নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আগামীর সৃজনশীল প্রশ্নঃ স্যাটেলাইট পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? উত্তরঃ পুংলিঙ্গ
.
পুলিশ কোন লিঙ্গ এটা নিয়ে জাতী একবার মহামুসিবতে পড়েছিলো রাজ্যের বুদ্ধিজীবীরা ফেইল তখন শিক্ষামন্ত্রী গেলেন এরশাদের কাছে তারপর কাক্কু মুচকি হেসে উত্তর দিলেন, 'পুলিশ পুংলিঙ্গ কারণ তাদের হাতে ডান্ডা আছে'
.
'কাঁঠাল কোন লিঙ্গ' ঠিক একই সমস্যা নিয়ে আবারো বুদ্ধিজীবীরা কাক্কুর শরণাপন্ন হলে তিনি বলেছিলেন 'কাঁঠালও পুংলিঙ্গ কারণ কাঁঠালে বিচি আছে'
.
আবারো প্রশ্ন দাঁড়ালো, আইন কোন লিঙ্গ!!! এবার কাক্কু কোন সহজ উত্তর না দিয়ে বললো, 'আইনের ফাঁক আছে'
.
অনেকে বলে লিঙ্গ বৈষম্য করবেন না কিন্তু লিঙ্গ বৈষম্য না করলে তা হয়ে যায় 'উভয় লিঙ্গ'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু ছিলো মেয়েদের মতো সুইট কন্ঠ কিন্তু সে ছেলে হওয়ার কারণে কন্ঠটি তাকে মানাতো না,
.
সন্দ্বীপে এক দূরসম্পর্কীয় চাচাকে জানি খুব সুন্দর করে মেয়েদের মতো পাছা দুলিয়ে হাঁটে তা কখনো শোভনীয় মনে হয়নি!
.
আমি আসলে বলতে চাচ্ছি যে যার অবস্থানে সুন্দর! বন্যেরা যেমন বনে শিশুরা মাতৃক্রোড়ে,
.
মেয়েদের একটি সমস্যা তারা অনুকরণপ্রিয় আমি বুঝিনা ছেলেদের ক্ষেত মার্কা বেশভূষা নকল করে তারা কোন ধরণের নারী স্বাধীনতার ডাক দিয়েছে!
.
রাস্তায় কিছু ছেলেদের দেখি নারীদের সেলোয়ার কামিজ টিপ চুড়ি আলতা স্নো দিয়ে হাঁটছে! 'এই ছেলে! এই ছেলে! দশ টাকা দে না রে' তবে কি তাদের দেখতে খুব ভালো দেখায়?
.
আমি বলছি না নারীদের ছেলেদের পোষাকে খারাপ দেখায় বরং বলছি শাড়ি পড়া নারী দেখলে আমাদের চোখ আটকে যায়! অপূর্ব লাগে!
.
মাঝে মাঝে টপস টুপস ছেড়ে শাড়ি পড়ে দেখতে পারেন,
.
নারীকে পাওয়ার জন্য হাবিল-কাবিল থেকে শুরু করে রাম রাবণ কত যুদ্ধ হয়ে গেছে!
.
একজন ইহুদী নারী স্টিফানি আইজ্যাকের পরিবারের কাছে রাস্তার ছেলে বলে প্রত্যাখ্যাত হওয়ার অপমানে একজন যুবক পরবর্তিতে হয়ে উঠেছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিলেন এবং পৃথিবীর বুক থেকে ইহুদী নিধনের এক আতংকের নাম হিটলার!
.
সুন্দরী নারী হেলেনকে কেন্দ্র করে ট্রয় নগরী ধ্বংস হয়েছে আরো কত কি!
.
আরে অনাধিকার কিংবা কষ্টে তো আছে পুরুষরা,
.
স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছিলেন, সুন্দরী নারী পুরুষের শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের প্রবাহ বাড়িয়ে দেয় যা হৃদযন্ত্রের কর্মক্ষমতা এলোমেলো করে চাপ বাড়িয়ে দেয় ফলস্বরূপ হার্ট দুর্বল হয়ে স্ট্রোকে ঝুঁকি বাড়িয়ে দেয়!
.
আর দূরে থাকলে,দেবদাসদের হৃদয় খান খান করে নদীর মতো ভাঙ্গতে থাকে আর কেউ কেউ হয়ে যায় কবি!
২| ১২ ই মে, ২০১৮ রাত ১০:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: কথাগুলো মিথ্যে নয়। শাড়ি নারীদের সৌন্দর্য ফুটিয়ে তুলে।
(এই যুগে দেবদাস তেমন চোখে পড়ে না, তবে কবির সংখ্যা মারাত্মক হারে বাড়ছে।)
৩| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৪২
সাইন বোর্ড বলেছেন: লেখার বিষয়বস্তু ভাল লাগল ।
৪| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন।
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে - এ কথা শাশ্বত সত্য।
৫| ১২ ই মে, ২০১৮ রাত ১১:১৮
শহীদ আম্মার বলেছেন: ভাই আমার তো মনে হয় আইজ উদ্দীন না আপনিই কষ্টে আছেন।
৬| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৭| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯
টারজান০০০০৭ বলেছেন: স্যাটেলাইট পুংলিঙ্গ কিভাবে হইল ? ইহার কি বিচি আছে না ডান্ডা আছে তাহা তো কহিলেন না ?
৮| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
@টারজান০০০০৭ স্যাটেলাইটের বিচি আছে না ডান্ডা আছে বলতে পারছিনে তবে দু'টো ডানা আছে। ডানাওয়ালা পরী আর কি !!!
তাই স্যাটেলাইট স্ত্রীলিঙ্গ হবার সম্ভাবনাই বেশী ।
৯| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৩
টারজান০০০০৭ বলেছেন: @ আহমেদ জী এস ! ডানা থাকিলেই ইস্ত্রীলিঙ্গ হইবে ইহা সত্য নহে ! কুটিকালের পংখীরাজেরও ডানা ছিল ! যতটুকু মনে পরে সবই পুংলিঙ্গ ! পংখীরাজের সাথে মিল আছে বিধায় ইহা পুংলিঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি !
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল পুরো লেখাটিই। ধন্যবাদ