নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ক্লাব ফুটবলের মাঝামাঝি সময়ে ড্রাগস নেওয়ার দায়ে ম্যারেডোনাকে ৭০০০০ হাজার ডলার জরিমানা করার পর ঐ অঞ্চলের লোক চাঁদা তোলে তা পরিশোধ করার চেষ্টা করছিলো,
.
গুরু সবসময় একটু উরাধূরা,
.
ম্যারেডোনা নিষিদ্ধ হওয়ার ঘটনায় দেশে দেশে আত্মহত্যার সূত্র ধরে বাংলাদেশেও একজন আত্মহত্যা করেছিলো!
.
পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র প্লেয়ার যে মাত্র বার বছর বয়সে 'বল-বয়' খেতাব লাভ করেছিলেন
.
তিনি একমাত্র, যে দশ বছর বয়স থেকে রেকর্ডের পর রেকর্ড গড়ে সমালোচনা আলোচনার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন!
.
তোমরা যারা বার্সা বার্সা করো তারা কি জানো ১৯৮২ সালে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে মারদোনা বার্সাতে যোগ দিয়েছিলেন,
.
তার এক বছরে পরে তিনি বার্সার হয়ে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন!
.
তারপর বার্সা ছেড়ে তৎকালীন রেকর্ড পরিমাণ ৬.৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেপোলিতে যোগ দেওয়ার পর মাঠে ১০ নম্বর জার্সি মানেই গুরুর উন্মাদনা!
.
নেপোলির একের পর এক চ্যাম্পিয়নশিপ নেওয়া থেকে শুরু কোপা ইতিলিয়া, উয়েফা কাপ, ইতালীয় সুপার কাপ শুধু গুরুর পা'য়ে জাদু বলেই,
.
১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারেডোনা হাত দিয়ে গোল দিয়েছিলেন সেটা তো সবাই জানে বিশেষ করে ব্রাজিল সোপোর্টাররা কিন্তু তার চার মিনিট পর প্রায় নিজেদের রক্ষণভাগ থেকে বল নিয়ে অর্ধেকেরও বেশী দৌড়িয়ে পাঁচ জন ইংরেজ ডিপেন্ডারকে পরাজিত করে গোল রক্ষক সামনে এলে তাকেও কাটিয়ে পৃথিবীর ইতিহাসে সেরা গোলটি করেছিলেন!
.
আসলে গোল তো কম বেশী সবাই দেয় কিন্তু ম্যারাডোনার মতো এতো আবেগীয় ওয়ান ম্যান আর্মি টাইপ গোল তেমন কেউ এখন পর্যন্ত দিতে পারেনি!
.
ফিফা যখন ২০০২ সালে সেরা গোলের জন্য জরিপ চালায় তখন হাত দিয়ে গোল করার পরের গোলটি'ই শাতাব্দির সেরা গোল নির্বাচিত হয়েছিলো!
.
হি ইজ মারদোনা যে এক ম্যাচে রেকর্ড পরিমাণ তেইশটি ফাউলের শিকার হওয়ার পরও তাকে দমিয়ে রাখা যেতো না!
.
এরপরে ঘটতে থাকে হৃদয় বিদারক ঘটনাগুলো,
.
কোকেনের প্রতি আকৃষ্ট হতে থাকে মারদোনা! ঘুম নেই! খাওয়া নেই! প্যাকটিস নেই! খেলার প্রতি আগ্রহ নেই! কোকেনের প্রতি আকৃষ্ট হতে থাকে মারদোনা!
.
৯৪ বিশ্বকাপ ডোপ টেস্টের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হওয়ার পর ক্যারিয়ারের ইতি টানেন 'ফুটবল বয়'খ্যাত সেই আবেগীয় প্রতিভাটি,
.
সুতরাং 'মাদককে না বলুন'
২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১
ফেনা বলেছেন: সুন্দর তথ্য এবং সুন্দর প্রস্তাব।
আমি ও আপনার সথে বলি-
" মাদকে না বলুন"
৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: মাদক তো সবাই ই না বলে। শুধু মাত্র যারা মাদক নেয় তারা না বলে না।
৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১০
লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।
৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
ঢাকার লোক বলেছেন: মাদকে না বলুন ! সুন্দর পোস্ট।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১
ফেনা বলেছেন: সুন্দর তথ্য এবং সুন্দর প্রস্তাব।
আমি ও আপনার সথে বলি-
" মাদকে না বলুন"