নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জীবন বাথরুমের মতো একা আসবেন একা যাবেন!
.
কোন একদিন চট্টগ্রাম ষোলশহর দুই নম্বর গেইটে হঠাৎ জ্যাম না থাকলে মনে হয় দেশ সত্যি সত্যি অনুন্নত থেকে উন্নয়নশীল হয়ে গেছে!
.
বাঙ্গালী আরো বেশী সুন্দরী কেউ পাশে না থাকলে তখন কেবলি অদ্ভুত তুমিহীনতায় ভুগে!
.
তোমার জন্য সাত সাগর তেরো নদী পার হওয়া মানুষটি রাতে মশারির আংটা লাগানোর ফুসরত নেই!
.
বিয়ের আগে সব সহ্য করতে পারবে বলে পণ করা মানুষটিও তরকারিতে একটু বেশী লবণ সহ্য করতে পারবে না!
.
অল্প বয়সে চুল পাকার পর 'আপনি বুড়ো হয়ে গেছেন' এমন কমেন্ট শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর!
.
একশটা ছবি তোলার পর সবচেয়ে ফালতু হওয়া পিকটি আপলোড করলে ক্রাশ নামক শব্দটির আবিষ্কার হতো না!
.
ভেরিফাইকল্পে ফেসবুক কতৃপক্ষ কখনো যদি ঘোষণা দেয় জাতীয় পরিচয় পত্রের ছবি দিয়ে আইডি খুলতে হবে তাহলে কেবল মেয়েরা ফেসবুক আসক্তি থেকে মুক্তি পাবে,
.
বরিশালের মানুষরা বেশী কথা বললেও মন ভালো হয়!
.
সারাদিন বক বক করা মানুষটিও বউ সামনে থাকলে নিরবতা পালন করে!
.
মেয়েদের চেয়ে ছেলেদের টেনশন বেশী করতে হয় মাথার চুল তার উৎকৃষ্ট উদাহরণ!
.
ছেলেদের হার্টে বেশী অনভূতি আছে বলেই তারা বেশী হার্ট ফেইল করে!
.
বাংলাদেশ বড় দুই দলের মধ্যে কেবল একটি জায়গায় মিল আছে তারা ক্রিকেটে বাংলাদেশ সাপোর্ট করে!
.
কিছু কিছু মেয়ে দুই টাকার নোটের মতো চলে বেশী কিন্তু মূল্য কম!
.
আগামী প্রজন্মের কাছে সব প্রজন্ম এমন ভাবে কথা বলে তারা কখনো ভাজা মাছ উল্টিয়েও খাইনি এক্কেবারে ধোয়া তুলসি পাতা!
.
হোটেলে একজন অশিক্ষিত রিক্সা চালক মানুষ আরেকজন বৃদ্ধ মানুষকে পানি ঢেলে দেওয়ার এমন দৃশ্যে চুপ করে তাকিয়ে থাকা মানুষটিকে শিক্ষিত মানুষ বলে!
.
আপনি সারাদিন গান শুনার পরও কেউ গাইতে বললে মনে হবে জীবনে কখনো গান শুনিনি! ওহ শিট্! মনে পড়ছে না!
.
আমার নম্বারটা সেইভ করেননি! এমন প্রশ্নের উত্তর আসবে 'নতুন সিম/মোবাইল চেইঞ্জ করেছি তাই......'
.
এই লেখায় যারা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুঁজে পাননি তারা প্রকৃত পাঠক! শেষ পর্যন্ত পড়েছেন!
©somewhere in net ltd.