নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সরকারি কোটিপতি হওয়ার জন্য দরকারি

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:২০

শেখ হাসিনা বলেছেন, 'প্রধানমন্ত্রী হয়েও টাকার অভাবে ছেলের পড়াশুনার খরচ দিতে পারিনি'
.
ইশ! আজ যদি জয় ঠিকঠাক মতো পড়ালেখা করতো তাহলে সে বিসিএস পরীক্ষা দিতে পারতো!
.
মুক্তিযোদ্ধা কোটা থাকা সত্ত্বেও সে একটিও বিসিএস পরীক্ষা দেয়নি! এটা একটা দৃষ্টান্ত!
.
যে দেশে প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে পড়াশুনা করার মতো সামর্থ্য থাকেনা সে দেশে স্বাধীনতার আগে শুধুমাত্র বাইশ জন কোটিপতি থেকে স্বাধীনতার পর প্রায় সোয়া এক লাখ কোটিপতির সৃষ্টি হয় কেমনে!
.
নাগরিক-সুজনের একটি গবেষণা মতে দেশে এখন নির্বাচিত এমপি মন্ত্রীদের মধ্যে ৬৫ শতাংশ কোটিপতি!
.
আবারও বলছি, যে দেশে চলমান জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ২১৩ আসনের জনপ্রতিনিধিরা কোটিপতি সে দেশের একজন প্রধানমন্ত্রীর তেমন কিচ্ছু নেই ভাবতে অবাক লাগছে!
.
কালো টাকা বলে একটা কথা আছে সেগুলো হিসেবে আনলে বাংলাদেশে থেকে লক্ষ লক্ষ কোটিপতি বের হবে!
.
বলা যায় এদেশ কোটিপতির দেশ তাই সব বস্তির আশেপাশে সুরম্য অট্টালিকার খোঁজ পাওয়া মামুলি বেপার,
.
এখানে অনেক অফিসের বসের চেয়ে পিয়নের ইনকাম শতগুণ বেশ! আলাদীর আশ্চর্য প্রদীপের সন্ধান পেলে হাত ঘষলেই টাকা সুতরাং একজন প্রধানমন্ত্রীর এমন দৈন্যদশা হতেই পারে!
.
এই দেশে হাত বাড়ালেই অনেক মানুষ পাওয়া যাবে যারা হাত ঘষলেই মাল বের হবে জেনেও হাতকে সংযত করে রাখে,
.
একই চেয়ারে বসা পাশের মানুষটি যখন পাঁচ তলা সেরে দশ তলার দিকে হাত বাড়ায় তখন কেউ কেউ ঘরের ভাড়া দিয়ে নিঃশেষ হয়ে ভাবে আগামী বছর আসলে আরেকটা ইনক্রিমেন্ট হবে তখন কষ্ট কমে যাবে ইনশাল্লাহ!
.
এখানে সিন্ডিকেট করে এক ঘরে করে রাখা হয় সৎ মানুষদের
.
দেশে প্রত্যন্ত অঞ্চলে ট্রান্সফার তাদের জীবনকে আরো অতিষ্ট করে তুলে
.
ভাগ্যে সালামও তেমন জুটেনা সে ও বকশিসের পেছন পেছন ছুটে চলে!
.
তবুও এই দেশে ঈশ্বরদীর গৃহবধু নুরুন্নাহারেরা জন্ম নেয় যারা কৃষিকাজ করেও নিজের সাধনায় কোটিপতি হয়ে রোল মডেল হয়,
.
কলা চাষে বিপ্লব ঘটিয়ে শূণ্য থেকে কোটিপতি হওয়া কুড়িগ্রামের নাজির হোসেনও এই দেশের সন্তান
.
রেনু পোনা মাছ চাষী হামিদুল ইসলামও কোটিপতি রোল মডেল
.
তেলাপিয়া-পাঙ্গাস চাষ করে কোটিপতি হয়েছেন যশোরের আতিয়ার রহমান টুলু কিংবা নুরুল ইসলাম বাবুরা,
.
টাকাওয়ালা হওয়া দোষের কিছু না কিন্তু সেই টাকা কিভাবে আসলো সেটা মূল কথা!
.
পৃথিবীর অন্যতম ধনী দেশগুলো সন্তানরা যখন কোটিপতি হওয়ার নেশায় গোল্ড রাশ, ফেসবুক, টুইটার, গুগুল,মাইক্রোসফট, অ্যাপল থেকে শুরু করে আলী বাবা আমাজান ফ্লিপকার্টসহ হাজারো উদ্ভাবনে ব্যস্ত তখন আমরা ছুটছি বিসিএস ক্যাডার কিংবা অন্য কোন সরকারী চাকরী করে জনগনের পোনা মেরে একদিন আমিও কোটিপতি হবো সে আশায়!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

২| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ধনী লোকরা বেশীর ভাগই রাজনীতিবিদ। এবং রাজনীতিবিদদের ছাত্রছায়ায় থাকা লোকজনরা। আমার ধারনা আমাদের দেশের সব মন্ত্রীর এবং এমপি এবং বড় বড় সরকারি কর্মকর্তাদের পৃথিবীর বিভিন্ন দেশে রাজকীয় বাড়ি আছে।

৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৬

শামচুল হক বলেছেন: কথা মন্দ নয়।

৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:০২

শিখণ্ডী বলেছেন: দেশের এমপি-মন্ত্রীদের ৬৫% কোটিপতি। কোটিপতি কি আজকাল খুব বিরাট কিছু? আমার নিজেরও প্রায় কোটি টাকার সম্পদ আছে, তাই বলে কি আমি খুব ধনি? এই ঈদে নিজের জন্য কিছু কিনতে পারিনি। পুরান ঢাকার অনেকেরই কয়েক কোটি টাকার সম্পতি আছে কিন্তু নিয়মিত আয় একেবারেই কম। হিসাবটা কোটিপতি না বলে শতকোটিপতি বলা উচিত।

৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫৮

কাওসার চৌধুরী বলেছেন: (৪) @শিখন্ডী,



উনার সাথে সহমত।

৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

চঞ্চল হরিণী বলেছেন: "টাকাওয়ালা হওয়া দোষের কিছু না কিন্তু সেই টাকা কিভাবে আসলো সেটা মূল কথা "! ভালো বলেছেন। পোস্টের মূল পয়েন্ট এটাই। কিন্তু এই প্রশ্নের জবাব টাকাওয়ালারা দেয় না, দেবে না। কোন জবাবদিহিতা এদেশে নেই। জনগণ মাথা ঘামায় না,তাদের ঘামানোর জন্য কেউ চেষ্টাও করে না।

৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর কি দিবেন না?

৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর কি দিবেন না?

৯| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

টোনাল্ড ড্রাম্প বলেছেন: লেখক ভাইজান কেন যেন উত্তর দেন না উনি মনে হয় আত্মশ্লাঘায় ভুগেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.