নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ধৈর্যশক্তি বাড়াতে কিংবা সংসার টিকিয়ে রাখতে হলে বিটিভি দেখুন কারণ একমাত্র বিটিভি আপনাকে শিখাবে কিভাবে প্রতিদিন বউয়ের একই ঘ্যানর ঘ্যানর ধৈর্যের সাথে বছরের পর বছর শুনে যেতে হয়!
.
আধুনিক চিকিৎসা শাস্ত্রে বিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে,
.
জৈনক দেশপ্রেমিক উচ্চ-রক্তচাপ নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার তাকে রোজ দুই বেলা বিটিভির বাংলা সংবাদ দেখার জন্য অনুরোধ করলেন!
.
জৈনক বিরোধি দলের লোক সারাদিন সরকারের সমালোচনা করে, কারণে অকারণে সমালোচনা করে ডাক্তার তাকেও রোজ বিটিভি দেখার অনুরোধ করলেন!
.
জৈনক শিল্পী দুইটা অ্যালবাম করার পর সুপার ফ্লপ! মানসিকভাবে বিধ্বস্ত হয়ে মনোচিকিৎসকের শরণাপন্ন হলে ডাক্তার তাকে যুগ যুগ ধরে বিটিভির নিবন্ধিত কিছু শিল্পীকে অনুসরণ অনুকরণ অনুরণন করতে বলেন!
.
কিভাবে আপনি আপনার সংকল্পে অটুট থাকবেন তা ও আপনি বিটিভি থেকে শিখতে পারবেন যেমন সেই প্রায় দেড় যুগ আগের ডায়লগ 'দর্শক এই ছিলো আজকের বাংলা সংবাদে' এখনো এভাবেই শেষ হয় বাংলা সংবাদ!
.
একমাত্র বিটিভির মাধ্যমে জানতে পারি দেশে বেগুণের বাম্পার ফলন হয়েছে এমন সব এক্স'ক্লুসিভ তথ্য! কৃষকের মুখে হাসি ফুটেছে তবে আকৃতিভেদে দামের তারতম্য লক্ষ্য করা হলেও স্বাদে তেমন তারতম্য পরিলক্ষিত হয় না!
.
বিটিভি হলো দেশের একমাত্র মোটিবেশনাল চ্যানেল যেখানে কেবল উন্নয়ন নিয়ে চিন্তা করা হয়!
.
এক লোকের বাসায় মেহমান আসছে কিন্তু কিছুতেই যাচ্ছিলো না পরে তারা ডিশ্ লাইন বন্ধ করে শুধু বিটিভি দেখতে লাগলো,
.
সিনেমার শেষ দিকে টান টান উত্তেজনা এমন সময় চট্টগ্রাম কেন্দ্র চলে আসা সবকিছুতে 'নিয়ম মেনে নেওয়া' শিখায়!
.
শুধু তা না বিটিভি আমাদের একতা শিক্ষা দেয়,
.
প্রয়াত প্রিয় মেয়র আনিসুল হক ১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুখোমুখি করেছিলেন!
.
এই বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠান সবার হৃদয় জয় করেছিলো!
.
বিটিভির একটু পরিবর্তন পুরো দেশকে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে!
.
শুধু একটি উপদেশ, যখন যে সরকার আসে সে সরকারকে তৈল মর্দন বন্ধ করতে হবে!
.
#স্টান্ড_ফর_বিটিভি!
২| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: বিটিভি আমি প্রতিদিন দেখি। বিটিভির খরব শুনলে আমার ভালো লাগে। শান্তি শান্তি লাগে। যদিও বিটিভি হিজড়া টিভি।
৩| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: বিটির খবর শোনার প্রধান কারন হলো, মনে হয় দেশে কোনো সমস্যা নাই।
৪| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার লেখা। আমার সবচেয়ে ভাল লাগে বিটিভির সংবাদ উপস্থাপনা আর কোন অনুষ্ঠান শুরুর ঘোষণাকে। মনে হয় সেই শৈশবের রেকর্ড করা বিটিভি শুনছি! উফ, দারণ উপস্থাপনা। বিবিসি ফেইল। আর ভাল লাগে যখন বিটিভি বন্ধ থাকে তখনকার কানের পর্দা কাঁপানো মিউজিকটি। যিনি এমন সুমধুর মিউজিক বাইছেন তাকে অস্কার দেওয়া উচিৎ। বা....লে....!... বিটিভি।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১
তারেক_মাহমুদ বলেছেন: এক সময় বিটিভি আমাদের ভালবাসার চ্যানেল ছিল। বিটিভি নিয়ে কিছুদিন আগে আমিও লিখেছিলাম পড়ে দেখতে পারেন। Click This Link