নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এক লোক দীর্ঘদিন কোম্পানীর আন্ডারে বাড়ি বনাতো সে অবসরের ঘোষণা দিলে তা শুনে প্রতিষ্ঠানের মালিক আরো এক বছর কোম্পানীতে থাকার পরামর্শ দিলো,
.
তাকে বাড়ি বনানোর জন্য শেষ একটি প্রজেক্ট দিলো
.
সে অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক সেদিক করে কোন রকমে একটি বাড়ি বানালো যা অত্যন্ত নিম্নমানের,
.
অবশেষে বাড়ি বানানো শেষ হলে কোম্পানীর মালিক ঘোষণা করলো উক্ত কোম্পানীতে দীর্ঘ দিন মনোযোগ সহকারে সেবা দানের কারণে তাকে বাড়িটি পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছে!
.
জীবন হলো এমন, ইশ! আগে যদি জানতাম বাড়িটা আমার হবে তাহলে.......!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে যখন রেজাল্ট দেয় তখন এমন একটি ফিলিংস হয়েছিলো আগে যদি জানতাম শালার রেজাল্ট দিবে তাহলে উল্টাইয়া ফেলতাম!
.
দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ শেষ হয়ে ফাইনাল ইয়ারেও আগে যদি জানতাম শালার রেজাল্ট এতো খারাপ হবে তাহলে কি যে করতাম......!
.
যদিও সেই স্কুল থেকে এই রোগের শুরু রেজাল্টের পর আগে যদি জানতাম.....!
.
শিল্পী গানও রচনা করে ফেলেছে, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না
.
কোন কিছু কোন সমস্যা না কিন্তু দুঃখ লাগে পছন্ড দুঃখ লাগে আগে যদি জানতাম কত সুন্দরী জীবনের আশে পাশে ছিলো তাদের একজনের সাথে রিলেশন করে রাখতাম!
.
আগে যাদের সাধারণ মেয়ে মনে হতো আজ মনে হয় তারা অন্যের ঘরের সুন্দরী বউ!
.
হয়তো সেই পটভূমিতে নির্মিত হয়েছিলো মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছায়াছবি 'আগে যদি জানতাম তুই হবি পর' সহ অসংখ্য গান নাটক কাব্য,
.
এক বড় ভাই দ্বিতীয় বিয়ে করেছে এখন ভাবছে আগে যদি জানতো দ্বিতীয় বউ এমন হবে তাহলে কখনো প্রথম বউকে ছাড়তো না!
.
আমার এক বন্ধুতো রোজ প্রথম প্রেমিকার কথা স্মরণ করে বিলাপ করে কাঁদে,
.
আগে জানলে পৃথিবীর অনেক সূত্র পাল্টে যেতো! আপসোস!
২| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৬
নিশাচড় বলেছেন: আগে জানলে আরো আগে আপনার লেখাটা পড়তাম
৩| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
আজমান আন্দালিব বলেছেন: চমৎকার। শুভকামনা।
৪| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: শুধু অন্ধকার হয়েছে, বৃষ্টি তো হচ্ছে না !!! কোথায় বৃষ্টি হচ্ছে ?
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: অবশ্য আগে জানলেও আপনার এ লেখাটা পড়তাম।