নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
স্মৃতি শক্তি খুব দুর্বল হয়ে গেছে, সকালে এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি তো বিকেলে দেখা হলে মনে হয়, 'কোথায় যেনো দেখেছি তাহারে!'
.
কি একটা আন্দোলন নিয়ে দুই চারদিন ব্যস্ত ছিলাম মনে পড়ছে না! ওহ সরি! মনে পড়েছে কোটা সংস্কার আন্দোলন!
.
গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত যতগুলো ইস্যু এসেছিলো ততগুলো নিয়ে মাথা গরম ছিলো কিন্তু ইস্যুগুলো একটাও মনে পড়ছে না!
.
কোন একটা ইস্যু নিয়ে লিখে ভালো লাইক পেয়েছিলাম কিংবা ব্লগে হিট পেইজে শেয়ার সেটা কি ইস্যু ছিলো তা খুঁজে দেখার সময় নাইকা!
.
পুরো বাঙ্গালীর সেন্টিমেন্ট আমার মতো! ইস্যু আসলে ইস্যু ভুলে যায়!
.
টাইম লাইনে সেই রকম একটা ইস্যু ঘুরছে! স্টান্ড ফর ইশা!
.
প্রত্যেক ইস্যু নিয়ে আমরা দুইভাগে বিভক্ত! কেউ দাঁড়িয়ে যায় তো কেউ বসে যায়!
.
কোন এক সকালে ফেসবুকে ঢুকে দেখি কোন ইস্যু নেই তখন কেমন জানি শূন্য শূন্য লাগে! সেদিন খোঁজ করি মেসি রোনালদো কি করছে ইত্যাদি ইত্যাদি!
.
ওয়ান্স আপন এ টাইম কয়েকদিন কোন ইস্যু ছিলো না বলে কোন এক সেলেব্রেটি যেনো মাইক্রো ফোন নিচে রেখে বাষ্পবায়ু ছেড়ে পুরো দেশ দূষিত করে দিয়েছিলো! নাম মনে পড়ছে না!
.
সেদিন এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম জীবনে কি হতে চাও সে বললো, আমি ইস্যু হতে চাই!
.
ঝামেলা হলো ইস্যুগুলো টিস্যুর মতো একবার ব্যবহারযোগ্য তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো সরকার ইস্যু দিয়ে ইস্যু তোলে বলে কেউ কেউ মনে করে,
.
ইস্যু জন্য সরকারকে বিয়ে করানো হয় তো আবার ইস্যুর জন্য ডিবোর্স ডিক্লারও হয়!
.
কোথায় হারিয়ে যায় ইস্যুর নায়ক নায়িকারা সেই আজ আর নেই!
.
কি যেনো একটা ইস্যুর ডায়লগ ছিলো, 'ভাই আমার হিসেব থাকে না, আমি ঘুমে থাকি'
.
চিকনগুনিয়ার সাথে ব্লু হোয়াইল ইস্যু থেকে মুক্তি লাভ করার পর সুখে থাকতে ভূতে কিলাই তাহসান মিথিলা/ সাকিব অপুর বিচ্ছেদ!
.
হালের কিউট বয় তাসকিনের বিয়ে থেকে শুরু করে মিস্ ওয়ার্ল্ডে এভ্রিলের বিয়ে কেলেঙ্কারি!
.
আস্তে আস্তে ইস্যু মনে পড়ছে!
.
এই রমাজানে কি তবে কেকা ফেরদৈসি বিখ্যাত সঙ্গীত সাধক মাহফুজুর রহমানের গানের তালে তালে ইভা রহমানের উপস্থাপনায় নতুন কোন রেসিপি নিয়ে হাজির হবে কি না সেই প্রতীক্ষায় আছি!
.
খুব জানতে ইচ্ছে করে এখনো কি সারাহ্ ঠিক আগের মতো রিপ্লাই করে কি না!
.
মাঝখান দিয়ে হাতের ফাঁক দিয়ে প্রশ্ন ফাঁস নামক ইস্যুটি হারিয়ে গেলো! হায়!
.
রোহিঙ্গাবাসীরা ইস্যু শেষে থেকেও নেই!
.
সুবোধ কি সত্যি পালিয়ে গিয়েছিলো? নাবিলা কিছু জানে কি না তা ও জানি না!
.
রামপাল, পদ্মা সেতু, ব্যাংক লোপাট থেকে শুরু করে শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণের ঘটনাগুলো সাগর রুনির মতো মাটির নিচে ধামা চাপা পড়ে যায়!
.
তবুও সম্প্রতি কোটা আন্দোলনে ছাত্র সমাজের ঐক্য দেখে মনে হলো না এখনো বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখার আশা শেষ হয়ে যায়নি যেখানে কোন ধরণের বৈষম্য থাকবে না!
.
না কি আন্দোলনের পিছনে একদিন আমিও সরকারি চাকরি করে ঘুষের টাকায় নন্দ বাবু সেজে তোমার মতো সুন্দরীকে বিয়ে করে দেখিয়ে দিবো টাইপ অনুপ্রেরণা কাজ করেছে কি না কে জানে!
.
কেনো সবাই সরকারী চাকরির জন্য পাগল কিংবা এর পিছনে রহস্য কি সেটাও তদন্ত করে বের করা উচিত!
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩
গ্রীনলাভার বলেছেন: রম্য একটা লিখেছেন বলা চলে। সেদিন আমরা বন্ধুরা মিলে ভাল চাকুরির সংগা খুজছিলাম। শেষে আমরা একমত হলাম - যে চাকুরিতে মাস শেষে বেতন দিতে ২ দিনও দেরী হয় না এবং যে চাকুরি হারানোর ভয় থাকে না সেই চাকুরিকে ভাল চাকুরি বলা যেতে পারে। তো বাংলাদেশে একমাত্র সরকারী চাকুরি হলো সেই চাকুরি।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
ঢাকার লোক বলেছেন: টিসু দুই প্রকার, টয়লেট পেপার যা টয়লেটেই ফ্ল্যাশ করতে হয় আর ন্যাপকিন যা হাত মোছার কাজে ব্যবহার হয়, জানা দরকার কোনটা কোথায় যাবে, জীবন সহজতর হবে !
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
আকিব হাসান জাভেদ বলেছেন: আপনি কি কোটা পক্ষে নাকি বিপক্ষে । বেসরকারী চাকরি করি সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে । খারাপ নেই তবে ভালো ও নেই । শুক্র বার , শনিবার তো বন্ধ পাবো।তাই সরকারী চাকরি চাই। আরাম আয়েশ টা তো দেখছিই । নিজেন টেবিলে পা রেখে ঘুমালেও কেউ কিছু বলবে না। বলে ও না। ইস্যুর জন্য তো আমরা বাঙ্গালি । আজ খাই তো কাল ভুলে যায় । দু্:খিত একটু পরে ভুলে যায়।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির বুকে ফিরে যাবার দরকার; তাজা চিরিং মাছের ঝোল খেতে হবে।