নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জার্মানিতে যেদিন কোন শিশুর জন্মদিন থাকে সেদিন স্কুলে তাকে কোন হোমওয়ার্ক দেওয়া হয় না,
.
১২ মার্চ আমার জন্মদিন,
.
যুগ যুগ ধরে এই দিনে আমার জন্মদিন ছিলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ তো দূরের কথা আমার বাবা মায়েরও খবর ছিলো না! খবর রাখে না!
.
আমরাই শেষ প্রজন্ম যারা জন্মদিনে 'ডোন্ট কেয়ার'
.
ফেসবুকে আসার আগে ট্রিট খাওয়ার জন্য কিছু বন্ধু হালকা পাতল মনে রাখতো,
.
দিনশেষে ইনিয়ে বিনিয়ে রেনিয়ে কেনিয়ে আবেদন করার পরও যখন নানা কৌশল অজুহাত দেখিয়ে ট্রিট দিতাম না তখন তারা বলতো, 'আজকের এই মহান দিনে একজন হারকিপ্টে জন্মগ্রহণ করেছে!'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গুরু বলতো আসছে জন্মদিনে তোদের এবার গরু জবাই করে খাওয়াবো,
.
তারপর জন্মদিন এলে গরু লাপাত্তা
.
জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 'আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই-বা কি আর মৃত্যুদিনই-বা কি?'
.
আমার কাছে এখন ২৮, ২৯, ৩০ তম জন্মদিনের চেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় আজি হতে শত বছর পরে আমার ১২৮, ১২৯, ১৩০তম কিংবা ২৩১তম জন্মদিন কেউ পালন করবে কি না!
.
সন্দ্বীপে এক চাচা একবার বউয়ের জন্মদিন ভুলে গেছিলো তারপর তার এমন শিক্ষা হয়েছে যে সে ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে ডেবিট ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড পর্যন্ত চেইঞ্জ করে বউয়ের জন্মদিনের সংখ্যাগুলো ব্যবহার করা শুরু করেছে,
.
শুনেছি তিনি একবার গ্রামীণ ফোন মোবাইল কোম্পানীতে গিয়ে জিজ্ঞেস করেছিলেন বউয়ের জন্মদিনের সংখ্যাওয়ালা 017-120390** এমন টাইপ কোন নাম্বার পাওয়া যাবে কি না!
.
সত্যি বলতে কি, সে প্রকৃত স্বামী যে বউয়ের জন্মদিন মনে রাখা সত্ত্বেও অবলীলায় বউয়ের বয়স ভুলে যেতে পারে!
.
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র সামোয়াতে বউয়ের জন্মদিন ভুলে যাওয়া আইন পরিপন্থী,
.
জন্মদিনে তোমাকে একটি রিং দিবো বলে আশ্বস্ত করার পর পরের দিন স্বামী তাকে একটি মোবাইলে রিং দেওয়ার পর স্ত্রী স্বামীর দূরদর্শিতা বুঝতে পেরে বললো আসার সময় কনুই দিয়ে কলিংবেল চাপ দিবে তা শুনে স্বামী বললো, কেনো? অর্ধাঙ্গী বললো, হাতো তো গিফট থাকবে তাই!
.
তারপর বেচারি আবার বললো, আগের জন্মদিনে তো লোহার খাট দিয়েছিলে এবার কি দিবে? তখন সে বললো, এবার বিদ্যুতের তার গিফট করবো তাতে কারেন্টের শকড্ দেওয়ার জন্য!
২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৭
শরিফ নজমুল বলেছেন: শুভ জন্মদিন।
ট্রিট লাগবে না!
ভাল থাকবেন।
৩| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: আগামীকাল আপনার জন্মদিন!!!!
শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
৪| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩
চার্বাক বিপ্লব বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
কামরুননাহার কলি বলেছেন: একটু উল্টোপাল্টা বুজলাম ভাইয়া।