নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ৩৩ বছর বয়সে তার থেকে বড় ৩৬ বছরের মেগান মার্কলকে বিয়ে করেছেন আমাদের দেশে হলে কি কি রসিকতা হতো তা নিম্নে দেওয়া হলো,
.
ওম্মা দেইখচুন্নী কান্ড! মাইয়ার বয়স তো দেখি পোলার চেয়ে বেশী! এ কি করল রাজপুত্রের লাহান পোলাটা!
.
আহারে! কি সুন্দর চান্দের মতন পোলাডারে মেয়েটা তাবিজ কইরা বিয়া করতে বাধ্য করাইলো.....!
.
আগে তো জানতাম ৩৩ মার্কসে পরীক্ষায় পাশ হয় এখনতো দেখি এই বয়স বিয়ে পাশ করার ক্ষেত্রেও উপযুক্ত!
.
কপাল ভাবী! কপাল! আমার মেয়েটা কি মেগান মার্কেলর চেয়ে কম সুন্দর আছিলো নি আঠারো বছর বয়সে আঠারোটা গেরোস্থ আইছিলো!
.
প্রিন্স হ্যারী চাইলে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কুলের ক্রাশ সখিনার মেয়েকে বিয়ে করতে পারতো তার মেয়েও তো এখন আমার ক্যান্ডিডেট্
.
ভাবী কি যুগ আইলোরে ভাবী!!!
.
কিছুদিন আগে ৩৫ বছর বয়সী পাত্রী ২৩ বছর বয়সী পাত্রকে বিয়েতে রাজী করাতে এক চানী তরুণকে ৫ কোটি টাকা পণ দিয়েছিলেন,
.
বাদ দেন সে কথা,
.
বলিউডের বিপাশা বসুর স্বামী করণ সিং তারচেয়ে তিন বছরের ছোট,
.
হালের ঐশ্বরিয়াির স্বামী অভিষেক বচ্চন তারচেয়ে দুই বছরের ছোট,
.
সাইফ আলী খানের বোন সোহা আলী খান তার স্বামী কুণাল খেমুর চেয়ে পাঁচ বছরের বড়,
.
শিল্পা শেঠী তারা স্বামী রাজাকুন্দ্রের চেয়ে তিন মাসের বড়,
.
সঞ্জয় দত্তরে মা নার্গিস তারা বাবার চেয়ে এক বছরের বড় ছিলেন,
.
অর্জুন রামপাল তার স্ত্রী মেহের জেসিয়া রামপালের চেয়ে দুই বছরের ছোট,
.
অভিনেতা-নির্মাতা ফারহান আখতার তার স্ত্রী অধুনা ভবানীর চেয়ে ছয় বছরের ছোট!
.
অভিনেত্রী জরিনা ওয়াহাবের চেয়ে তার স্বামী অভিনেতা আদিত্য পাঞ্চোলি ছয় বছরের ছোট!
.
নৃত্য পরিচালক নির্মাতা ফারাহ খান তার স্বামী শিরিষ কুন্দরের চেয়ে ৯ বছরের বড়!
.
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা স্বামী পরিচালক বদরুল আনাম সৌদের চেয়ে ১৫ বছরের বড় ছিলেন,
.
৩৯ বছর বয়সী ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের স্ত্রী বয়স ৬৪ বছর,
.
ভারতের ক্রিকেট আইডল বিরাট কোহলির চেয়ে তার স্ত্রী অনুশকার বয়স বেশী,
.
ক্রিকেটার শিখর দেওয়ানের চেয়ে তার স্ত্রী ইশা মুখোপাধ্যায় দশ বছরের বড়,
.
শচীন টেন্ডুলকারের মতো লিজেন্ডের স্ত্রী অঞ্জলী তার থেকে ছয় বছরের বড়,
.
ঝামেলা হলো আমাদের দেশে যদি বয়সে বড় মেয়ে তো দূরের কথা সমান সমান বয়স কিংবা একটু ওদিক বিয়ে করলে নিন্দার ঝড় উঠে!
.
বাংলাদেশী মেয়েরা নাকি কুড়িতে বুড়ি!!!
২| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪১
কাইকর বলেছেন: ভাল বলেছেন
৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই চিন্তায় পতিত হইলাম, জনাব। বিরাট ভাবনার বিষয়। উপায় কী?
৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫২
অচেনা হৃদি বলেছেন:
৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: আমাদের জীবন শেষ হয়ে গেলে আমাদের ভালোবাসারও মৃত্যু হয় সত্য
৬| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
ঢাকার লোক বলেছেন: আমাদের দেশে যেমন বিয়ের পর মেয়েরা ছেলের বাড়ি আসে তেমনি শ্রীলংকান তামিল ছেলেরা বিয়ের পর সাধারণত মেয়ের বাড়িতে যায় । একটু অবাক হয়ে এক তামিলকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে ও বললো ওদের সিস্টেমই ভালো, যুক্তি হিসেবে ও বললো এতে করে শশুর বাড়িতে মেয়েদের যে অত্যাচার ঘটে, যা আমাদের সব দেশে অত্যন্ত কমন, তা হওয়ার সুযোগ থাকবে না, কারন শশুর বাড়িতে জামাইয়ের উপর অত্যাচার হওয়ার সুযোগ কম, কেননা জামাই সাধারণত কামাই রোজগার করে, কোথাও যদি জামাই সাচ্ছন্দ অনুভব না করে তো বৌ নিয়ে (বা বেশি খারাপ অবস্থা হলে ছেড়ে দিয়ে ) অনায়াসে অন্যত্র চলে যেতে পারবে ।
বিষয়টা বললাম এই কারণে যে বৌ বরের চেয়ে বয়সে বড় হলে আমাদের কেমন কেমন লাগলেও হয়তো বা ভালো কোনো দিক থাকতে পারে. যারা বয়সে বড় মেয়ে বিয়ে করেছেন তারাই বলতে পারবেন ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:২৯
শামচুল হক বলেছেন: কথাগুলো মন্দ বলেন নাই। ধন্যবাদ