নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রোডশালা

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

'রাস্তার শিক্ষা' বলে একটা কথা আছে,
.
পাবলিকে বাসে কিভাবে সিট্ আদায় করতে হয় তা কোন বই আপনাকে শিক্ষা দিতে পারবে না!
.
কিভাবে খালে পড়ে গেলে তীরে ফিরে আসতে হয় তা কোন বই আপনাকে শিক্ষা দিতে পারবে না!
.
রাস্তায় পথ আগলিয়ে দাঁড়িয়ে থাকা কুকুরকে কোন স্টাইলে ধমক দিলে সে লেজ গুটিয়ে পালাবে তা ও কোন পু্স্তক আপনাকে শিখাতে পারবে না!
.
শাশুড়ী আম্মাকে কোন স্কেলে কতটুকু টেনে আম্মা বলে তার হৃদয় গলিবে তার শিক্ষার কোন বই আপনি পাবেন না,
.
রাস্তার শিক্ষা নেই বলে ছোটকাল থেকে ক্লাশে প্রথম হওয়া ছেলেটি বাস্তব জীবনে অনেক পিছিয়ে যায়
.
'ভালবাসার একশ একটি উপায়' নামক বইগুলো তাই রাস্তার ফুটপাত থেকে কিনে দেওয়া একটি গোলাপের কাছে হেরে যায়
.
রাস্তার সামান্য একটি শিক্ষার কাছে সফলতার হাজার লক্ষ মূলমন্ত্র মুখ থুবড়ে পড়ে,
.
মাত্র কয়েক সেকেন্ড পর রাস্তার রূপও পাল্টে যায় যেই রূপ আর কখনো দেখা যায় না,
.
উদ্যোক্তাদের জন্য ইংরেজীতে একটি সেরা উক্তি আছে, The streets can make you 'Bitter or Better.'
.
এগুলো তিক্ত অভিজ্ঞতা থেকে তৃপ্ত অভিজ্ঞতার স্বাদ নেওয়ার গল্প
.
অসংখ্য পুরষ্কারে ভূষিত 'স্লামডগ মিলিয়োনেয়ার' ছবিটির কথা মনে আছে যার লেখক ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) সিনিয়র কর্মকতা ও বিশিষ্ট ঔপন্যাসিক বিকাশ স্বরূপ বলেছিলেন, 'মাঝে মাঝে বইয়ের জ্ঞানের চেয়ে রাস্তার জ্ঞান অধিক গুরুত্বপূর্ণ'
.
তিনি আরো বলেছিলেন, 'এলিট স্কুল কলেজ থেকে পড়াশুনা করে বড় বড় ডিগ্রী নিলেও আপনি সেই বিষয় সম্বন্ধে রাস্তার যে জ্ঞান রাখে তার থেকে স্মার্ট হতে পারবেন না'
.
আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'জ্ঞান অর্জনের একমাত্র উৎস হলো অভিজ্ঞতা'
.
কোমর বেঁধে রাস্তায় নামলে তারপর আপনি সে অভিজ্ঞতার স্বাদ পাবেন!
.
বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় কলেজ 'স্ট্রিট কলেজ' বড় বিশ্ববিদ্যালয় 'স্ট্রিট বিশ্ববিদ্যালয়'
.
হাউ টু রাইড্ এ বাই সাইকেল গল্পটির কথা মনে আছে একবন্ধু বই পড়ে সাইক্লিং শিখবে বলে পড়া শুরু করেছে তো আরেক বন্ধু সাইকেল নিয়ে রাস্তায় নেমে গেছে! সে যখন সাইকেল নিয়ে উষ্টা খেয়ে পড়তো তখন বই পড়া বন্ধুটি তাকে বোকা ভেবে হাসতো! প্রথম বন্ধুর যখন বই পড়া শেষ তার মধ্যে দ্বিতীয় বন্ধু সাইক্লিং শিখে উল্টো বই পড়া বন্ধুকে শিখাচ্ছে!!!
.
আমাদের দেশে আমরা শিখতে শিখতে বুড়ো হয়ে যায়!
.
আসলে কাজ করার সাথে সাথে শিখতে হবে!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভাল লাগল।

২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

বারিধারা ২ বলেছেন: চীনের মত আমাদের দেশেও ১০ বছরের জন্য ইউনিভার্সিটি বন্ধ করে দেয়া উচিত। তাহলে কতগুলো শিক্ষিত অকর্মণ্য অপদার্থ বেকারের জায়গায় কতগুলো কর্মী গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয় আমাদের কাজ করার সবচেয়ে সোনালি সময়টাকেই জীবন থেকে কেড়ে নেয়।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখাপড়ার পাশাপাশি শিখার ব্যবস্থা থাকলে ভালো হতো।
গরু প্রত্যক্ষভাবে দেখে দেখে গরু রচনা মুখস্থ করা সহজ এবং তৃপ্তিদায়ক।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

গোলাম রাব্বি রকি বলেছেন: ব্যবহারিক জ্ঞান যেমন দরকার তেমন তত্ত্বীয় জ্ঞানও দরকার । দুটোর সমন্বয়েই সবচেয়ে ভালো কিছু করা সম্ভব । যদিও আমরা এখন তত্ত্বীয় জ্ঞানমুখী ...

৫| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: চমতকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.