নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তারা হৃদয় পরীক্ষায় এ প্লাস পেয়েছে

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

স্কুল জীবনে শত শত ছেলে মেয়ে দেখেছি যারা ক্লাশের ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড বয় নতুবা গার্ল ছিলো তবুও আড্ডায় সবাইকে জমিয়ে রাখা ছেলেটি স্মৃতির কোটায় অন্যরকমভাবে জ্বলজ্বল করে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে মেধাক্রমে রোল না হওয়ায় সবার আগে ভর্তি হওয়ার ভিত্তিতে আমি ছিলাম ব্যবসায় শাখার সেকেন্ড বয়! রোল ২০২!
.
আর একজনের আগে ভর্তি হতে পারলে রোল নাম্বার ২০১ হতো ওখান থেকে বুঝেছি জীবনে সময়ের মূল্য অপরিসীম!
.
কলেজ জীবনেও অনেক মেধাবীর সন্ধান পেয়েছিলাম কিন্তু দিনশেষে স্মৃতি কিংবা আবেগ জুড়ে যে বন্ধুগুলোকে মিস্ করি তাদের কারো ঝুলিতে এ প্লাস নেই!
.
অর্থনীতিতে ভর্তি হওয়ার পর সেকেন্ড ইয়ারে দুইটা সাপ্লি খেয়ে মন খারাপ করে চলে আসার সময় এক বন্ধু বলেছিলো 'দোস্ত আজ আমার সাথে থাক্ একা থাকলে মন খারাপ হবে' খোদার কসম এমন বন্ধুদের সবচেয়ে বেশী মিস্ করি,
.
তুমি প্রথম হয়েছো তাতে আমার কিচ্ছু আসে যায় না!
.
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে ১ লক্ষ ৩৩ হাজার ৯০১ টি প্রাথমিক বিদ্যালয় থাকলে সেই হিসেবে সাড়ে ছয় লক্ষ ছাত্র কিংবা ছাত্রী আছে যাদের রোল নং এক,
.
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুসারে ২৫২২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কয়েক লক্ষ ছাত্র আছে যাদের রোল নং এক,
.
৩৭টি পাবলিক ও ৯২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্লাশে একজন প্রথম থাকে!
.
সেকেন্ড থার্ডের কথা বাদ ই দিলাম কিন্তু দিনশেষে একটু সময় ফেলে ইচ্ছে করে আজ পাশে ঐ বন্ধুটি থাকলে সেই রকম সময় কাটতো!
.
কারণ কেউ কেউ হৃদয় পরীক্ষার ফার্স্ট বয় হয়ে থাকে আজীবন!
.
হালার পো হালারা সারাদিন গালি দিয়েও হৃদয় জয় করে গোল্ডেন এ+ নিয়ে নিছে!
.
এমারসন ঠিকি বলেছিলেন, 'প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব'
.
উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন, 'আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না'
.
অ্যালবার্ট আইনস্টাইনের মতে, 'আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব'
.
রবার্ট লুই স্টিভেন্স ঠিকি বলেছিলেন,'কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে'
.
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম বলেছিলেন, 'একটি ভালো বই একশ জন বন্ধুর সমান আর একটি ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান'
.
ডেল কার্নেগীর রচনা সমগ্রে পড়েছিলাম,'দীর্ঘ মেয়াদী বিনিয়োগ হলো মানুষের সাথে বন্ধুত্ব করা'
.
তবে আপনার বন্ধু যদি ধর্ষক হয় তাহলে আপনিও ধর্ষকের সহযোগী কারণ আপনি সবচেয়ে বেশী বন্ধুদের দ্বারা প্রভাবিত হবেন!
.
সুতরাং বন্ধু বলতে ভালো বন্ধুদের বুঝানো হয়!
.
পাত্রী নির্বাচনের মতো বন্ধু নির্বাচন কম গুরুত্বপূর্ণ নয়!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: পরলাম।

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

প্রতিভাবান অলস বলেছেন: ভাল কথা

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪

প্রামানিক বলেছেন: সুন্দর কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.