নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ম্যাশ, মোদের আবারো যুদ্ধে যেতে হবে!

২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৩

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন আগামী নির্বাচনে মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান অংশ নিতে পারেন,
.
বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খান 'তেহরিক-ই-ইনসাফ' নামক রাজনৈতিক দল খুলে আলোচনায় এসেছিলেন যদিও তিনি তার চেয়ে বেশী আলোচিত হ্যাট্রিক বিয়ে করে,
.
ক্রিকেটার মোহাম্মদ আজাহার উদ্দীন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য হিসেবে জয়লাভ করেছিলেন,
.
ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার ২০১২ সালে ভারতের রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন,
.
ভারতে ক্রিকেটার মোহাম্মদ কাইফ, প্রবীণ কুমার, নবজ্যোত সিং থেকে শুরু করে শুটার রাজ্যবর্ধন সিং, ফুটবলার বাইচুং ভাটিয়া, হকি অধিনায়ক দিলীপ তির্কেসহ অনেক খেলোয়ার রাজনীতিতে এসেছেন!
.
১৯৯৫ সালের ফিফা বর্ষসেরা ব্যালন ডি আর জয়ী লাইবেরিয়ান ফুটবলার জর্জ উইয়াহ দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরও গণদাবীর মুখে আবারো প্রার্থী হয়ে প্রায় ১৫ বছর পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন,
.
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ১৯৮৩ সালে দক্ষিণ আমেরিকার সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া ফুটবলার সক্রেটিস শুধু রাজনীতি করতেন না বরং ডেমোক্রেসিয়া' বা 'গণতন্ত্র' লেখা জার্সি গায়ে মাঠে নামতেন,
.
ব্রাজিলিয়ান আরেক কিংবদন্তি রোমারিও ডি সুজা বর্তমানে বর্তমানে ‘স্টেট অফ রিও ডি জেনেরিও’ পার্টির প্রেসিডেন্ট হিসেবে আছেন,
.
ইউক্রেনের হেভিওয়েট বক্সার ভিতালি ক্লিচকভ মেয়র নির্বাচিত হয়েছিলেন,
.
ফিলিপাইন্সের আরেক বক্সার মানি পাকিইয়াও রাজনীতিতে সফল,
.
 ‘মিস্টার অলিম্পিয়া’ হিসেবে পরিচিত আর্নল্ড শোয়ার্জনেগারও ক্যালিফোর্নিয়ার মেয়র নির্বাচিত হয়েছিলেন,
.
অলিম্পিয়ান বিল ব্র্যাডলি, সেবাস্টিয়ান কো, জেরাল্ড ফোর্ড থেকে শুরু করে যুগে যুগে বহু খেলোয়ার রাজনীতিতে এসে সফলও হয়েছেন,
.
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা কালো মানিক পেলে রাজনীতিতে যোগ দেওয়ার পর ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন,
.
ইংলিশ ক্লাব টটেনহামের রাশিয়ার স্ট্রাইকার রোমান পাভলিউচেঙ্কো ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়ান পার্টির কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিনিধিত্ব করেছিলেন!
.
বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ গোলের মালিক মার্ক উইলমটস ফরাসি-লিবারেল পার্টির সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন!
.
১৯৭৫ সালের ব্যালন ডি’অর জয়ী জিতেছিলেন ইউক্রেনের ওলেগ ব্লকহিন, বিশ্বকাপে পোল্যান্ডের একমাত্র গোল্ডেন বুটজয়ী ফুটবলার গ্রেজেগোর্জ লাতো, ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার জিকো, ইতালির ক্লাব এসি মিলানের হয়ে ১২২ গোল করা ফুটবলার জিয়ান্নি রিভেরার রাজনৈতিক ক্যারিয়ারেও সমানভাবে সফল,
.
ফুটবলের ১২০ গজের মাঠে কিংবা ক্রিকেটের ২২ গজ পিচে খেলে যদি ওরা হৃদয় জয় করতে পারে আশা করবো রাজনীতির মাঠে দেশের মানুষের হৃদয়ও জয় করতে পারবে!
.
বিশেষ করে মাশরাফির মতো নব্য মুক্তিযোদ্ধাদের অবশ্যই রাজনীতিতে আসা উচিত!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১০

জোকস বলেছেন: সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হলে অবশ্যই রাজনীতিতে আসতে পারে। আর যদি পচা রাজনীতি বিদদের সাথে জরিয়ে পড়ে তাহলে তো সমস্যা।

২| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১১

সনেট কবি বলেছেন: ভাল খবর।

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নির্বাচনে দাঁড়ালে মাশরাফি যে জিতবে এটা নিশ্চিত!



তবে সাকিব, মাশরাফি প্রচলিত দলগুলোর লেজুড়বৃত্তিতে নির্বাচন করলে ভুল করবে!!

৪| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৭

বিজন রয় বলেছেন: সুখবর।

৫| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

নতুন বলেছেন: মাফরাফি যদি আসে তবে ভালো হবে...

হয়তো এই ভাবেই আমাদের রাজনিতির পরিবত`ন আসবে।

৬| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাশরাফি নির্বাচন করলে অবশ্যই জিতবে। সে একজন খাঁটি দেশপ্রেমিক এবং লড়াকু স্বভাবের। তবে প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থী হওয়া তার জন্য ঠিক হবে না।

৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

শিখণ্ডী বলেছেন: এরা আসুক পচা ব্যবসায়ীরা তফাত যাও।

৮| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

হাঙ্গামা বলেছেন: কেউ এটাকে ভালো চোখে দেকতেছে না, কারন একটাইঃ "চুলকানির ব্যারাম"।
আমাদের এই চুলকানির ব্যারাম মেলা পুরানো।
কেন সাকিব মাশ্রাফি নির্বাচনে খাড়াইবো এইটা একট বিরাট কনসার্ণ হইয়া দাড়াইছে ব্যারামে আক্রান্ত বাঙ্গালীর।
ঝামা দিয়া ঘইষা চুলকানি তাড়ানো দরকার।

৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: যদি ভালো কিছু হয় তাদের দ্বারা তাহলেই আমি খুশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.