নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাদ

২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিসিবির চুক্তি থেকে বাদ কিউট বয় খ্যাত তাসকিন এবং দেশের অন্যতম সরকার ট্যাগ পাওয়া সৌম্য,
.
বেপার না! বাপের বেটা হলে একদিন ঘুরে দাঁড়াবে!
.
বাস্কেট বলের কিংবদন্তি বলা হয় মাইকেল জর্ডানকে সেই মাইকেল জর্ডান স্কুল জীবন বাস্কেট বল টিম থেকে বাদ পড়েছিলেন কিন্তু বাস্কেট বল ছাড়েননি!
.
গা'য়ের রং কালো বলে সিনেমা থেকে বাদ পড়েও একদিন ঠিকি দর্শক মাতিয়ে ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া,
.
গা'য়ের রং একটু বেশী ফর্সা বলে পিঙ্ক ছবির নায়িকা তাপসী পান্নুও কিছু ছবি থেকে বাদ পড়েছিলেন,
.
রোগা আর ভারি গলার জন্য নায়ক থেকে বাদ পড়েছিলেন অমিতাভ বচ্চন,
.
২০০৮ সালে প্রথম ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলিকে নেওয়া হয়েছিলো জাতীয় টিমের হয়ে শেষ দুটো ম্যাচ খেলানোর জন্য কিন্তু মুম্বাই সন্ত্রাসী হামলার কারণে সিরিজ স্থগিত হওয়ায় টিম থেকে বাদ পড়ে গিয়েছিলেন আজকের অপ্রতিরোধ্য কোহলি,
.
আর আমাদের ২৬ লক্ষ বেকারের আছে ভাইভা থেকে বাদ পড়ার অসংখ্য ঘটনা!
.
সেই ছোট বেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাড়ার ক্রিকেট টিম থেকে শুরু করে তোমার মন থেকে বাদ পড়ে যাওয়ার গল্পগুলো সবার জীবনে খোঁজ করলে পাওয়া যাবে!
.
২০১৩ সালে পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছিলো মজলুম জন নেতা ভাসানীর জীবনী!
.
কত কিছু বাদ পড়ে যায়,
.
তালিকা থেকে বাদ পড়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন করতে দেখি!
.
ভারতীয় শিক্ষাকে 'বিদেশি' প্রভাব মুক্ত করার মানসে কিছু গিন আগে আরএসএস-এর দাবি মেনে রাজস্থানের ইতিহাসের ৬ কোটি ৫০ লক্ষ পাঠ্যবই থেকে বাদ পড়লেন নিউটন, পিথাগোরাস, আকবর!
.
১৯৭১,১৯৭৩ এবং ১৯৭৪ সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সেরা ফুটবলার ব্যালন ডি অর এ ভূষিত হওয়া ইয়োহান ক্রুইফ বলেছিলেন, 'আমার অবাক লাগে, যখন স্ট্যাটস দিয়ে প্রতিভাদের বাতিল করে দেয়া হয়। স্ট্যাটস দেখলে আমিও বাদ পড়ে যেতাম। আমার বয়স যখন ১৫, আমি ডানপায়ে ২০ মিটার আর বাম পায়ে ১৫ মিটারের বেশি দূরে বল পাঠাতে পারতাম না। আমার কোয়ালিটি ছিল স্কিল(Skill) আর ভিশন(Vision) কোন কম্পিউটারের সেটা ধরার ক্ষমতা নেই'
.
সত্যি বাদ দিলে সবকিছু বাদ হয়ে যায় না!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

সনেট কবি বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: ভেরী ইন্সপায়ারিং পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.