয়েবসাইট সংখ্যার ১২ শতাংশ তার থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা আয় হয়!
.
প্রতি মাসে সাত কোটিরও বেশী মানুষ পর্ণ সাইট ভিজিট করে এবং গড়ে প্রতি চার জন মানুষের মধ্যে একজন পর্ণ দেখার উদ্দেশ্যে ইন্টারনেট সার্চ করে!
.
আপনি আপনার সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত কিন্তু তার যে আর ভবিষ্যত প্রজন্ম আসবে না সেটা নিয়ে কতটুকু ভেবে দেখেছেন!
.
খবর কি রাখেন, অনেকে দশ বার সন্তানের বাবা হয়েছেন কিন্তু দাদা কিংবা নানা হতে পারছেন না!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট। ভালো আলোচনা।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:০৩

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ পর্যালোচনা।
এইও মানতে হবে শুধু যে পর্ণগ্রাফি দেখে দূর্বল হচ্ছে তা না। সাথে যে মাস্টারবেশনের করা হচ্ছে, সেটাও দেহকে দুর্বল করে দেয়।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: It is bad effect of science.

৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: এ আসক্তি ভয়াবহভাবে সমাজে ছড়িয়ে পড়ছে। এতই সহজলভ্য যে এটা এখন হাতের মুঠোয়। শুধু একটু নিরিবিলি জায়গা পেলেই যে কেউ যখন তখন এর উপর চোখ বুলাতে পারে।
ইতোমধ্যে সমাজ এর জন্য চরম মাশুল গুনতে শুরু করেছে।
সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:০১

ওমর সাহিত্যিক বলেছেন: khub valo ekta jinis likhexhen. aro age likha dorkar chilo

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৭:০০

অগ্নিবেশ বলেছেন: একবার চিঠি বেরিয়ে গেলে, আর কোনো এফেক্ট করে না।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: এই ব্যাপারে সরকারের অনেক ভূমিকা নেওয়া প্রয়োজন।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নাহিদ০৯ বলেছেন: ভিউ কার্ড এর কথা মনে পড়ে গেলো। সেই ১১ বছর আগের স্মৃতি কত সহজে চকচকে করে দিলেন। এই বিষয়ে আরো বেশি বেশি লিখা প্রয়োজন, আর লিখাগুলো শুধু ব্লগে নয়, ফেসবুকে’র নতুন জেনারেশানের কাছেও পৌঁছানো চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.