নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমিও হাত দিয়ে গোল দিয়েছিলাম

২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২২

আমার বাবা ব্রাজিল সাপোর্টার কিন্তু কোথায় থেকে আর্জেন্টিনার জার্সি একটা নিয়ে এসে বলেছিলো এটা পড়ে দেখ! তাই জীবনে প্রথম আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি দিলাম!
.
সত্যি বলতে নিজের টাকা খরচ করে অহেতুক জার্সি কিংবা পতাকা কিনার মতো লোক আমি কখনো না!
.
দরকার হলে ঐ টাকা দিয়ে বায়জিদ ক্যাফেতে বসে চিকেন চাপের সাথে এক সপ্তাহ নান চিবিয়ে খাবো,
.
আমার ভাই ব্রাজিল সাপোর্ট করে তাই ওর জার্সিটা গা'য়ে একটা ছবি তুললাম একটু পাঠকদের বিনোদন দেওয়ার জন্য!
.
খেলা নিয়ে এতো ক্রেজি হওয়ার কিচ্ছু নাই
.
আমার কাছে একটি বিশ্বকাপ চার্ট আছে যাতে জার্মানি সুইডেনের খেলাটি রাত নয়টা বাজে শুরু হবে উল্লেখ আছে কিন্তু সেটি শুরু হয় রাত বারটায় তাই আমি দক্ষিণ কোরিয়া মেক্সিকোর খেলাটি জার্মানির খেলা মনে করে দেখে ফেলেছি!
.
কতোটা অলস হলে টিভি কাছে গিয়ে দেখার প্রয়োজন মনে করিনি আসলে খেলাটা হচ্ছে কার কার!
.
ফেসবুকে এখন বিশ্বকাপের ট্রেন্ড চলছে আমিও গা ভাসিয়ে উপভোগ করছি অন্য সবার মতো,
.
বিশ্বকাপে দেখা ম্যাচগুলোর মধ্যে আমি রোনালদোর ভক্ত হয়ে গেছি!
.
ঠিক কখন কবে মেসি ভক্ত হয়েছিলাম আমার জানা নেই!
.
ছোটকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন একটি পোগ্রামে একজন এসে সবাইকে জিজ্ঞেস করছে, ভাই আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? এক জন এক একটা বলছে! আমাকে জিজ্ঞেস করা হলে আমি মাথা গুণে দেখলাম আর্জেন্টিনার সাপোর্টার একজন কম আছে তাই আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে গেলাম! খেলা ড্র হলো!
.
আপনি এখন হয়তো আমাকে আবাল বলতে পারেন! আপনি তো খেলাই বুঝেন না! ভাই সব খেলা গভীরভাবে বুঝার আমার দরকার নেই! এক্কা দোক্কা খেলা বুঝলেই সংসার চলে যাবে!
.
ফুটবলে আমি ভালো গোলকিপার ছিলাম কারণ ভালো শট্ করতে পারতাম না বলে
.
তবে এই গোলকিপার থেকে হাত দিয়ে বল থ্রো করে ঐ বারে একটা গোল দিয়েছিলাম জীবনে!
.
এটা ঠিক ক্রিকেটের বেপারে আমি বরাবরই উল্টো! একসময় পাঁচ দিনের টেস্ট ম্যাচও আমি কেচকি মেরে দুই নম্বর আটকিয়ে রেখে দেখতাম!
.
ওভার প্রতি পনের রান লাগলেও বিশ্বাস করতাম আকরাম খান ব্যাট দিয়ে না পারলেও পেট দিয়ে মেরে হলেও নিয়ে নিবেন! ইয়া বড় পেট নিয়ে কেউ একজন হাঁপাতে হাঁপাতে সিঙ্গেল নিচ্ছে আমি এখনো চোখ বুঝলেই দেখি!
.
খালেদ মাহমুদ সুজন এখনো আমার কাছে সাইক্লোন
.
কারণ আমি ক্রিকেট দিয়ে আবিষ্কার করেছিলাম আমার মধ্যে দেশপ্রেম আছে! অদ্ভুত এক অনুভূতি আছে কিন্তু আমি কখনো নিউজে দেখলাম না বাংলাদেশ খেলায় হেরে গেছে তাই কেউ আত্মহত্যা করেছে!
.
তবে সচারচর শুনি ব্রাজিল আর্জেন্টিনার জন্য অনেকে আত্মাহুতি দিয়ে প্রমাণ করছে তারা কঠিন সাপোর্টার! কেউ আমাকে তাদের কুলখানিতে দাওয়াত দেস না কে রে! হাড্ডি চাবাইতাম!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৪৬

কাইকর বলেছেন: আজ দেখা যাক কি হয়।

২| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেষ লাইন নিতান্ত নিষ্ঠুরতা; চরের মানুষের বুক পিঠ নেই।

৩| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৪:২৩

কিশোর মাইনু বলেছেন: আমারেও ডাকিয়েন ভাই।

৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.