নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পাঠাও অ্যাপস

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০

চট্টগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে মোটর বাইক শেয়ারিং অ্যাপস্ 'পাঠাও'
.
বেসরকারী কোম্পানী যদি এমন একটি এপস্ চালু করে তাহলে তার নাম হবে 'খাটাও'
.
আমার বন্ধুরা যদি এমন কোন শেয়ারিং এপস্ চালু করে তবে তার নাম হবে 'খাওয়াও'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্তঃকোন্দল আছে এমন দুটি গ্রুপের কেউ যদি এমন একটি এপস্ চালু করে তার নাম হবে 'হঠাও'
.
প্রাইভেট বিমান চালকরা যদি এই সার্ভিসের আওতায় আসে তাহলে নাম হবে 'উঠাও'
.
জৈনক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডর সাথে হুন্ডাতে বসে আছে এমন সময় মেয়ের বাবার সামনে এসে পড়ল তখন বাবা জিজ্ঞেস করছে, ছেলেটি কে? তখন মেয়ে উত্তর দিলো, 'বাবা পাঠাও' তো আরেকদিন রেস্টুরেস্টে খাওয়ার সময় আবারও বাবার সামনে! বাবা বললো, আগে উনি তো পাঠাও ছিলো এখন কে? মেয়ে উত্তর দিলো, 'খাওয়াও'
.
বাংলাদেশে যখন পাঠাও আসে তখন সিএনজি অটো রিকশা আন্দোলন শুরু করার পর অবরোধ ডাকে আর সেই দিন পাঠাও কয়েকগুণ রাইড শেয়ারিং করে কারণ সেদিন যারা সিএনজিতে যাতায়ত করতো তারাও বাধ্য হয়ে 'পাঠাও' রাইড শেয়ারিং করেছিলো!
.
অ্যাপসের মাধ্যমে অনেক কিছু করার সুযোগ আছে যেমন 'লাগাও' নামে একটি এপস্ খুলে গাছ লাগানোতে উৎসাহিত করা যেতে পারে!
.
চ্যাক খাওয়া পাবলিকদের জন্য 'পোড়াও' নামে অ্যাপস চালু করার বিষয়টি নিয়েও কাজ করার সুযোগ আছে!
.
পাবলিক টয়লেট বিশাল প্রয়োজনীয় জিনিস চিন্তা করতেছি 'হাগাও' নামে একটি অ্যাপস চালু করবো! অ্যাপসে লগিন্ করে কল করার সাথে সাথে আশে পাশের ভ্রাম্যমাণ টয়লেট আপনার কাছে পৌঁছে যাবে,
.
এছাড়াও কোরবান কিংবা বিশেষ প্রয়োজনে 'কোপাও' অ্যাপস আপনার দারুণ কাজে আসতে পারে!
.
কিছুদিন আগে সন্দ্বীপ যাওয়ার পর শুনি তরুণ তরুণীরা দেদারচ্ছে একজন আরেকজনের সাথে পালিয়ে যাচ্ছে! তাদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করিয়ে দেওয়ার এমন একটি অ্যাপস 'পালাও' মার্কেটে খাবে বলে মনে হচ্ছে,
.
যে হারে গ্রাজুয়েটরা ঢাকা টু চট্টগ্রাম/সিলেট/বরিশাল/খুলনা ব্লা ব্লা 'দৌড়াও' নামে একটি প্রজেক্ট নিলে মন্দ হবে না!
.
কি কি নামে অ্যাপস খুললে খুব দ্রুত সফল হওয়া যাবে তার জন্য 'ভাবাও' নামে একটি এপস্ খোলা যায়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.