নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সংস্কার থেকে সরকার

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

জাতির অবস্থান এখন নব্য ক্রাশ খাওয়া প্রেমিকের মতন যে প্রেমিকার মিষ্টি হাসি চাওয়ার পর মেয়ে বাংলা লিংক দামে লিপ কিস্ করা শুরু করলো,
.
ভালো তো ভালো না
.
কিন্তু সমস্যা হলো মেয়ে কি আদৌ ভর্জিন কি না সেই টেনশনে পড়ছে প্রেমিক!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির নিতাই স্যার নাকি একবার বাবাকে চিঠি লিখেছিলেন,
.
'টাকা নাই, টাকা চাই, ইতি নিতাই!
.
পত্রের উত্তরে বাবা লিখেছিলেন,
.
চেয়েছিলে ফুল্, দিলাম হাফ, ইতি তোর বাপ!
.
দিন কতো উল্টে পাল্টে গেছে!
.
চেয়েছিলাম সংস্কার দিলো বাতিলের হুংকার!
.
বেপারটা,
.
চেয়েছিলাম সৌজন্যমূলক কোন পুরস্কার পেয়ে গেলাম অস্কার!
.
চেয়েছিলাম করতে পাশ ডিগ্রী, পেয়ে গেলাম পিএইচডি!
.
চেয়েছিলাম করতে ম্যাসেঞ্জারে তোমার সাথে চ্যাট, তুমি অফার দিলে করবে ড্যাট্!
.
চেয়েছিলাম সামসাং ডোস্, পেয়ে গেলাম আইফোন এক্স!
.
চেয়েছিলাম গার্লফ্রেন্ড, পেয়ে গেলাম বউ!
.
চেয়েছিলাম মেঘমালা, পেয়ে গেলাম বৃষ্টির সাথে শিলা!
.
বেপারটা কিছু দিন আগে চুল ছোট করার শখ হয়েছিলো এরপর নাপিত এতো ছোট করলো দেখতে ডাবু লাগে! শখ মিটে গেলো!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ঘুরে ফিরে তালগাছটা তার
কোটা সংস্কার চাওয়া হয়েছিল, বাতিল নয়...

কোটা বাতিল করা হলে কোটাধারীরা হয়তো মামলা করবে। যেহেতু কোটাব্যবস্থার সাংবিধানিক ভিত্তি আছে, তাই হাইকোর্ট বিভাগ থেকে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করাটাও অস্বাভাবিক নয়। তখন হয়তো বর্তমান ৫৬% কোটাতেই এটি ফিরে যাবে। সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগেরও করার কিছু থাকবে না, কেননা কোটার আনুপাতিক হার কত হবে সেটা নির্ধারণ করে দেয়া হাইকোর্ট বিভাগের কাজ নয়। তাই কোটা রাখতেই হবে, যেকোনো মূল্যে, এবং তা ১০%-ই হতে হবে।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

তার ছিড়া আমি বলেছেন: বক্তব্যে ভেজাল আছে। অপেক্ষা করুন, টের পাবেন.....

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


এই প্রতিবাদটার দরকার ছিলো, ৪৭ বছরে বিশ্ব বদলায়ে গেছে, উনারা খেয়েদেয়ে পেটে হাত বুলাচ্ছেন

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: কোটা আন্দোলনে ফেসবুকের মানুষগুলোকে কোটায় ফেলতে সুবিধা হলো। স্বরূপ বোঝা গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.