নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এই একরামুল হক কি সেই একরামুল হক?

০২ রা জুন, ২০১৮ রাত ১১:২১



৩১/৮/২০১২ সালে তালাশ টিমের ২০ তম এপিসোডে গডফাদার একরামুল হকের স্ক্রীণ শট নিলাম এবং কমেন্টে এপিসোডটির লিংক দিলামঃঃ

https://youtu.be/MmLHuXYb_2E

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:২৪

নতুন বলেছেন: কমেন্টে লিংকটা দিন... মুল লেখা থাকে কপি করা যায় না।

২| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


ইউটিউবের লিংকটাকে কমেন্ট হিসেবে দেন; মুল পোষ্ট থেকে কপি করতে পারছি না।

৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:২৭

আবদুর রব শরীফ বলেছেন: https://youtu.be/MmLHuXYb_2E

৪| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:৩১

আখেনাটেন বলেছেন: অবাক হলাম। কে চোর কে সাধু! অবাক দুনিয়া।

এখন তো মনে হচ্ছে বদি মিঞা ভাবি প্রতিপক্ষের কেল্লাফতে করে ওমরা করতে গেছেন।

৫| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:৪৪

নতুন বলেছেন: হুম ভিডিও আর ছবিতে সেই রকমই লাগে...

ভডিও ২০১২ আর এখন কমিশনার।

৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:৪৮

কলাবাগান১ বলেছেন: লিং সিলেক্ট করে ড্র‌ ্যাগ (টেনে) করে কমেন্টে এর ঘরে এনে কপি করা যায়

৭| ০৩ রা জুন, ২০১৮ রাত ৩:০১

অসমাপ্ত গল্পের রাজকুমার বলেছেন: ছবি আর নাম তো তাই বলছে<<<< অনেক কিছুই করতে পারে সে কিন্তু মানবধিকার টুকু পাওয়ার অধিকার টুকু ছিল ,জিনিসটা অন্যদের জন্য গুরুত্বপূন.

৮| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: তালাশে তাকে অপরাধী হিসেবে একটি ছবি দিয়েছে কিন্তু অপরাধ প্রমাণ করতে পারেনি। তাছাড়া তার যে সম্পদের কথা যেমন টেকনাফে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, ঢাকায় বাড়ি এবং গাড়ির কথা উল্লেখ করল সেটাতো মিলছে না। আমি যতটুকু জানতে পারলাম সে তিন তিন বারের নির্বাচিত পৌর কাউন্সিলর, যুবলীগ নেতা, এলাকায় তার জনপ্রিয়তা অনেক এবং খুবই সাধারণ জীবন যাপন করতো।

১০| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৪

হাঙ্গামা বলেছেন: লেখা কপি করতে না পারার ঢং টা কেন? কোন বেকুবের পরিকল্পনা এইটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.