নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছেলে কি করে? 'বেকার'
.
বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবো না
.
আপনার মেয়ে কি করে? 'কিচ্ছু করে না'
.
আমিও কোন বেকার মেয়ের কাছে ছেলে বিয়ে দিবো না!
.
দেশে লক্ষ লক্ষ গ্রেজুয়েট বেকার,
.
আমাদের সময় পড়ালেখা শেষে করে কে কি হবে জিজ্ঞেস করলে বলতাম, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট অমুক সমক তমুক হবো সেদিন এক ছেলেকে প্রশ্ন করলাম সে বললো, 'পড়ালেখা শেষ করে বেকার হমু'
.
চাইম ব্যান্ডের 'মুক্তিযুদ্ধ' অ্যালবামে খালিদের কন্ঠে আশিকুজ্জামান টুলুর লেখা এবং সুরে আশি এবং নব্বই দশকের জনপ্রিয় গানের প্রথম অংশ ছিলো, 'পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুকে মরা এ কেমন অভিশাপ বলো?'
.
বিবিএসের মতে, বর্তমান বাংলাদেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি/ প্রতি একশ জনে নয় জন,
.
এদের প্রায় সবার লক্ষ্য সরকারি চাকরি,
.
কঠিন সঙ্কটে দেশ,
.
সুতরাং যে কোন সঙ্কটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত
.
সমস্যার দিকে দৃষ্টি প্রসারিত না করে সমাধানের দিকে দৃষ্টি দেওয়া উচিত
.
জ্যাক মায়ের একটি উক্তি আছে, 'এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও'
.
বহু দেশ ঘুরে ঘরে ফিরে এখন অনেক তরুণ উদ্যেক্তার সৃষ্টি হচ্ছে এবং হবে
.
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০১৬ বিজয়ী কাজী সাজিদুর রহমান অভিনব উপায়ে 'কাগজের কাপ-প্লেট' বানিয়ে পেপসি, ইস্পাহানি, ঈগলু ও বিএফসিসহ প্রায় দুইশো কর্পোরেট হাউজে সাপ্লাই দিতো এভাবে সে সফল হয়েছে,
.
তার জায়গায় অন্য কেউ হলে ঘরে ফিরে গিয়ে হয়তো সিংহ মার্কা দেখে শরীফ মেলামাইনের কিনে এনে তারপর সেগুলো বিক্রী করতো বাপ দাদাদের মতো!
.
আমাদের স্বভাব, আমরা সবাই বাপ দাদাদের কিংবা অন্যের দেখানো অথবা বাতলানো পথে হেঁটে সফল হতে আগ্রহী!
.
ওর ছেলে সরকারী চাকরি করে সুখে আছে তোমাকেও করতে হবে! তার ছেলে ডাক্তার হয়ে ভালো টাকা কামাচ্ছে সুতরাং ফলো হিম! বেপারগুলো এমন!
.
সফলতা শব্দটি যদি আপনি কুয়ো ভাবেন তাহলে কুয়োর চারপাশ জয় করা সফলতা কিন্তু পৃথিবী ভাবলে তা জয় করা সফলতা আর যদি তা বিশ্বভ্রমান্ড ভেবে থাকেন তাহলে আপনাকে সবার আগে স্বপ্নের পরিধি বাড়াতে হবে তখনি শুধু আপনার ড্রোন কুয়ো ছাড়িয়ে পৃথিবী মারিয়ে শূন্যে মহাশূন্যে ঘুরে বেড়াবে!
.
একটি চাকরি! কয়েক লক্ষ টাকা! নয়টা ছয়টা! রাত হলে বউকে জড়িয়ে ধরে ঘুমানো! সকালে আবার অফিস! এটা জীবন হতে পারে না! জীবন তার চেয়ে অনেক বড়ো কিছু!
২| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা স্বপ্ন দেখার পরিবেশ পাই না। সুযোগও পাই না।
৩| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩
নূর-ই-হাফসা বলেছেন: সময় আসলেই ছুটছে ,সাথে আমরাও ছুটছি ।
৫| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০
বারিধারা ৩ বলেছেন: আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্খ্যা কমিয়ে অর্ধেক করে ফেলা উচিত। তাহলে শিক্ষিত গাধায় দেশ ভরে না গিয়ে কিছু অর্ধশিক্ষিত ঘোড়া তৈরি হত।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপের মানুষের স্বপ্ন হলো চিরিং মাছ ধরা