নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আজকে যদি আপনার সকাল ইলিশ মাছের লেঞ্জা দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবেন আপনি অনেক ভাগ্যবান মানুষ,
.
কারণ আমি আমার সকালটা চা বিস্কুট দিয়ে শুরু করেছিলাম!
.
সবাই যখন মঙ্গল শোভাযাত্রা করছিলো তখন আমি মঙ্গল শুয়াত্রা করছিলাম কারণ বহুদিন পর দুই দিন অফিস ছুটি পেয়ে দিব্যি শুয়ে থাকার মজাই আলাদা,
.
সেই মেয়েটির জন্য আমার খুব খারাপ লাগছে যাকে রমনার বটমূলে ইলিশ মাছের মাথা খেতে দেওয়ার পর সে মন বেজার করে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলো!
.
আমি তাকে আশ্বস্ত করে কমেন্ট করেছিলাম, লিপিস্টিকও মাছের আঁশ দিয়ে তৈরী আপনার আঁশসহ মাছ খাওয়ার সৌভাগ্য হচ্ছে! খেয়ে নিন!
.
পহেলা বৈশাখের সবচেয়ে বড় ঝামেলা ঘর থেকে বের হলে স্বাদের মেকাপ গরমে নষ্ট হয়ে যায় তা থেকে মুক্তি পেতে একটু সুপার গ্লু কিংবা ফেবিকল মিশিয়ে নিতে পারেন
.
মাথার ফুল সতেজ রাখতে পানির ছিটকে দিন তবে সবধান পানির ছিটকে যেনো মুখে না লাগে তাতে মেকাপ উঠে গেলে ব্রেকাপও হয়ে যেতে পারে!
.
তোমরা যারা আমার মতো ব্যাচলর তাদের বলছি, 'এসো হে বৈশাখ এসো এসো' ডাকলে কিচ্ছু হবে না বরং 'এসো হে বৈশাখী এসো এসো' ডাকলে অন্তত বৈশাখী না এলেও এশা আসতে পারে ৷'
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
তারেক ফাহিম বলেছেন: আমি প্রতিদিনের ন্যায় ১টি রুটি দিয়ে শুরু করলাম।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
জুজুগাগা বলেছেন: শেষ পর্যন্ত বৈশাখের ও লিঙ্গভেদ হল।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপের মেয়েরা মেলায় যাবার সংগী খুঁজছে
৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: ভাই আসসালামুয়ালাইকুম।
নববর্ষের শুভেচ্ছা।
মাঝে মাঝে আমাদের পোষ্টে একবার চোখ বুলাবেন। খুব খুশি হবো।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যাক্, আপনার আজকের পোস্টে অন্তত চবির নাম নাই