নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আর্জে\'তিন\'আ বনাম বাল\'জিল

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭

আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকরা ঘুরে ফিরে বিএনপি আওয়ামিলীগের মতো যে দল জিতুক না কেনো বিপক্ষ দল নিয়ে ট্রল কিংবা উষ্কানি দিতে কোন দলের সাপোর্টাররা কম যাবে না!
.
কেউ বলবে আর্জে'তিনা'আ কিংবা হারজেন্তিনা তো কেউ বলে বাল'জিল কিংবা সেভেন আপ!
.
হঠাৎ করে একদল ক্রোয়েশিয়ার সাপোর্ট করবে তো আরেক দল কোস্টারিকার জয়গান করবে উভয়দল তাদের পতাকার রং কি তাও জানে কি না সন্দেহ!
.
শুধু তা না ওরা ব্রাজিলের পাশাপাশি আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া কিংবা আর্জেন্টিনার সাপোর্টাররা পাশাপাশি সুইজারল্যান্ড কিংবা কোস্টারিকা সাপোর্ট করলে দোষের কিছু হয় না কিন্তু ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা সাপোর্ট করলে আপনি নিশ্চিত রাজাকার ট্যাগ পেয়ে যাবেন!
.
ওদের কেউ কেউ এক দল আরেক দলের খেলার সময় ডিশ এন্টেনার লাইন কেটে দেয়, পাল্টাপাল্টি হামলা করে, মামলা হয়!
.
ওরা বিশ্বকাপে মেসি কিংবা নেইমার নিয়ে ব্যস্ত থাকে মাঝখানে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এসে খেলে দিয়ে যায়,
.
ওরা একদল আরেক দলকে পতাকা নামার নির্দেশ দেয় এটা ভাবে না যে দুদিন পর নিজেদের পতাকাও নামিয়ে ফেলতে হবে!
.
তারা কেউ ভাবে না উষ্টা খেয়ে পড়ে গেলে ব্রাজিল সাপোর্টার কেউ এসে হাত বাড়িয়ে দিবে যেমনি করে একটি ছবিতে দেখলাম আর্জেন্টিনার সাপোর্টারের মাথায় ব্রাজিলের একজন সাপোর্টার পানি ঢালছে!
.
গত বিশ্বকাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাই আরেক মেয়ের সাথে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্ক করতে করতে এই বিশ্বকাপের আগে বিয়েও সেরে ফেলেছে! তাদের সন্তানের নাম ঠিক করেছি ব্রাজেন্টিনা!
.
ওক্কা ওক্কা ও ও, সখিনা জরিনা ও ও সারিকার গানটার কথা খুব মনে পড়ছে! দিনশেষে গানটির মতো সব উন্মাদনা হারিয়ে ৩২ ফিগারটা ৩৬ দাঁড়িয়ে যাবে এটাই নিয়ম!
.
পরিশেষে নতুন প্রজন্ম আসবে! নতুন নেতৃত্ব নিয়ে এবারের বিশ্বকাপটা না হয় ওদের হাতে গেলো তাতে সমস্যা কি! ওরা তো দৃষ্টিনন্দন খেলছে!
.
গণতন্ত্র বলেও তো একটা কথা আছে ব্রাজিলতো একনায়কন্ত্রিক দল! শুধু জিতবার চাই! আরো চাই!
.
বিশ্বকাপটা হয়তো এভাবে নতুন নতুন সবার হাত ঘুরে একদিন বাংলাদেশে আসবে তেমনি তুমিও......! :P

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮

তারেক_মাহমুদ বলেছেন: আর্জেন্টিনা-হারাজেন্টিনা-আরজিতেনা শব্দগুলো খেলার সাথে যায়,কিন্তু ব্রাজিল -বালজিল রীতিমত গালি দেওয়া গেল।

২| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৫

কাইকর বলেছেন: শব্দটা বদলে ফেলুন।

৩| ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.