নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী সংস্কৃতি থাকুক না থাকুক আজ পহেলা বৈশাখ

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

পহেলা বৈশাখে পঞ্চাশ টাকার ইলিশের খন্ড পাঁচশ টাকা দিয়ে কিনে খাওয়ার মতো অতো বোকা আমরা কখনো ছিলাম না,
.
এক খন্ড ইলিশ যে পুষ্টি দেয় তার চেয়ে পাঁচশ টাকা পকেটের কোণায় পড়ে থাকলে দ্বিগুণ আনন্দ লাগে!
.
সত্যি স্বীকার করে বলছি, পহেলা বৈশাখ বাংলা কত সন চলছে সেই হিসেব আমরা কোন কালে রাখি না!
.
কেউ জিজ্ঞেস করে লজ্জা দিবেন না কারণ আমার দেশ, সমাজ, সংস্কৃতি আমাকে ইংরেজি তারিখে অভ্যস্ত করেছে!
.
তবে কেনো যেনো বৈশাখ এর বউ বৈশাখী নামের মেয়েগুলো সব সময় সুন্দর হয় প্রমাণ হিসেবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটির রেফারেন্স পেশ্ করতে পারি,
.
অনেক বৈশাখে আমরা হুদাই গরমে ঘুরে ফিরে এসে একা একা বালের বৈশাখ বলে বলে ঘুমিয়ে পড়ি! ঘুম থেকে উঠে আবার মেলায় যাইরে....! রাতে এসে, 'খাইলাম না তোর পহেলা বৈশাখ আমি বৈশাখী ছাড়াই ভালো আছি'
.
মনে পড়েছে, একদিন লুঙ্গী পড়ে স্কুল যাওয়ার পর প্যাঁদানি খেয়ে শিক্ষা হয়ে গেছিলো তারপর থেকে স্কুল থেকে শিখেছি প্যান্ট শার্ট ই আমার পোষাক!
.
খোদার কসম লুঙ্গী পড়ে আমি সর্বত্র একদিন ই রিলাক্সে ঘুরতে পারি সেটা পহেলার বৈশাখের দিন বাকী সময়গুলোতে এই পোষাকটি বিশেষ জায়গা ছাড়া পরিধান করলে লোকে ক্ষেত বলে!
.
এখনো সকালে অনেকে পানি ভাত খেয়ে কাজে যায় শুধু গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য,
.
বাঙ্গালী সংস্কৃতির মধ্যে যে বিষয়টি আমরা ধরে রেখেছি তা হলো আমার তখনকার মতো এখনো বাঙ্গালী মেয়ে বিয়ে করি
.
এখন আর হালখাতা নেই দোকানে দোকানে লেখা থাকে, 'বাকী চাহিয়া লজ্জা দিবেন না' তাই বাকী পরিশোধ করলেও 'মিষ্টি চাহিয়া লজ্জা দিই না'
.
শুধু আমরা না আমাদের ঋতুও পাল্টে গেছে! বর্ষাকাল এখন একনায়কতন্ত্রভাবে ক্ষমতা দখল করে থাকে!
.
কবিরাও পংক্তি পাল্টিয়েছে, 'ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত'
.
ব্যাচলররাও সেই সুরে সুর তুলতে পারে, 'বৈশাখী থাকুক কিংবা না থাকুক আজ পহেলা বৈশাখ'
.
কিংবা,
.
'বাঙ্গালী সংস্কৃতি থাকুক না থাকুক আজ পহেলা বৈশাখ'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

রোকনুজ্জামান খান বলেছেন: ভাল লেগেছে X((

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

তার ছিড়া আমি বলেছেন: সত্যি কথা, বাংলা কত সাল চলছে, তা এখনো আমার জানা নেই। দয়া করে বলবেন কি?

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.