নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আই এম এ চ্যাম্পিয়ন

০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:৩৭

এক ছেলে আমাকে বলে ভাই আপনাকে দেখলে জেলাস্ হয়, 'আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার পর আমার যেটা মনে হয়েছে কখনো যদি আলুর ব্যবসা করি তাহলে আমি অবশ্যই সফল হবো!
.
জেনে রাখা ভালো আমার সন্দ্বীপ আবার আলুর জন্য বিখ্যাত,
.
যদি কোন দিন আমি আলুর ব্যবসা শুরু করি তাহলে সেই আলু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে আমার কোন সমস্যা হবে না কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ক্লাশের ৬৪ জন ছাত্র প্রায় ৬৪ জেলা থেকে আসে!
.
এছাড়া বিশ্ববিদ্যালয় আমার জীবনে আর কোন আমূল পরিবর্তন করতে পারবে কি না আমি জানিনা!
.
এক শ্রদ্ধেয় শিক্ষক বলেছিলেন, শিখার ইচ্ছে থাকলে অক্সফোর্ড লাগেনা মোস্তফা হাকিম ডিগ্রী কলেজেও বসে শিখা যায়!
.
আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু সে শুধু আমি কেনো আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিচিত সকল বন্ধুর চেয়ে ভালো ইংলিশ বলে এবং জানে,
.
অনেকের ধারণা ডাক্তারি ইঞ্জি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে মনে হয় কিছু একটা হয়ে যায়,
.
যেমন করে বন্ধুর সুন্দরী গার্লফ্রেন্ড দেখার পর কোন কারণ ছাড়াই অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় আহ্ আমার যদি একটা থাকতো!
.
তেমনি অনেক জাতীয় কিংবা ডিগ্রী পড়া ছেলেদের দীর্ঘশ্বাস দেখলে মনে হয় জীবন বুঝি শেষ!
.
কিন্তু অন্যদিকে সুন্দরী গার্লফ্রেন্ডের সাথে ব্রেকাপের পর বন্ধুর জীবন যে সেই কবে শেষ হয়ে গেছে সেই খবর কে বা রাখে?
.
জীবনে কত শত মেধাবী দেখলাম নিজের জীবন নিজের হাতে শেষ করে দিয়েছে! গাঁজা মাদক ড্রাকস্ রাজনীতি হতাশা.....!
.
ডিগ্রী পড়া অনেক মামা কিংবা বড় ভাইকে দেখলাম জীবন কত সুন্দর করে সাজিয়েছে!
.
কথায় আছে কঠিন সময়ে টিকে থাকা মানে সুদিনের বিপ্লবের চেয়ে বড় বিপ্লব!
.
জীবনের এই কঠিন সময়ে টিকে থাকতে হলে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে!
.
সেদিন দেখলাম এক ক্লাব ফুটবল টিমের সদস্য কে ট্রেনিং দেওয়া হচ্ছে! শুধু একটি কথা তাদের শিখানো হচ্ছে, আই এম এ চ্যাম্পিয়ন! আরো জোরে, 'আই এম এ চ্যাম্পিয়ন' ওহ নো আরো জোরে 'আই এম এ চ্যাম্পিয়নস্!'
.
সমস্যা আমাদের মনে, তাই মেয়েদের কাপড় পাল্টানোর মতো আমাদের মানসিকতাও পাল্টাতে হবে,
.
কারণ কিভাবে দ্রুত কাপড় পাল্টাতে হয় তা মেয়েরা ভালো জানে!
.
মেয়েদের থেকে শিখতে হবে,
.
কিভাবে পাবলিক প্লেসে ভিড়ের মধ্যে কয়োকশো ছেলের থেকে নিজের গা বাঁচিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়!
.
সমালোচকদের কাছ থেকে শিখো, "কিভাবে তারা তাদের কাজ 'সমালোচনা' নিয়মিত করে যাচ্ছে কিন্তু আমরা আমাদের কাজটা নিয়মিত করে যেতে পারিনা"

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার সেই শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা।

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:৪৮

মাহের ইসলাম বলেছেন:
পরিবর্তন সবচেয়ে কঠিন কাজ।

৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:২২

শাহজাহান মুনির বলেছেন: আমরা আমাদের কাজটা নিয়মিত করে যেতে পারিনা, অন্যের সমালোচনা ছাড়া।

৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৩৩

জাহিদ হাসান রানা বলেছেন: আমিও চবির ছাত্র ছিলাম।ভাল লাগল।

৫| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: আহা ---

ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.