নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩

'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?'

বেলাঃ মাইনে কতো?
.
'এখন আর কে আটকাতে পারবে না'

বেলাঃ বাবার এনে দেওয়া পাত্রটা কিন্তু বিসিএস ক্যাডার
.
'সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতো পারো'

বেলাঃ দেখতেও সালমান খান
.
'মাকে বলো বিয়ে তুমি করছো না'

বেলাঃ বলে দেখেছিলাম কাজ হয়নি
.
'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি'

বেলাঃ মাছি মারা কেরানির নয়তো!
.
'আর মাত্র কয়েকটা মাস ব্যস'

বেলাঃ ঘর ভাড়া দিলেই তো মাইনে শেষ
.
'স্টার্টিংয়ে ওরা এগারোশো দিবে, তিন মাস পর কনফার্ম'

বেলাঃ ওটা কি চা নাস্তা খরচ?
.
'চুপ করে কেনো বেলা তুমি কিছু বলছো না?'

বেলাঃ কি আর বলবো জিনিসপত্রের যা দাম!
.
'হ্যালো এটা কি দু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন'

বেলাঃ এখন এটা বাবার নাম্বার
.
'দশ বার বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি'

বেলাঃ ওদের কারো থেকে কাউকে সঙ্গী করে নিতে
.
দেবো না আর কিছু তে হারাতে

বেলাঃ আমি না পারলে ওকে নিয়ে খেলবো
.
'হ্যালো এটা কি দু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন'

বেলাঃ একবার বলছি তো বাবা ব্যবহার করে
.
'দিন না ডেকে বেলাকে একটিবার'

বেলাঃ বিশ্বাস হয়না আমি সেই বেলা বলছি!
.
'মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরী খুওব জরুরী দরকার!'

বেলাঃ কি বালের চাকরি পাইছো সামান্য মিটারের টাকা নিয়ে টেনশনে থাকো!
.
'স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি কসবারও নীল দেয়ালের ঘর...!'

বেলাঃ স্বপ্নেরও লিমিট আছে
.
'সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথা শহরে, তোমার আমার লাল নীল সংসার'

বেলাঃ স্বপ্নদোষ
.

'হ্যালো এটা কি দু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন'

'টুট টুট টুট'
.
'হ্যালো এটা কি দু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন'

'আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না'
.
'কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি? যদি শুনতে না পাও তাহলে মারা খাও!'
.
অতপর,
.
'বেলার বয়ফ্রেন্ডের হাতে সিগারেট'
.
'ওরা ধোয়ার সাথে প্রতিনিয়ত উড়িয়ে দিচ্ছে বেলাদের!'
.
তবুও বেলারা বড্ড ছ্যাঁচড়া, ফিরে আসে বার বার!
.
আবার তাদের তাড়িয়ে দেওয়া হয়
.
এভাবে চলছে চলবে.......!
.
'আর কিছুদিন তারপর বেলা মুক্তি'
.
"বেলা শেষে ধূমপান মৃত্যুর কারণ"

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৫১

চঞ্চল হরিণী বলেছেন: টুইস্ট আছে লেখাটায় দু'দিক থেকেই।

২| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা

৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুব সুন্দর। অ‌নেক ভা‌লো।

৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০১

কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: রম্য

৫| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৫:১৩

কিশোর মাইনু বলেছেন: হা হা হা।
"বেলা শেষে ধুমপান মৃত্যুর কারণ"
মজা পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.