নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট

১১ ই মে, ২০১৮ রাত ১:২২

স্যাটেলাইট উৎক্ষেপণের পর কেমন হতে পারে সরকার কিংবা বিরোধি দলের মহান নেতাদের কাকতালীয় উক্তি,
.
বঙ্গবন্ধু স্যাটেলাইট করে বিরোধি দলকেও মহাকাশে পাঠিয়ে দিয়েছি সুতরাং দেশে এখন আর বিরোধি দল নেই!
.
বিএনপি আগে নির্বাচনের ট্রেন মিস্ করেছিলো এখন সরকারের অধীনে নির্বাচনে না এলে 'নির্বাচনের স্যাটেলাইট' ও মিস্ করবে!
.
উই আর লুকিংস্ ফর স্যাটেলাইট,
.
সরকারী দল 'বঙ্গবন্ধু স্যাটেলাইট' উৎক্ষেপণ করেছে কিন্তু দুঃখের বিষয় তা 'মেইড ইন ফ্রান্স'
.
সামনে নির্বাচনের আগে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে নির্বাচনে সূক্ষ কারচুপির নীল নকশা করছে সরকার যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে!
.
আগামীতে আমরা ক্ষমতায় আসলে ড্রোন বিজ্ঞানী খ্যাত স্যার জাফর ইকবালকে দিয়ে সম্পূর্ণ বাংলাদেশে তৈরী 'মেজর জিয়া স্যাটেলাইট' উৎক্ষেপণ করবো!
.
স্যাটেলাইট উৎক্ষেপনের সময় বিরোধি দল নাড়া দিয়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলো ভাগ্যিস সোনার ছেলেরা সতর্ক পাহাড়া দিয়ে রেখেছিলো!
.
যাকগে আল্লাহর মাল আল্লাহ মহাকাশে নিয়ে গেছে!
.
মাননীয় সংসদ, যে দেশে শুধু মাত্র কোম্পানীর প্রচারের জন্য তিনশ টাকার এনার্জি লাইট একশ টাকায় পাওয়া যায় সেই দেশে 'স্যাটে-লাইটে'র নাম করে হাজার কোটি টাকা খরচের কোন মানে হয় না!
.
মাননীয় স্পীকার, স্যাটেলাইট গভীর রাতে বের হয়ে গেছে আমি টেনশনে রাতে ঘুমাতে পারিনি!
.
তোরা যে যা বলিস্ ভাই,
.
মহাকাশে বর্তমানে ৪২০০ স্যাটেলাইটের মধ্যে ২৭০০ স্যাটেলাইট অকেজো হয়ে আছে, চালু রয়েছে শুধুমাত্র ১৫০০ এর মতো,
.
মাত্র ডজন খানেক দেশ নিজস্ব স্যাটেলাইট পাঠানোর ক্ষমতা রাখে!
.
মেয়াদ শেষে স্যাটেলাইটগুলো আবর্জনায় পরিণত হয় এবং এক হিসেবে ২৭০০ অকেজো  স্যাটেলাইট এর ভর ২০ লাখ কেজিরও বেশি!
.
যেগুলো ফিরিয়ে আনাও সম্ভব নয়!
.
দিন শেষে আজি পনের বছর পর কেউ একজন এমন উক্তি করবে,
.
'তারেক জিয়া এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দেশ থেকে এতো দূরে চলে গেছে তাদের কোন মতেই ফিরিয়ে আনা সম্ভব নয়!'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ১:৫৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সরস পোষ্ট। :) ধন্যবাদ

২| ১১ ই মে, ২০১৮ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:


সন্দ্বীপের লোকজন হিউমার জানেন?

৩| ১১ ই মে, ২০১৮ ভোর ৬:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রশ্নপত্র ফাঁসে ব্যস্ত প্রজন্মের দেশে কি এতোই মেধার অভাব দেখা দিয়েছে যে সরকার নিজ দেশে নিজ মেধায় স্যাটেলাইট নির্মাণে বিনিয়োগে সম্পূর্ণ উৎসাহ হারিয়ে ফেলেছে ? হাজার হাজার কোটি টাকা ব্যয়ে আরেক দেশের দ্বারস্থ হওয়ার পেছনে আর কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না |

৪| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬

ইনাম আহমদ বলেছেন: প্রশ্নপত্র ফাঁসে ব্যস্ত প্রজন্মের দেশে কি এতোই মেধার অভাব দেখা দিয়েছে যে সরকার নিজ দেশে নিজ মেধায় স্যাটেলাইট নির্মাণে বিনিয়োগে সম্পূর্ণ উৎসাহ হারিয়ে ফেলেছে ? হাজার হাজার কোটি টাকা ব্যয়ে আরেক দেশের দ্বারস্থ হওয়ার পেছনে আর কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না |
গিয়ে দেখুন স্পেসএক্স এর বহু বিজ্ঞানী-প্রকৌশলী সম্ভবত এদেশ থেকেই গিয়ে কাজ করছেন। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসররা দলাদলি, রাজনীতি, নিজেদের ইগো ইত্যাদি নিয়ে ব্যস্ত আছেন আর শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনে ব্যস্ত আছে। আমাদের এসব তৈরীর সময় নেই।
এখন পর্যন্ত আমেরিকা ২৮২ টি (USA satellite list- Wikipedia) স্যাটেলাইট উৎক্ষেপন করেছে। এবং সবগুলো দেশের নামে। USA 1-282 হিসেবে।
বিএনপি ক্ষমতায় আসলে সবার আগে যা করবে তা হচ্ছে
১) বঙ্গবন্ধু সেতুর নাম যমুনা সেতু করা
২) স্যাটেলাইটটি আকাশ থেকে নামিয়ে ফ্লুইড দিয়ে নাম মুছে পুনরায় উৎক্ষেপণ (যদি টাকা বাঁচে)
আমরা অসাধারণ একটি জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.