নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নোবেল কেবলি পুরস্কার

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে এক সময় ক্রিকেটে আমার অাধিপত্য ছিলো তারপর আরেক বন্ধু ব্যাট বল কিনার পর তাদের আর আমাকে গণার টাইম নাই তাই জায়গা হলো মাঠের বাহিরে,
.
ছোট বেলায় রবীন্দ্রনাথ হয়তে আমার মতো ক্রিকেট মাঠে বল পেতেন না তাই সেই ক্ষোভে লিখেছিলেন, 'বল দাও মোরে বল দাও'
.
এক ক্রিকেট পাগল বড় ভাই বিয়ে করেনি জিজ্ঞেস করলে বলে, 'বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত' তাকে সৃষ্টি মিষ্টি তুষ্টিসহ এক গোষ্ঠী মেয়ে দেখিয়েও লাভ হয়নি তার বৃষ্টিকে লাগবে কিন্তু বৃষ্টির কখনো তার জন্য টাইমিং হয়নি,
.
জীবন ক্রিকেটের মতো, মাঝে মাঝে টাইম এন্ড টাইমিং হয়না!
.
ভয়েস অব ক্রিকেট খ্যাত রিচি বেনো বলেছিলেন, 'স্লো-মোশন রিপ্লে এটা দেখায় না যে কত দ্রুতগতিতে বলটি যায়!’
.
বাংলাদেশের তখন খুব কঠিন সময় চলছিলো তখন চৌধুরী জাফরউল্লাহ শরাফত একটি জনপ্রিয় উক্তি করেছিলেন, 'এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে'
.
সেই সময় তিনি ভুল বাল বললেও ছন্দে ছন্দে অনুপ্রেরণা দিতেন, 'বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল আজ কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে'
.
তারচেয়ে বড় অনুপ্রেরণা মাশরাফি বিন মর্তুজা দিয়েছেন, ‘জীবন মানেই ক্রিকেট খেলা না, জীবন মানেই আপনি কত উইকেট পেলেন, কত রান করলেন বা আপনি কত বড় সুপারস্টার হলেন, এসব না। একটা সময় এসবের মূল্য থাকবে না। তাই আমি মনে করি আপনি কাউকে ভালোবাসছেন, কেউ আপনাকে ভালবাসছে, এটাই হচ্ছে জীবন।’
.
মানুষ যদি আমাকে ভাল না বাসে তাহলে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেও সেটি কেবলি একটি পুরস্কার বৈকী আর কিচ্ছু হবে না!
.
আপনি সুরকার, গীতিকার, গল্পকার, ক্রিকেটার, জব মেকার কিংবা সরকার যা হোন না কেনো মানুষের হৃদয়ে যদি জায়গা না হয় ইউ আর নাথিং,
.
ভাই ভালবাসার চেয়ে দামী কিচ্ছু নাইকা! তারচেয়ে দামী যদি কিছু থেকে থাকে তা হলো আপনার কিছু হেটার্স আছে সেগুলো! ওরা আছে বলে আপনি বুঝতে পারবেন আপনি কিছু একটা করেছেন! করছেন!

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৭

এম আর তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.