নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রেকর্ডের উপর রেকর্ড

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩৩

৩১ মে ৭১তম জন্মদিনের আগে যমজ সন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী,
.
কথা সেটা না,
.
ভারতের রাজস্থানে নানু রাম জোগী ২০০৭ সালে ৯০ বছরে বয়সে ২১ তম সন্তানের জন্ম দিয়ে রেকর্ড করেছিলেন,
.
কিন্তু ভারতের আরেক দাদু রামাজিত রাঘব ৯৬ বছর বয়সে বাবা হয়ে সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন,
.
ভারতের উত্তর প্রদেশে ২০০৮ সালে ৭০ বছর বয়সে যজম সন্তানের জন্ম দিয়েছিলেন ওমকারি সিং নাম এক নারী!
.
সেখানে আমাদের রেল মন্ত্রীর ৭০ বছর বয়সে বাবা হওয়া এটা কোন ঘটনা ই না! সত্যি কোন ঘটনা না!
.
২০১৫ সালে মৌলভী আবুল ওয়ালা খান ১১০ বছর বয়সে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে বাবা হয়েছিলেন তখন আমার বন্ধু সেই হাসপাতালে কর্মরত ডা. রিয়াজ উদ্দীন বলেছিলেন, 'চিকিৎসা শাস্ত্রে সাধারণত ৭০/৭৫ বয়স পর্যন্ত একজন পুরুষের শুক্রানু সক্রিয় থাকে'
.
তবে তামাম পৃথিবীতে বাবা হওয়ার সর্বোচ্চ রেকর্ডটি আমার সন্দীপে হওয়ায় আমি গর্বিত
.
জনপ্রিয়দের মধ্যেও বেশী বয়সে বাবা হওয়ার ঘটনা আছে যেমন ব্রিটিশ কমেডিয়ান অভিনেতা মিঃ বিন ৬২ বছর বয়সে বাবা হতে চলেছেন! 'কথা কম কাজ বেশী'
.
বাবা হওয়া সহজ! সত্যি সহজ! আলাদীনের চেরাগে দুইটা ঘষা দিলে দৈত্য বেরিয়ে আসে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি যেখানে থাকি সেখানে খোঁজ নিলেও পঞ্চাশটা মহিলা পাওয়া যাবে যারা চার পাঁচ ছয় থেকে শুরু দশ এগারোটা সন্তান জন্ম দিয়েছেন!
.
শুধু জন্ম দিয়ে ক্ষান্ত হননি সন্তানদের দুগ্ধপান, লালন-পালন ও মানুষ করেছেন বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে,
.
বলে রাখা ভালো একটি সন্তানকে গর্ভধারণ থেকে শুরু করে একজন মায়ের কমপক্ষে ৩০ মাস সময় সার্বক্ষণিক ব্যয় হয় তাকে পৃথিবীর বুকে মোটামুটিভাবে একটু দাঁড় করাতে
.
নারীরা হলো একটি কোম্পানীর প্রোডাক্সনের মতো শ্রমিকরা মাথার ঘাম পা'য়ে ফেলে পণ্য উৎপাদন থেকে প্যাকিং করে তা গ্রাহকদের কাছেও পৌঁছে দিয়েও ৫৩০০ টাকার মজুরি লাভ করে অন্যদিকে অফিসাররা এসি রুমে বসে একটু এদিক ওদিক মাথা ঘমিয়ে লাখ লাখ টাকা নিয়ে ঘরে ফিরে,
.
ঘরে ফিরে পায়ের উপর পা তুলে নির্দেশ দেয়, ওগো চা নাস্তা কই? 'চিনিটা পর্যন্ত ঠিক মতো দিতে পারো না' 'বল্টু পল্টু জন্টু কোথায়! ওরা খেয়েছে?' 'শার্ট প্যান্টগুলো ইস্ত্রী করে এনেছো?' 'পিংকিকে স্কুল থেকে কখন আনতে গিয়েছিলে?' 'আচ্ছা তোমার কলিগ চান্দু সাহেব কি এখনো আছে? সাবধনা থাকিও লোক ভালো না' ইত্যাদি ইত্যাদি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৪২

উদাস মাঝি বলেছেন: খাইসেরে ! বাবা হওয়া এত সহজ ! ;)
যে যাই বলুন, অনুপ্রেরণার আরেক নাম রেলমন্ত্রী :D

২| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:১৭

বিষাদ সময় বলেছেন: ২০১৫ সালে মৌলভী আবুল ওয়ালা খান ১১০ বছর বয়সে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে বাবা হয়েছিলেন

আপনার বন্ধু কি শিশুটির DNA টেস্ট করেছিল? :)

৩| ১৭ ই মে, ২০১৮ রাত ১:০৫

কানিজ রিনা বলেছেন: বিষাদ সময়ের সাথে একমত। হা হা হা।
সুন্দর পোষ্ট।

৪| ১৭ ই মে, ২০১৮ রাত ১:১৫

অর্থনীতিবিদ বলেছেন: এই পোস্ট পড়ে পৌঢ়রা আবার বিশ্বরেকর্ড করার চেষ্টা না করলেই হয়।

৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ৭:৩৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যে পারে; সে পারে।

৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আপনার রস বোধ আমাকে মুগ্ধ করে।

৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দাদাও একটা রেকর্ড করেই ছাড়বেন- :P

৮| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৩

ক্স বলেছেন: মৌলভী আবুল ওয়ালার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে কে? তার সন্তানের ডি এন এ টেস্ট করা হয়েছিল কি?

৯| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫৪

টারজান০০০০৭ বলেছেন: সঠিক রক্ষনাবেক্ষনের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন এখনো চলে, ব্রিটিশ আমলের গাড়ি রাস্তায় দৌড়ায়! তাইলে দাদুর মেশিন চলিতে সমস্যা কোথায়?

মধ্যপ্রাচ্যে কর্মরত এক ডাক্তার একবার বলিয়াছিলেন , তাহার কাছে ৯৫ বছরের এক রোগী আসিত যাহার সমস্যা ছিল যে তাহার মেশিনের শক্তি কমিয়া গিয়াছে ! তাহার ৪ জন আরোহিনী ছিল !

সুতরাং ব্যাতিক্রম থাকা অসম্ভব নহে ! ফ্যাক্টিস মেকস এ ফারপেক্ট !!!

১০| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫৫

টারজান০০০০৭ বলেছেন: ফ্যাক্টিস মেকস এ ম্যান ফারপেক্ট !!! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.