নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভিক্টর vs ভিক্টিম

০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

আপনি ভিক্টর(victor) হবেন না ভিক্টিম(victim) হবেন তা আপনার উপর নির্ভর করে,
.
পুরুষ থেকে নির্গত হওয়া বিলিয়ন বিলিয়ন শুক্রাণু যখন ডিম্বানুর দিকে দৌড়াতে থাকে তখন তাদের মধ্যে যেটি সবার আগে পৌঁছে সেই বিজয়ী একটি শুক্রাণু ডিম্বানুর সাথে নিষিক্ত হয়ে একজন মানুষের সৃষ্টি হয়!
.
সকল সৃষ্ট মানুষ এক এক জন বিজয়ী তাদের মধ্যে পরাজিত কেউ নেই!
.
তবুও যারা যারা নিজেকে পরাজিত ভেবে মাদক হতাশা আত্মহত্যায় ডুবে থাকে তারা হলো বেকুব কারণ তারা নিজেকে নিয়ে ভাবে না, জানে না, চিনে না ইত্যাদি ইত্যাদি!
.
দোষটা আমাদের সমাজের,
.
এই সমাজ যার পকেটে দুই টাকা আছে তাকে লাখপতি হওয়ার স্বপ্ন দেখায়,
.
এই সমাজ যার মাথায় ব্যবসায় শিক্ষা ঘুরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার্ট পাইলট হওয়ার স্বপ্ন দেখায়,
.
এই সমাজ চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়া ছেলেটির থেকে আরাম আয়েশে জীবন কাটানো ছেলেটিকে সফল মনে করে,
.
এই সমাজে পূর্বসূরীদের পথ ভুল হলেও সে পথে হাঁটলে সফল হবে এমন মর্মে উদ্ভট স্বপ্ন দেখায়,
.
এই সমাজ কম্পিউটারের মতো শিশুর বাল্য মস্তিষ্কে সফলতার মূলমন্ত্র নামক সফটওয়ার সেট করে দেয়,
.
এই সমাজ অনুকরণ অনুসরণ অনুরণন শিখায় যাকে একজন সফল কপি কিংবা ক্লোন মানবের সৃষ্টি হয়,
.
আই হ্যাভ এ ভ্যালু, আই হেভ এ পাওয়ার, আই হেভ এ আইডেনটিটি, আই হেভ এ সুপার পাওয়ার যার কাছে সুপার কম্পিউটারও জাস্ট একটি খেলনা তা এই সমাজ জানলেও মানে না!
.
সার্কাসের হাতির মতো এই সমাজ কোমলমতি শিশুদের আজ্ঞাবহ করে রাখে যার শেষ পরিণতি সার্কাসে আগুন লাগলেও সে ভুলে যায় তার শক্তির কাছে সামান্য চেয়ারের সাথে বাধা রশি বড্ড মামুলি!
.
যে বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশী একজন ছাত্রের নিজের ভিতর থাকা শক্তি আবিষ্কার করতে সহায়তা করে সে বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়!
.
আর এই কারণে হাভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ম্যাসাচুয়েটস্, স্টানফোর্ডের ড্রপ আউট ছেলেটিও নতুনরূপে পৃথিবী পাল্টে দেয়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.