নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বারাক ওবামা বলেছিলেন ১৯৭৯ তিনি যখন কলেজে নতুন ভর্তি হয়েছিলেন তখন একটি সিম্পল কথা তার জীবন পাল্টে দিয়েছিলো, 'একজন সাধারণ মানুষ যদি সুযোগ পাই সে ও অসাধারণ কিছু করতে পারে'
.
মাইকেল জর্ডান জন্মেই এক ক্লিকে বল বাস্কেটে ফেলে দেওয়ার কৌশল রপ্ত করেননি,
.
কিংবা,
.
একজন ওসাইন বোল্ট দ্রুত মানব হয়ে জন্মাননি!
.
মেসি, রোনলদো থেকে শুরু করে সাকিব, কোহলি, মাশরাফি কেউ অসাধারণ হয়ে জন্মগ্রহণ করেননি!
.
জগতের সকল অসাধারণ মানুষের পিছনে রয়েছে সাধারণ সব পরিশ্রম, একাগ্রতা, কৌশল কিংবা সাধনার গল্প!
.
আমেরিকান লেখক এবং উদ্যোক্তা মাইকেল গারবার বলেছিলেন, 'বৃহৎ ব্যবসাগুলো অসাধারণ মানুষ দ্বারা তৈরী হয়নি বরং সাধারণ মানুষগুলো এগুলো অসাধারণ করেছে!'
.
বিখ্যাত বেসবল হিরো ডেভ উইনফিল্ড বলেছিলেন, 'তুমি জানো? হিরো হলো সাধারণ মানুষ যারা অসাধারণ কিছু করেছে'
.
সোজা কথা হলো, প্রকৃত নায়ক হলো সে সাধারণ মানুষটি যে নিজেকে অসাধারণ হিসেবে তৈরী করেছে
.
একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো তাদের একজন মনে করে সেইই রকম কিছু করা সম্ভব না এবং অন্যদিকে আরেকজন মনে করে অবশ্যই সম্ভব!
.
আমি আগেও লিখেছিলাম, ভিশন হলো এমন লক্ষ্য বস্তু যা একজন অসাধারণ মানুষ অন্তদৃষ্টি দিয়ে দেখলেও সাধারণ মানুষ তা দেখতে এবং উপলব্ধি করতে পারে না!
.
আমাদের সমাজে যেহেতু সাধারণ মানুষের সংখ্যা বেশী যাদের অসাধারণ হয়ে উঠার সম্ভবনা নেই তারা তোমাকে বলতেই পারে, 'এটা সম্ভব না! আগেও অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে! তোমাকে দ্বারা কিচ্ছু হবে না'
.
এটা বেপার না! বেপার হলো তুমি কি ওর মতো সাধারণ হবে না অসাধারণ কেউ হতে আগ্রহী?
.
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তোমার চিন্তা করতে হবে, 'ও পারেনি তো কি হয়েছে! আমাকে পারতেই হবে!'
.
মনে রেখো, কষ্ট, ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায়, আঘাত, সমালোচনা, সহিঞ্চুতা, একাগ্রতার মাধ্যমে মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়!
.
কষ্ট কিংবা আঘাতকে সবচেয়ে ভালোবাসতে হবে!
.
সফলতা হলো বডি বিল্ডিয়ের মতো নিয়মিত নিজেকে কষ্ট দিয়ে দিয়ে বাড়াতে হয়!
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে কষ্ট করার জন্যও সুযোগ থাকতে হবে। আমাদের দেশে সবার জন্য সুযোগ সমান নয়। আমি ইচ্ছে করলেই শহরের কোন ভালো স্কুল বা কলেজে পড়তে পারি না । সব স্কুলেও সুযোগ নেই ভালো পড়াশোনার। যাব কই আমরা?
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সব কথার এক কথা কর্ম-ই মানুষকে বড় করে জন্ম না।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপের লোকজন হালী শহরে গিয়ে অনেক কিছু শিখছে আজকাল!
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০
মুরাদ পাভেল বলেছেন: ভাল লাগল
৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন:
সকল অপশক্তির পরাজয় হোক। জয় হোক সুন্দরের। জয় হোক মানবতার।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০
আবু আফিয়া বলেছেন: ঠিক তাই, কষ্টই সফলতার মূল।