নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কেউ কথা রাখেনি

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৪

কেউ কথা রাখেনি, বত্রিশ বছর কাটলো,
কেউ কথা রাখেনি

ছেলেবেলায় এক আর্জেন্টিনা সাপোর্টার তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে যাবে

তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই আর্জেন্টিনা আর কাপ নিয়ে ঘরে ফিরলো না
বত্রিশ বছর প্রতিক্ষায় আছি।

সন্দ্বীপে মামা বাড়ির ব্রাজিল সাপোর্টার নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর একদিন তোমরা ঠিকি তৃতীয় বিশ্বকাপ নিয়ে যাবে,

সেখানে মেসির মাথায় সোনার বিশ্বকাপ খেলা করেবে!
নাদের আলী, আমি আর কত বড় হবো?

আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে!

একটাও জার্সিও বেশী দিন পড়তে পারিনি কখনো

পাঁচ পাঁচটি বার বিশ্বকাপ জিতেছি বলে খোটা দিয়েছে লস্করবাড়ির ব্রাজিলিয়ানরা

ভিখারীর মতন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেটে দাঁড়িয়ে দেখেছি প্রজেক্টর

গোলপোস্টের দিকে মেসি ডি মারিয়া হিগুয়িনরা ছুটে চলছে

মাঠে অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা

কত রকম আমোদে হেসেছে মেসি গোল করবে বলে

প্রতিপক্ষের দিকে তারা ফিরেও চায়নি!

পিছন থেকে বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…

মেরাডোনার খেলা দেখে বাবা এখনো বাকরুদ্ধ,

আর আমাদের দেখা হয়নি কিছুই
সেই মেসির হাতে বিশ্বকাপ , সেই উল্লাস, সেই জয় উৎসব!
আমাদের কেউ আর বিশ্বকাপ ফিরিয়ে দেবেনা!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আর্জেন্টিনা সত্যিকারের বিশ্বকাপ নিয়ে যাবে সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!

তারপর থেকে আর্জেন্টিনাকে ভালবেসে হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কার্ড
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে তর্কে এনেছি আর্জেন্টিনার ১০৮টি ছোট বড় ট্রফি
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।

কেউ কথা রাখেনি, বত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


কথা রাখার মতো কাজ তো করেননি; মাঝে মাঝে সন্দ্বীপ যান, অবস্হা বদলে যাবে।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:১২

নীল মনি বলেছেন: কথা কি সত্যি দিয়েছিল?

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫১

রাকু হাসান বলেছেন: হাহা নকল ভালই লাগলো ;) :)

৪| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সুনীলের কেউ কথা রাখেনি কবিত্যাটা একসময় আমার পুরো মুখস্ত ছিল। চমৎকার আবৃত্তি করতে পারতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.