নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভুলিতে পারিনা আমি আমার পাওনাদার দেনাদার!

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৯

ইদানিং তালা মেরে চাবি কোথায় যে রাখিয়াছিলাম তা দিব্যি ভুলে যায়,
.
যায় শব্দটি যায় না যাই হবে সেটিও মনে করতে পারছি না!
.
নতুন নতুন ক্লাইন্টদের নাম মুখস্ত করার পরও তাদের নাম ভুলে যায়,
.
গার্লফ্রেন্ডও ইদানিং বারবার বলে তুমি তো আমাকে ভুলে গেছো! সামান্য বার্থ ডে টা ও মনে নেই!
.
কিচ্ছু মনে থাকে না!
.
ভুলে গেছি গতকাল রাতে স্বপ্নে কারে যেনো ইচ্ছে মতো পিটাইছিলাম!
.
ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি!
.
ইদানিং প্রতি মাসে ছাতার জন্য পাঁচশ টাকা বাজেট রাখতে হয়,
.
কোথায় যেনো রেখে চলে আসি ভুলে যাই!
.
ইদানিং লেখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ঘটনা বলতে ভুলে যাই!
.
সর্বশেষ চিন্তা করলাম এভাবে হলে চলবে না,
.
সামনে বিয়ে শাদী করার পর হয়তো বউকে কোন একদিন বলতো, তুমি আমার বউ নও! এই সন্তান কার? আমার তো কিচ্ছু মনে পড়ছে না!
.
একটু আগে রোজাতে ইফতারি কি দিয়ে খেয়েছি ভুলে গেছি! ভুল করে কাল সেহরিতে এলার্ম দিইনি!
.
না এভাবে ভুলে গেলে চলবে না একজন ডাক্তার দেখাবো বলে বলে ডাক্তার দেখাতে ভুলে যাই,
.
সর্বশেষ ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমার ভুলে যাওয়ার সমস্যা! কিন্তু কি কি ভুলে যায় তা মনে পড়ছে না! কি মুসিবত!
.
সর্বশেষ আহসান হাবিব পেয়ারের ডায়লগ মনে পড়ে গেলো, 'আমার কিচ্ছু মনে থাকে না'
.
ডাক্তার বললো, পবলেম নেই! আমি বরং আপনাকে প্রশ্ন করে জেনে নিই স্মৃতি শক্তির অবস্থা,
.
আচ্ছা শরীফ সাহেব বলেন তো, 'শেষ কয়জন আপনার থেকে টাকা ধার নিয়েছে?'
.
আচ্ছা তারা কত টাকা করে ধার নিয়েছিলো?
.
আপনার ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের পাসওয়ার্ড মনে পড়ছে?
.
আপনার শালীর নাম কি?
.
তারপর ডাক্তার বললো, আপনার তো সব প্রশ্নের উত্তর মনে আছে! স্মৃতি শক্তি তো পাক্কা!
.
শালার এ কেমন পরীক্ষা! সব প্রশ্ন কমন!
.
হুদাই এখন পাঁচশ টাকা ডাক্তারি ফিস্ দিতে হবে তাই উল্টো প্রশ্ন করলাম,
.
স্যার যারা টাকা ধার নিয়ে ফেরত দেয়না তাদের ভুলার কোন ঔষুধ নাই?
.
দেখছেন ভাই আপনার স্মৃতিশক্তির কত উন্নতি হয়েছে এবার ফিস্ দিয়ে কেটে পড়ুন!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:১০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বুঝতে পেরেছি, আপনার মেমোরি দুর্বল!!!

২| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
একটু গুছিয়ে জীবনযাপন করবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে।

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ২:৪০

অর্থনীতিবিদ বলেছেন: পাওনাদার, দেনাদার আর শালীর নাম ভুলে যাওয়া মনে হয় একটু কঠিন। ডাক্তার বিষয়টা বুঝতে পারেনি।

৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:৩০

আকিব হাসান জাভেদ বলেছেন: আপনি আবদুর রব শরীফ । নামটা মনে করে দিলাম। আমি ও আপনার মতো ভুলে যায় । বিশেষ করে কোথায় টাকা রাখেছে তা বলতে পারি না । যার জন্য প্রতি মাসে কিছু টাকা হাওয়া হয়ে যায় । আপনার ডাক্তারের নামটা একটু জানাবেন । নামটা মনে না থাকলে মোবাইল নাম্বার টা দিন। আমি আপনার কথা মনে রাখবো।

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: সারাদিন রুজা লাইক্ষা ইস্তারটাই শান্তি দেয়।

বানাম বুল দরা নিশেদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.