নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

Oops! 404 error- Error not found

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩৭

একবার শোভাকলোণীতে এক মুচিওয়ালা আমার জুতো পালিশ করেছিলো আমার এখনো মনে আছে কি সুন্দর চকচক করছিলো, তার হাতে সত্যি জাদু আছে,
.
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম 'কেমনে সম্ভব ম্যান' সে বললো কাজে ভালবাসা আর অভিজ্ঞতা থাকলে পালিশের কালি লাগে না খালি ব্রাশে দুই ঘষা দিলে হয় জুতা চকচক করবে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছোট থাকতে মিজান নামক একটি ছেলের হাতে বানানো এক কাপ চা পান করেছিলাম তার রেশ এখনো রয়ে গেছে আনমনে এক যুগ পরেও বায়জিদ সুপার মার্কেটের খাবার কুটিরের ছেলেটিকে বলে উঠি 'মিজান এক কাপ চা নিয়ে আয়' তারপর চুমুক দিয়ে বলি, ধুত্তরি ছাই! কি বাল্ চা বানাও, মিজানরা এক পিস্ ই হয়!!
.
অনেক আগে লম্বুনী নামক এক মহিলা ছিলো যে রোজ করে পাড়ায় কাজ করতো তাকে বলেছিলে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিতে অতঃপর মনে হলো ঘরে বালুকণাও নেই! ঘর পরিষ্কারের উপর সে ডক্টরেট উপাধি পাওয়ার দাবীদার,
.
আমার এক বন্ধুর হাতে একবার বিয়েতে এক মেয়ে যত্নসহকারে মেহেদী দিয়ে দেওয়ার পর সে আর কখনো ঐ মেয়েকে ভুলতে পারে নি,
.
সে কথা কি আর বলবো একবার রং নাম্বারে এক মেয়ে আমাকে হ্যালো বলার পর এখনো মনে হয় দূর থেকে কে যেনো হ্যালো হ্যালো বলে ডাকছে!
.
মেয়র আনিসুল হক বলেছিলেন, 'সেরাদের মধ্যে সেরা হবার স্বপ্নই সাফল্যের প্রধান শক্তি!'
.
‘‌ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার’‌ হিসেবে পলি উমরিগর পুরস্কার নেওয়ার সময় বিরাট কোহলি বলেছিলেন, 'চিরকাল সেরা হতে চেয়েছি!'
.
বিশ্ব বিখ্যাত বক্তা ডক্টর এরিক বলেছিলেন, 'তুমি কেনো তোমার ১২০ শতাংশ চেষ্টা না করে ৫০ পার্সেন্ট চেষ্টা করে দাবী করো তোমার প্রতি অন্যায় করা হয়েছে নাহলে তুমি সেরা হতে!'
.
আরে বেটা কথায় আছে, চোর হলেও বিখ্যাত চোরাইয়া হতে হবে
.
স্টিভ জবস বলেছিলেন, 'কোন কাজ সেরা হতে হলে সবার প্রথমে কাজটিকে ভালবাসতে হবে'
.
চিত্রকলাকে ভালবেসে বিখ্যাত এম.আইটি থেকে ইঞ্জানিয়ারিং পড়লেও কখনো সফল হওয়া যাবে না,
.
আর তোমার সেরা শিক্ষক হলো তোমার শেষ ভুলটি,
.
সুতরাং যেকোন কাজে সেরা হতে হলে ভুল করতে হবে,
.
শেখ সাদী বলেছিলেন, 'যার জীবনে যত ভুল তার জীবনে তত মঙ্গল'
.
পৃথিবীখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, 'কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাঁকে বলবেন, ভুল করা দরকারি!'
.
জীবন হলো গ্রামীণ ফোন নেটের মতো,
Oops! 404 error- file not found
.
গ্রামীণ ফোন সিমে এমবি নেওয়াটা ভুল হয়েছে! গেলাম রবিতে তাও ভুল হয়েছে! লিংকও ইরর্, এবার তেলও ইরর্
.
তোমার সাথে প্রেম করাটাও ভুল হয়েছে,
0ops! 404 error- love not found
.
ভুল মানুষের প্রেমে পড়ার কারণে, Life not found
.
অবশেষে ছেলেটি সেরা কবি হয়েছে....!
.
তার গানটি সেরা মার্কেট পেয়ে ইয়ুটিয়ুবে রেকর্ড করেছে, 'ও মাইয়া রে ও মাইয়া রে তুই অপরাধী রে....'
.
সবকিছুর পর জীবনে একদিন,
Oops!!! 404 error- Error not found

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩৭

মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: বেশ ভালো লিখেছেন।

২| ০২ রা জুন, ২০১৮ রাত ২:২৪

উদাস মাঝি বলেছেন: ভুল করে পোস্ট পড়ে ফেলেছি :-&

৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: সবকিছুরই দাম দিনদিন বাড়ছে;
শুধু জীবনের দামটাই কমছে !!

৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৫

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ ভাল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.