নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পিনিকের উপ্রে দিয়ে চলছে স্বদেশ

২৪ শে মে, ২০১৮ রাত ৯:০২

ইয়াবা তৈরীর মূল উপাদান সিউডোফেড্রিন এক কেজির দাম মাত্র চার হাজার টাকা যা থেকে এক লাখ ইয়াবা তৈরী করা যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা!
.
খাইছে আমারে,
.
সিউডোফেড্রিন রেড ফসফরাস দিয়ে বিক্রিয়া ঘটিয়ে মিথাইল অ্যামফিটামিন বানানো হয় যার ডাক নাম ইয়াবা!
.
মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে কয়েক কোটি টাকা লাভের এই ব্যবসা বাংলাদেশে রমরমা হয়ে উঠেছে,
.
দেশে প্রায় প্রতি ১০০ জনে ১৬ জন মানুষ ইয়াবা সেবন করে!!!
.
গত বছর কেবল মাদক উদ্ধার এবং পাচারের উপর এক লাখ মামলা হয়েছিলো! যার এক তৃতীয়াংশ ইয়াবা! ভাবা যায়!
.
ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে ফেরার পর এক লোক বিবিসিকে বলেছিলেন, 'ইয়াবা এখন ফোন করলে ঘরে পৌঁছে দেওয়া হয়!'
.
'বাবা পাঠাও' এক্কেবারে হোম ডেলিভারি নামে নতুন কোন অ্যাপস আছে কি না জানি না,
.
শুধু জানি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে! পঙ্গু হয়ে যাচ্ছে বাংলাদেশ!
.
যৌন উত্তেজনা সৃষ্টিকারী ট্যাবলেটটি খেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হয়ে যাচ্ছে ধর্ষক! ধর্ষিত হচ্ছে মানবতা কিংবা বিবেক,
.
কিছুদিন পর ইয়াবা খেলেও চেতনা দন্ডয়মান হয়না বাড়াতে হয় মাত্রা তারপর সেই টাকা জোগাড় করতে খুন ডাকাতি চিনতাই.......!
.
কিছুদিন আগে এক নারীর ভ্যানেটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিলো ৪৩ লাখ টাকার ইয়াবা! ভাবা যায় কত সহজে বাবা পাচার হয়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হলে আমাদের আড্ডা ছিলো সেই এ এফ রহমান হলে গত বছর ইয়াবা সেবনের সময় চার ছাত্রকে অাটক করেছিলো প্রশাসন!
.
আপনিও আপনার আশে পাশে খোঁজ করলে এমন কয়েকটি ঘটনা খুঁজে পাবেন,
.
এখনি যদি এই সমস্যার মোকাবেলা করা না হয় তাহলে ইয়াবা সেবনের সংখ্যাটি ১৬ শতাংশ থেকে ৬১ শতাংশে রুপ নেবে!
.
মাদকের উত্তেজনায় আত্মহারা হয়ে ভাই বোনকে ধর্ষণ করবে!
.
যেখানে পবিত্র কোরআন শরীফের ভিতরে করে পর্যন্ত ইয়াবা পাচার করা হয় সেখানে চোরদের ধর্মের কাহিনী শুনিয়ে লাভ হবে না,
.
আলোচিত জন্মদিনের পার্টিতে ডেকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা সাফাত আহমেদ স্বীকার করেছিলেন সে ঐ রাতে ইয়াবা খেয়ে আরো তিন তরুণীকে নিয়ে ফূর্তি করেছিলেন!
.
ছিনতাইকারী রাজীবের কথা মনে আছে যে একটি মহিলার ব্যাগ হ্যাঁচকা টান দেওয়ার পর মহিলার কোল থেকে পড়ে শিশুর নির্মম মৃত্যু হয়েছিলো সেই রাজীব বলেছিলো ইয়াবার নেশা তাকে রাতে ঘুমাতে দিতো না তাই সে বেপোরোয়া হয়ে ছিনতাই করতো,
.
ছিনতাইকারীর চুরির আঘাতে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহার খুনীরা স্বীকার করেছিলো তারা ইয়াবায় আসক্ত ছিলো,
.
রাজধানীর নাজিম নামে এক আসক্ত ইয়াবার টাকা জোগাড় করতে তার আপন বোনকে অপহরণ করে ১৭ ঘন্টা পর মাত্র এক হাজার টাকার বিনিময়ে মুক্তি দিয়েছিলো,
.
কিছুদিন আগে একটি খবর পড়েছিলাম দেশে প্রতি দশটি ভয়ঙ্কর অপরাধের মধ্যে আটটি ইয়াবার আসক্তির কারণে হচ্ছে!!!
.
ইয়াবা সেবন করে পিনিকের উপ্রে মেয়েদের উঠিয়ে নিয়ে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে চলে যাচ্ছে অহরহ!
.
পিনিকের উপ্রে দিয়ে চোখের সামনে দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একটি দেশ যার জন্য ত্রিশ লক্ষ শহীদ এবং বীরঙ্গনা জীবন বাজী রেখেছিলো!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইয়াবা খা‌বি খা/মারা যা‌বি যা!

২| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


সন্দ্বীপের লোকজন ইয়াবা নিয়ে লিখছেন, অবশেষে!

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:১৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: একটা প্রশ্ন, যে পরিমাণ ইয়াবা আটক করা হচ্ছে সেটা কি সাথে সাথে নষ্ট করে ফেলা হচ্ছে নাকি ঘুরপথ দিয়ে পুলিশ এর লোকেরা আবার বিক্রি করে মুনাফা করছে। কারণ এ ব্যপারে তাদের খুব সুনাম আছে তো !

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৭

পবন সরকার বলেছেন: ভয়াবহ অবস্থা।

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

আবু তালেব শেখ বলেছেন: ইয়াবা যৌন উত্তেজক? আগে জানতাম না

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার লিখেছেন।

৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:১২

আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার লেখা প্রিয় আব্দুর রব শরীফ ভাই...

৮| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৫

কাওছার আজাদ বলেছেন: এডলফ হিটলারের আদেশে ইয়াবা তৈরি হলো। তারপর তার সেনারা ইয়াবা খেয়ে উন্মাদ হয়ে গেল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারাই জয়ী। সেই ইয়াবা এখন বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

৯| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

অদৃশ্য বালক বলেছেন: অবস্থাতো দেখি ভয়াবহ!!! B:-) B:-) B:-)

১০| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

প্রজ্জলিত মেশকাত বলেছেন: অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.