নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মনোবিজ্ঞানীদের মতে, অবচেতন মনে ফিরে আসা পুরাতন আবেগ এবং কল্পনা নতুন সম্পর্ক নষ্ট করার অন্যতম হাতিয়ার!
.
সুতরাং প্রাক্তন প্রেমিকার প্রতি বিন্দুমাত্র অনুভূতি থাকলে নতুন সম্পর্কে যাওয়া উচিত নয়,
.
কথায় আছে পুরাতন প্রেমিকা যখন আপনাকে মিস্ করে এই মর্মে ইনবক্স করে তার মানে সে আপনার জায়গায় যাকে বসানোর ট্রাই করেছিলো তার কাছে পাত্তা পাচ্ছে না,
.
আপনি যখন পুরতান প্রেমিকাকে অন্যের সাথে দেখেন এতে ঈর্শ্বান্বিত হওয়ার কিছু নেই কারণ আপনার বাবা মা ছোট কালে আপনার অব্যবহৃত খেলনাগুলো গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার শিক্ষা আপনাকে দিয়েছিলো!
.
এক্স-প্রেমিকা এবং এক্স-প্রেমিকের মধ্যে সম্পর্ক রক্ষাকে বলা হয় এক্সাম্পল অব বেড(bad/bed) লাভ!
.
এক্স অর্থ এক্স'পেরিয়ান্স then এক্স'পায়ার্ড then এক্সি'ট from লাইফ
.
সুতরাং এটিকে জীবনে আবার ফিরিয়ে আনা মানে দুস্থদের জন্য দান করা আপনার ব্যবহৃত পুরোনো শার্টটি নতুন দামে ক্রয় করে আনা,
.
এক্স যখন আপনাকে ইনবক্স করে, আমি তোমাকে মিস করছি! তখন উত্তর দেন, তুমি এখন কোথায়? সে যদি বলে 'আমাদের বাসায়' তখন তাকে বলুন জানালার কাছে আসতে, যদি বলে 'আসলাম' তখন বলুন 'এবার একটা লাফ দাও বেইব্বী'
.
জীবনে সুখী হতো হলে এক্সকে স্পষ্ট ভাষায় বলে দিন, তুমি আমার গুরু কারণ তোমার কারণে আমি বুঝেছি জীবনে আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে!
.
প্রাক্তনকে উদ্দেশ্য করে গ্রিক দার্শনিক ও গণিতবিদ প্লেটো লিখেছিলেন, 'আমাকে জাগতিক বিশ্বের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার সুযোগ করে দাও, দয়া করে চলে যাও।'
.
মেয়েটি চলে যাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ঝুপড়িতে বসে দেবদাস সেজে ফুরুৎ ফুরুত সিগারেট টানলে বরং নিজের ই ক্ষতি খবর নিয়ে দেখেন মেয়েটি কারো সাথে বসে সারাদিনের ক্লান্তি রোদে ফুরুৎ ফুরুৎ স্যালাইন টানছে!
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: পড়লাম।