নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি দুই হাজার সাত সালে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছিলাম,
.
কোন পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিলো কিংবা রোল নম্বর রেজিঃ নং কত আমার কিচ্ছু মনে নেই!
.
শুধু মনে আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কেন্দ্র ছিলো সেখানে আমার দুই বেঞ্চ সামনে একটি সুন্দরী মেয়ে প্রথম দিন কালো রবারের ব্যান্ড দিয়ে চুল বেঁধেছিলো!
.
দ্বিতীয় পরীক্ষার দিন সে লাল রংয়ের রাবারের ব্যান্ড দিয়ে চুল বেঁধেছিলো!
.
কিন্তু তৃতীয় পরীক্ষা কি ছিলো আমি ভুলে গেছি,
.
তবে স্পষ্ট মনে আছে ওটা কঠিন পরীক্ষা ছিলো তাই মেয়েটি সেদিন রাবার দিয়ে চুল বাঁধতে ভুলে গিয়েছিলো!
.
সত্যি বলতে কি, সেদিন তাকে অপূর্ব লাগছিলো!
.
মাঝে মাঝে শিশুদের দেখলে অবাক লাগে,
.
কত কষ্ট করে একটি শিশু জন্মগ্রহণ করে! কাঁদে! উষ্টা খায়! উঠে দাঁড়ায়! বড় হয়! তারপর ভুলে যায়!
.
মাঝে মাঝে মনে হয়, সত্যি কি জন্ম নিয়েছিলাম নাকি?
.
হালের বিল গেটস বলেন কিংবা আব্রাহাম লিঙ্কন আমার স্কুল জীবনের আইডল ছিলো ক্লাশের ক্যাপ্টেন উপাধি পাওয়া ছেলেটি,
.
ভাবতাম সে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ!
.
মাইকেল জ্যাকসন কিংবা মাইকেল অ্যাকশন যা বলেন না কেনো আমার কলেজ জীবনের আইডল ছিলো রোজ সুন্দরীর মিস্ কল পাওয়া ছেলেটি,
.
ভাবতাম সে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব!
.
আমার ছোট বেলার সম্রাট শাহজাহানের দুই দুইটা ভিডিও গেম ছিলো
.
আমার ছোট বেলায় দেখা জমিদারের ছিলো একটি ফুটবল,
.
এক সময় বন্ধুর বক্স শার্ট দুই দুইটা পকেট দেখে আমি ঈর্শান্বিত হতাম
.
ওর খেলনা ছিলো আমার নেই বলে আমি কত দিন মন খারাপ করে ছিলাম! ইচ্ছে হতো মরে যায়! এ জীবন আর রাখবো না!
.
বেপারগুলো ভাবলে এখন হাসি আসে,
.
তোমরা যারা সামান্য পরীক্ষা খারাপ হয়েছে বলে আজ আত্মহত্যা করবে ভাবছো! একটু ধৈর্য ধরো! একদিন এসব ভাবলে হাসি আসবে!
.
তোমরা যারা সামান্য পরীক্ষাকে জীবনের সবকিছু ভাবো তারাও একদিন ভুলে যাবে আদৌ পরীক্ষা দিয়েছিলে নাকি!
.
তারচেয়ে বরং জীবন উপভোগ করো!
.
বুক ফুলিয়ে বলতে পারবে, আজ যে ছেলেটি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে সে মেট্রিক ফেইল করেছিলো!
.
কলেজ ড্রপআউট!
.
থেমো না! চালিয়ে যাও! অনন্য উচ্চতা বলে একটা কথা আছে একবার সেখানে পৌঁছালে সমালোচনা আর তোমাকে স্পর্শ করতে পারবে না!
২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
নির্বাক সাঈম বলেছেন: অনুপ্রেরণাদায়ক|
ভালো লাগলো|
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বুদ্ধিদীপ্ত যুক্তি দিয়ে বাস্তবতা তুলে ধরে উপস্থাপনার প্রথম দিকে হাস্যকর লাগলেও শেষে এসে একটি কঠিন শিক্ষাণীয় বিষয় লক্ষণীয়, "ধৈর্য-ই সফলতার চাবিকাঠি"। বিখ্যাত ব্যক্তিদের জীবনীতেও দেখা যায় রাতারাতি সফলতা অর্জন করতে কেউ পারে নি। প্রত্যেক বিখ্যাত ব্যক্তিকেই নানান বন্ধুরপথ অতিক্রম করতে হয়েছে।
অনুজদের অনুপ্রেরণা অর্জিত করতে "জীবন উপভোগ করো বন্ধু" লেখাটি দারুন হয়েছে বলে মনে করি।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭
এইচ তালুকদার বলেছেন: চমৎকার লেখা, আর পরীক্ষার্থী দের জন্য শুভ কামনা।