নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সত্যি কি তসলিমা বুদ্ধিমতী?

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

তসলিমা নাসরিন বলেছিলেন, 'বুদ্ধি হওয়ার পর থেকে আমি আর রোজা রাখিনি!'
.
অথচ জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমি অটোফেজি গবেষণা করে ২০১৬ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন!
.
চিকিৎসা বিজ্ঞানে পানাহার থেকে বিরত থাকার কারণে ভালো কোষগুলো মন্দ কোষকে খেয়ে নেওয়ার যে পক্রিয়া তাকে বলা হয় ‘অটোফেজি!'
.
রোজা রাখার কারণে শরীরে যে অটোফেজি পক্রিয়া চালু হয় যার কারণে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, বাতের ব্যথা, অস্টিও আরথ্যাইটিস, গাউটসহ যাবতীয় রোগের মুক্তি মিলে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বান্ধবী রাতে উপোস থেকে ডায়েট কন্ট্রোল করতো তাকে নিয়মিত রোজা রাখার জন্য বললাম এবং সে প্রায় এক বছর পর সেইই স্লিম হয়েছে!
.
সোয়াব এবং সুস্বাস্থ্য একসাথে,
.
চ.বি. স্কুলে দৌলত উল্লাহ স্যার প্রায় সময় একটি কথা বলতেন, কেউ যদি আজান শুনার নিয়তে জানালা কাটে তাহলে বাতাস আসা কখনো বন্ধ থাকবে না!
.
ইসলাম হলো এক ঢিলে দুই পাখি মারার মতো উৎকৃষ্ট জীবন ব্যবস্থা!
.
তসলিমা নাসরিনদের যাদের ইসলাম নিয়ে যত চুলকানি আল্লাহ তাদের হেদায়ত দান করুক,
.
বেনজামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'সবচেয়ে উৎকৃষ্ট ঔষুধ হলো রেস্টিং(বিশ্রাম) এন্ড ফাস্টিং (রোজা)!'
.
মহাত্মা গান্ধী বলেছিলেন, 'উপোস ছাড়া উপাসনা নেই'
.
ইংরেজীতে প্রবাদ আছে, 'হেলথ্ এন্ড হিলিং(আরোগ্য) উইল ফলো ফাস্টিং!'
.
প্রখ্যাত গ্রীক দার্শনিক প্লুটার্চ বলেছিলেন, 'আজকের দিনে ঔষুধ নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ উপোস থাকা!'
.
চিকিৎসাবিজ্ঞানের জনক হিপোক্রেটিস বলেছেন, 'অসুস্থ দেহ যতই খাবার পায় ততই রোগ বাড়তে থাকে!'
.
INTERMITTENT FASTING বা দীর্ঘক্ষণ উপবাস বর্তমান চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে বেশী সার্চ করা শব্দ বলা যায় ইংরেজী এই কী ওয়ার্ডটি ওহশোমি নোবেল পাওয়ার বছরে ২৪৬ মিলিয়ন বার গুগুলে সার্চ হয়,
.
বলা হয়ে থাকে একটি বর্তমান পৃথিবীর সবচেয়ে উপকারী ডায়েট প্লান যা পালন করতে হলে ১২ থেকে ১৬ ঘন্টা উপোস করতে হয়,
.
এখানে এখন পর্যন্ত কোন ইসলামের রেপারেন্স টানিনি কারণ বিশ্বাস করি ইসলাম যা বলে তা গবেষণা করে চিকিৎসাবিদরা এভাবে নোবেল পেতে থাকবে!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: তসলিমা নাসরিন একজন কুখ্যাত লেখিকা, তার বুদ্ধি ছাগলে ও খায় না ।

২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর!!
বাদদিন ওসব সাইকো মানুষের কথা!!X(

নীচের লেখাগুলো সুন্দর হয়েছে।।

৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

অনুতপ্ত হৃদয় বলেছেন: তাসলিমার সেইপোস্টে একটা মন্তব্য করেছিলাম………
যে তুমি পৃথিবীর সব থেকে বড় মূর্খ।।।

তবে এরকম সাইকোর কথা গুরুত্ব না দেওয়াই ভালো

৪| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

দিলের্‌ আড্ডা বলেছেন: তসলিমাকে আমার এখন পর্যন্ত সাইকোই মনে হয়।

৫| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬

হাঙ্গামা বলেছেন:
তাসলিমা রোজা না রাখলে আল্লাহর কিছু আসে যায় না এই সামান্য বুদ্ধি ও তার নাই। আয়োডিনের অভাব।

৬| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯

নিশাচড় বলেছেন: তসলিমাকে আমার কাছে বিকারগ্রস্ত মহিলা মনে হয়।

৭| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

রিফাত হোসেন বলেছেন: একটা মানুষের সব কথাই যুক্তি সম্পন্ন হবে না। হোক সে বুদ্ধিমান বা বোকা, ডা.জাকির বা লেখিকা নাসরিন

৮| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: সারাদিন রোজা রেখে ৫০০ ক্যালরি বার্ন করে, সেহেরী আর ইফতারের সময় আকণ্ঠ খেয়ে ৩০০০ ক্যালরি গেইন করে কি করে ডায়েট নিয়ন্ত্রণ হয় ?

শরীর ঠিক রাখতে হলে আপনার lifestyle অনুযায়ী দৈনিক কত ক্যালোরির খাবার আপনার শরীরের প্রয়োজন সেটা জানা দরকার।
তার কম খেলে আপনার শরীরে থাকা ফ্যাট বার্ন হবে আর বেশী খেলে চর্বি জমবে।

৯| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

অর্থনীতিবিদ বলেছেন: পোস্ট ভালো হয়েছে। তবে তসলিমার রেফারেন্স দিয়ে শুরু না করলেই ভালো হতো। সিয়ামের মতো একটি পবিত্র বিষয়ের সাথে একজন নাস্তিকের বক্তব্য না জড়ানোই ভালো।

১০| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: উপরের ব্লগারদের সাথে একমত। আসলে কত লোক কত কথাই তো বলে।

১১| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম। ভালো লিখেছেন।
কিন্তু তসলিমা নাসরিনকে বোকা ভাবার কোনো কারন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.